অনলাইনে গ্যাস বিল চেক করুন খুব সহজে।

শেয়ার করুন

অনলাইনে গ্যাস বিল চেক, কিভাবে পরিশোধ করবেন, বকেয়া গ্যাস বিল জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। এই পোস্টে গ্যাস বিল সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হলো। ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

অনলাইনে গ্যাস বিল চেক

তিতাস গ্যাস বিল বা গ্যাস বিল নিয়ে অনেকে চিন্তায় থাকেন আর তাহলো আপনার গ্যাস বিল সঠিকভাবে পরিশোধ হলো কিনা। সেটা জানবেন আপনি কি করে? এই পোস্টে আমরা অনলাইনে গ্যাস বিল চেক করার নিয়ম বা পদ্ধতি শেয়ার করব। আপনি হাতে থাকা এন্ড্রয়েড ফোনটি দিয়ে অনলাইনে গ্যাস বিল চেক করতে পারবেন।

অনলাইনে গ্যাস বিল চেক করতে ফোনে থাকা যে কোন ব্রাউজার ওপেন করুন। তারপর ব্রাউজারে সার্চবারে  e-sheba.titasgas.org.bd বা Customer Portal – তিতাস গ্যাস/ Gas bill check bd লিখে সার্চ করুন। আপনি সবার উপরে Customer Portal – তিতাস গ্যাস অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। সেখানে যে কোন একটি অপশনে প্রবেশ করে ডান পাশের OUR SERVICES এর নীচে Customer Portal এ ক্লিক করুন। নিচের মতো একটি পেইজ দেখতে পাবেন।

অনলাইনে গ্যাস বিল চেক

এখন একটু নিচে ৪টি Man আইকন পেইজ দেখতে পাবেন যেমন:

  • Metered Customer
  • Non Metered (Domestic) Customer
  • Bulk Customer
  • Prepaid Customer

এখানে চারটি অপশন থেকে আপনার জন্য প্রযোজ্য অপশনটি বেছে নিন। আপনি যদি পোস্টপেইড গ্রাহক হয়ে থাকেন তাহলে প্রথম অপশনটি ক্লিক করুন। আর যদি প্রিপেইড গ্রাহক হয়ে থাকেন তাহলে ৪ নম্বর অপশনটি ক্লিক করুন। ধরে নিলাম আপনি পোস্টপেইড গ্রাহক তাহলে Metered Customer অর্থাৎ প্রথম অপশন এ ক্লিক করুন। সরাসরি ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।

অনলাইনে গ্যাস বিল চেক অনলাইন

Metered Customer এ ক্লিক করার পর আপনি একটি ফর্ম পাবেন যেখানে Customer code ও Phone number দিয়ে Sign In করতে হবে। Customer code এর স্থলে আপনার তিতাস বিল নম্বর এবং ফোন নম্বর স্থলে আপনি বিল পে করার সময় যেই নম্বরটি দিয়েছেন সেটি দিয়ে Sign In অপশনে ক্লিক করুন। আপনার দেওয়া নম্বরে একটা OTP কোড যাবে। সেটি দিয়ে Submit বাটনে ক্লিক করুন।

অনলাইনে গ্যাস বিল চেক

এখানে আপনি আপনার বিল সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, বকেয়া বিলের পরিমান ইত্যাদি তথ্য গুলো দেখতে পাবেন। এছাড়াও বামদিকে অনেক গুলো মেনু দেখতে পাবেন। যেখান থেকে আপনি আপনার প্রোফাইল, কানেক্টড কাস্টমার আইডি, application, transaction, payment slip সহ অন্যান্য তথ্য দেখতে পাবেন।

তিতাস হেল্পলাইন নাম্বার

গ্যাসবিল সংক্রান্ত যেকোন সমাধান করতে আপনি এই 16496 নাম্বারে কল করতে পারেন। প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনি আপনার গ্যাসবিল সংক্রান্ত সব সমস্যার সমাধান করে নিতে পারেন।

উপরোক্ত নিয়মটি ফলো করে আপনি অনলাইনে গ্যাস বিল চেক করতে পারবেন। আশাকরি আর্টিকেলটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইনে।

NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম।

DPDC বিদ্যুৎ বিল চেক অনলাইনে।

DESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *