অনলাইন বাসের টিকিট বুকিং। Online Bus Ticket Booking
অনলাইন বাসের টিকিট বুকিং করতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। ঘরে বসে অনলাইনে খুব সহজে বাংলাদেশের যেকোন জায়গায় যাওয়ার জন্য টিকিট বুকিং করা যাবে। সহজ কয়েকটি ধাপে মোবাইল কিংবা কম্পিউটার থেকে বাসের টিকিট বুকিং করতে পারবেন। আজকের পোস্টে আপনি জানতে পারবেন বাসের টিকেট বুকিং পদ্ধতি, বাসের টিকিটের মূল্য ও বাস ছাড়ার সময়সূচি সহ বিস্তারিত তথ্য।
অনলাইন বাসের টিকিট কাটার নিয়ম
অনলাইন বাসের টিকিট বুকিং করতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি On করুন। তারপর ক্রম ব্রাউজারের এড্রেসবারে Shohoz লিখে সার্চ করুন ।
এড্রেসবারে Shohoz লিখে সার্চ কারর সাথে সাথে আপনার সামনে বাসের টিকিট বুকিং Shohoz ওয়েবসাইটি প্রদর্শিত হবে। ওয়েবসাইটে প্রবেশ করুন। সাইটে প্রবেশ করে একটু নিচের দিকে স্ক্রোল করলে এরকম একটা পেইজ দেখতে পাবেন।
এখন Shohoz Bus বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে নতুন আরেকটি পেইজে নিয়ে যাবে। যেখান থেকে আপনার গন্তব্যের টিকিটটি কাটতে পারবেন।
এখন From এর ঘরে আপনি কোথায় থেকে বাসে উঠতে চাচ্ছেন অর্থাৎ আপনার বর্তমান অবস্থান সেটি Type করুন। তারপর To ঘরে আপনার গন্তব্যের স্থানটি বেছে নিন । অর্থাৎ আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটি Type করুন।
উদাহরণস্বরূপ: আপনি ঢাকা গাজীপুর থেকে চিটাগং যেতে চাচ্ছেন। তাহলে From ঘরে হবে Gazipur এবং To ঘরে হবে Chittagong তারপর Date of journey ঘরে কত তারিখে রওনা হতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।
আপনি যদি একসাথে ফিরে আসার টিকেটও কাটতে চান তাহলে Date of Return ঘরে আপনি কত তারিখে রিটার্ন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন, এবং Search Buses অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে বাস রুট ও টিকিটের দাম সহ বিস্তারিত চলে আসবে।
সব কিছু ভালো করে দেখে চেক করে নিন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে View Seats বাটনে ক্লিক করুন। আপনার সামনে বাসের সবগুলো সিট শো করবে। সেখান থেকে Black সিট গুলো ছাড়া অন্য যেকোন সিট আপনি কাটতে পারবেন। আপনার পছন্দের সিটটি বেঁছে নিন।
তারপর একটু নিচে স্ক্রোল করে Boarding points অর্থাৎ আপনি কয়টা বাজে কোন স্টেশন থেকে বাসে উঠতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। Boarding points সিলেক্ট করার পর Continue বাটনে ক্লিক করুন। আপনার সামনে Passenger details পেইজটি চলে আসবে। এখন প্যাসেঞ্জারের তথ্য গুলো সাবমিট করুন।
বাসের টিকিট বুকিং করতে প্রয়োজনীয় প্যাসেঞ্জার তথ্য সমূহ:
অনলাইন বাসের টিকিট বুকিং এ পর্যায়ে যাত্রীর যেসব তথ্য পূরণ করতে হবে তাহলো:
- যাত্রীর নাম।
- লিঙ্গ।
- মোবাইল নম্বর।
- ইমেইল এড্রেস।
সবগুলো তথ্য পূরণ হলে নিচের দিকে স্ক্রোল করুন। Coupon code থাকলে সেটি বসিয়ে Apply বাটনে ক্লিক করুন। তাহলে টিকিটের মূল্য কিছুটা হ্রাস পাবে। এরপর আরেকটু নিচে স্ক্রোল করে Terms of Use ঘরে টিকমার্ক দিয়ে দিন। অবশ্যই ফি সহ টিকিটের মোট মূল্য দেখে নিন।
সব গুলো ঠিক থাকলে নিচে থেকে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ আপনি কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। পেমেন্ট গেটওয়ে হিসেবে বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক একাউন্ট সিলেক্ট করতে পারবেন। পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার পর Proceed to pay বাটনে ক্লিক করুন।
তাহলে আপনি সরাসরি পেমেন্ট হোম পেইজে Redirected হয়ে যাবেন। সেখানে আপনার Payment number ও Pin দিয়ে পেমেন্ট কনফর্ম করুন। পেমেন্ট কনফর্ম হওয়ার সাথে সাথে আপনার টিকিটটি কনফর্ম হয়ে যাবে এবং আপনার মেইলে টিকিটের যাবতীয় তথ্য সহ PDF কপি পেয়ে যাবেন। আপনি চাইলে একটি স্কিনশর্টও নিয়ে রাখতে পারেন। যেটি আপনি নির্দিষ্টি বাস কাউন্টারে গিয়ে দেখালে তারা আপনাকে টিকিট দিয়ে দিবে। অনলাইন বাসের টিকিট বুকিং করার কাজ শেষ।
উপরিউক্ত নিয়মটি অনুসরণ করে সহজ কয়েকটি ধাপে অনলাইনে বাসের টিকিট বুকিং করতে পারবেন। যেকোন প্রয়োজনে Shohoz টিকিট বুকিং কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে ফোন করুন 16374।
অ্যাপ থেকে অনলাইন বাসের টিকিট বুকিং
অনলাইন বাসের টিকিট বুকিং এ এবার অ্যাপ এর মাধ্যমে কিভাবে টিকিট বুকিং করতে হয় সেটা জানবো। যাদের কাছে ওয়েবসাইট থেকে অনলাইন বাসের টিকিট বুকিং করতে ঝমেলার মনে হয়, তারা চাইলে Shohoz অ্যাপ থেকে খুব সহজে বাসের টিকিট বুকিং করতে পারবেন।
অ্যাপ থেকে অনলাইন বাসের টিকিট বুকিং করতে প্রথমে ফোনের ডাটা সংযোগ অন করুন। তারপর গুগল প্লেস্টোর অ্যাপটি ওপনে করুন এবং সার্চ বারে Shohoz bus tickets লিখে সার্চ করুন। অ্যাপটি ইন্সটল করে নিন। অ্যাপটি সম্পূর্ণ ইন্সটল হলে সেটি ওপেন করুন। তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।
এখন From ঘরে আপনি কোথায় থেকে বাসে উঠতে চাচ্ছেন সেটি Type করুন। এবং To ঘরে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটি Type করুন। তারপর Journey Date সিলেক্ট করে SEARCH বাটনে ক্লিক করুন। আপনার সামনে Available বাস গুলো শো করবে। এখন আপনার পছন্দের বাসটি বেছে নিন। আপনাকে বাসের Available বাসের সিট গুলো দেখাবে। আপনার পছন্দের সিটটি সিলেক্ট করুন এবং Done অপশনে ক্লিক করুন।
পরবর্তী ধাপে আপনার নাম, লিঙ্গ, মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে Continue Booking বাটনে ক্লিক করুন। আপনাকে আরোও একবার সমস্ত তথ্য গুলো দেখাবে। সব ঠিক থাকলে Confirm Preservation অপশনে ক্লিক করুন।
এবার বিকাশ, রকেট, নগদ, উপায় বা ব্যাংক একাউন্ট যেকোন একটি উপায়ে পেমেন্ট করে বাসের টিকিট কনফর্ম করুন। একটি স্কিনশর্ট নিয়ে রাখুন। তারপর নির্দিষ্ট ডেটে গিয়ে কাউন্টারে স্কিনশর্টটি দেখালে তারা আপনাকে টিকিট দিয়ে দিবে। এই পদ্ধতিটি অবলম্বন করে খুব সহজে অ্যাপের মাধ্যমে অনলাইন বাসের টিকিট বুকিং করতে পারবেন।
অনলাইন বাসের টিকিট বুকিং করার সরাসরি মোবাইল নম্বরঃ
- আহসান এন্টারপ্রাইজ: 01912-707333
- একে ট্রাভেলস: 01191-620642, 02-7195799, 01191-620643
- একতা পরিবহন: 01711-103191
- আল-মুবারক পরিবহণ: 01922-182080, 01731-748800
- আনিকা মাহমুদ এন্টারপ্রাইজ: 01725-284020
- আরা পরিবহণ: 01733-036002, 01733-036003
- এশিয়া এক্সক্লুসিভ: 01712-154972, 01715-986215
- আজিজ ট্রাভেলস: 01931-134490, 01917616098
- আজমির পরিবহণ: 01718-907092, 01712-627618
- বাবুল এন্টারপ্রাইজ: 01711-119372
- বাগদাদ এক্সপ্রেস: 01730-046040
- বনফুল পরিবহন: 01879-996853, 01712-150072, 01723-385371
- বিলাশ সার্ভিস: 01974-474428, 01974-474429, 01974-474427
- বুড়িগঙ্গা স্পেশাল পরিবহন: 01776-347467, 01831-755154
- দেশ ট্রান্সপোর্ট প্রা. লিমিটেড: 01922-105062
- ঢাকা এক্সপ্রেস: 01712-905510, 02-7101725
- দোলা পরিবহণ: 01552-462852
- ড্রিম লাইন স্পেশাল: 01835-088320, 01835-088321
- ঈগল পরিবহণ: 02-9006700, 01721-942474, 01715-300165
- ইকোনো পরিবহন: 01715-300165, 01721-942474
- এনা পরিবহন: 01716131481, 01924764571
- গ্রামিণ সার্ভিস: 01770-806100, 01736-176655
- গ্রীনলাইন: 02-7191900, 02-7192300, 01730-060080
- হামিম পরিবহন: 01819-954495, 01716-895321
- হানিফ এন্টারপ্রাইজ: 01713-402671, 0173-402670, 01713-402673
- কাকলি পরিবহন: 01714-393828, 01710-330777
- কেয়া পরিবহন: 01193-255944, 02-9000812,01193-255943
- কুয়াকাটা এক্সপ্রেস: 01682-903813, 01761-784382
- লাকি এন্টাপ্রাইজ: 01715-329981
- মামুন এন্টারপ্রাইজ: 01912-064032, 01711-337851, 01718-438732
- মেঘনা ট্রাভল: 01933-235376, 01714-831666, 01719-017362, 01672-609222
- মর্ডাণ এন্টারপ্রাইজ: 01726-717226, 01746-037071
- এন ইসলাম এন্টরপ্রাইজ: 01682-634811
- নাভিল পরিবহন: 02-8018076, 02-8127949
- নাজিম পরিবহন: 01765-450794, 01765-450793
- নিরলা পরিবহন: 01711-595776
- এনপি পারভিন: 01916-967678
- অন্তরা পরিবহন: 01718-177888, 01682-903813
- অভি এন্টারপ্রাইজ: 01199-122345, 01730-186207
- পাবনা এক্সপ্রেস: 01711-024088
- পর্যটক পরিবহন: 01719-813004, 01746-487181
- রাবেয়া স্পেশাল: 01675-808820
- রুমিন পরিবহন: 01772-950141, 01772-950140
- রাজিব স্পেশাল: 01711-035351, 01712-060146
- রুপসী বাংলা পরিবহন: 01710-324840, 02-7194306
- এস.আলম সার্ভিস: 02-8315087, 02-9331868, 01917-720395
- এস.এ পারভিন: 01915-375887, 01916-712614
- সাকুরা পরিবহন: 01190-658772, 02-8021184, 01729-556677
- এসবি সুপার ডিলাক্স: 01199-340748, 02-9009586
- শিভা চেয়ার কোর্স: 01199-489152, 01916-977108
- শাহ ফাতেহ আলী পরিবহন: 01191-680687, 01193-221085
- শাহী সার্ভিস: 01973-399021, 01973-399020
- সোহাগ পরিবহন: 01711-612433, 02-9344477
- শ্যামলী পরিবহন: 02-8360241, 02-8124881, 01716-942158, 02-9124514
- এস.আই এন্টারপ্রাইজ: 01711-944023, 01746-037071
- স্কাইলাইন এক্সপ্রেস: 01737-595463, 01746-379215, 01190-300010
- সৌদিয়া পরিবহন: 01919-654935
- এস.পি গোল্ডেন লাইন: 01740-543136
- এস.আর ট্রাভেলস: 01711-394801
অনলাইন বাসের টিকিট বুকিং করা ছাড়াও উপরের নম্বর গুলোতে যোগাযোগ করে যেকোনো কাউন্টার থেকে খুব সহজেই বাসের টিকিট কাটতে পারবেন।
আরো তথ্য পেতে পড়ুনঃ
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম।
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় জেনে নিন সহজে।
আমি ২৪-০২-২০২৪ তারিখ বিকালে বা সন্ধ্যারপর ২ টা টিকিট নিতে চাই ও ২৫ তারিখ সকালে ৯ টার মধ্যে যাশোর আসতে চাই বা বুকিং করতে চাই আসা যাবে কি ও ভাড়া কত লাগবে
পোস্টে মোবাইল নং দেয়া আছে। ফোন করে বুকিং করুন।