অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম আপডেট জানুন।

শেয়ার করুন

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনি ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেলফিনের মাধ্যমে ইসলামী ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন। এজন্য আপনার প্রয়োজন হবে একটি সেলফিন একাউন্ট। এখন আপনি চাইলেই ঘরে বসে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। সেলফিন একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সকল তথ্য জানতে পারবেন আজকের পোস্টে।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এ প্রথমে আপনার মোবাইলে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে থাকা গুগল প্লে স্টোর অ্যাপে প্রবেশ করুন এবং সার্চ বারে CellFin লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপসটি (CellFin) ইন্সটল করুন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অ্যাপটি সম্পূর্ণ ইন্সটল হওয়ার পরে অ্যাপটি ওপেন করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে এবং সেখান থেকে ‘Register’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Bangladesh এবং
  • Abroad

এখন আপনি চাইলেই বাংলাদেশ থেকে সেলফিন একাউন্ট খুলতে পারবেন এবং বিদেশ থেকে ও সেলফিন একাউন্ট খুলতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী দেশ সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, বাংলাদেশ থেকে সেলফিন একাউন্ট খোলার জন্য ‘Bangladesh’ অপশনটি সিলেক্ট করুন। তাহলে নিচে with লেখা দেখতে পাবেন এবং তার নিচে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • National I’d এবং
  • Bank account

এখন আপনার যদি আগে থেকে ‘Bank account’ খোলা থাকে। তাহলে আপনি সেলফিন একাউন্ট আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে খুলতে পারবেন। আর নতুন একাউন্ট তৈরি করার জন্য ‘National I’d’ অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার মোবাইল নম্বর বসিয়ে দিন এবং উপর থেকে আপনার মোবাইল নম্বরের অপারেটর সিলেক্ট করুন। তারপর নিচে পাসওয়ার্ডের অপশনে ৬ ডিজিটাল একটি পাসওয়ার্ড বসিয়ে দিন এবং‘Register’ অপশনে ক্লিক করুন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 1

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এ আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা OTP যাবে। সেটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন। আপনাকে আবারো ও লগইন অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার মোবাইল নম্বর এবং পিন নম্বর বসিয়ে লগইন অপশনে ক্লিক করুন। এবার  আপনার মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড অথবা OTP যাবে সেটা অটোমেটিক বসে যাবে। এখন আপনি ‘Submit’ অপশনে ক্লিক করুন। আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের ‘front’ পার্ট এবং ‘back’ পার্ট ছবি আপলোড করতে হবে।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এ এখন front পার্টের ছবি আপলোড করার জন্য ‘National ID front’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আপনার জাতীয় পরিচয় পত্রে একটি স্পষ্ট ছবি তুলুন। তারপর একইভাবে ‘National ID Back’ অপশনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের পিছনের একটি স্পষ্ট ছবি তুলে ‘Confirm upload’ অপশনে ক্লিক করে আপলোড করে দিন।

আপলোড করার সাথে সাথে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যগুলো ওসিয়ার হয়ে যাবে এবং সেখানে থাকা তথ্য গুলো অটোমেটিক বসে যাবে। এখানে শুধুমাত্র আপনাকে ‘Present address’ দিতে হবে। এবার আপনি আপনার ‘Present address‘ সিলেক্ট করুন এবং নিচে আপনার ‘পেশাটি’ নির্বাচন করুন। অবশ্যই, এখানে আপনাকে আপনার পেশা নির্বাচন করতে হবে। কারণ আপনার পেশার উপর নির্ভর করবে আপনি কত টাকা লেনদেন করতে পারবেন। তারপর নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 3

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এ আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে আপনার ছবি তুলতে হবে। এখন আপনি ‘open camera’ অপশনে ক্লিক করে আপনার একটি স্পষ্ট ছবি তুলুন। ছবি তোলা হয়ে গেলে আপনি ‘Confirm upload’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এ এখন পরবর্তী অপশনে আপনার ‘প্রোফাইল’ ইনফরমেশন দিয়ে হবে। এখন প্রথমেই আপনার নাম লিখুন আপনার জাতীয় কার্ড অনুযায়ী। তারপর ইমেইল এড্রেস বসিয়ে দিন এবং ‘Referrer mobile number’(optional) দিয়ে ‘Next’ অপশনে ক্লিক করুন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 3

এরপর আপনি যে সফলভাবে সেলফিন একাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তার একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এ পর্যায়ে আপনাকে ২৪ ঘন্টা থেকে সর্বোচ্চ সাতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার সেলফিন একাউন্টটি এক্টিভেট হওয়ার জন্য।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসারে যদি আপনার একাউন্টটি একটিভ হতে সাত দিনের বেশি সময় নেয়,তাহলে সেলফিন রেজিস্টার নম্বর থেকে আপনি ‘১৬২৫৯’ এই নাম্বারে যোগাযোগ করে আপনার একাউন্টে এক্টিভ করে নিতে পারবেন। সেলফিন একাউন্টি একটিভ হওয়ার পর আপনি সেটির সাহায্যে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট Opening Process

সেলফিন একাউন্টের মাধ্যমে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার মিয়ম জেনে সেলফিন অ্যাপে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি ‘Open a/c’ অপশনে ক্লিক করুন।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে কোন কোন টাইপের ইসলামী ব্যাংকে একাউন্ট রয়েছে সেটি দেখতে পাবেন এবং সেই ব্যাংকের ক্যাটাগরি আপনার সামনে চলে আসবে। যেমন:

  • Mudaraba saving account (MSA)
  • Mudaraba special saving account (MSSA)
  • Mudaraba Monthly profit deposit account (MMPDA) ইত্যাদি।

এখন আপনি যে একাউন্ট খুলবেন সেটি সিলেক্ট করুন। তাহলে আপনার ব্যাংকে একাউন্ট খোলার প্রসেসটি তৈরি হয়ে যাবে। এখানে আপনি আপনার সকল তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে সেলফিনে ব্যাংকে একাউন্ট তৈরি করে নিন।  সাধারণত, আগে ব্যাংক খোলার সাথে সাথেই আপনি ট্রানজেকশন অথবা লেনদেন করতে পারতেন।

তবে বর্তমান সময়ে আপনাকে অটো ডেবিট ট্রানজেকশন ফরমটি পূরণ করতে হবে। এটি আপনাকে আপনার ইমেইলের মাধ্যমে দেওয়া হবে। আর ইমেইলের মাধ্যমে আপনাকে যদি ফর্মটি না দেওয়া হয়, তাহলে সরাসরি ব্রাঞ্চে গিয়ে আপনাকে একটিভ করে দিয়ে আসতে হবে। তারপরে আপনি আপনার একাউন্টে লেনদেন করতে পারবেন।

আশাকরি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে?

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কিছু কাগজপত্র প্রয়োজন হয়। অফলাইনে/অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এ যে সকল কাগজপত্র লাগে তা হলোঃ

  • জাতীয় পরিচয় পত্রের/ স্মার্ট কার্ডের ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের সদ্যতোলা রঙিন ছবি (৩/৪ কপি)।
  • নমিনির পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি।
  • নমিনির NID কার্ড/স্মার্ট কার্ডের ফটোকপি।
  • কোন কোন ক্ষেত্রে টিন সার্টিফিকেট।

আরো জানুনঃ

জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট সহজ ও অধিক লাভজনক।

অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *