অস্ট্রেলিয়া টাকার মান কত জানুন।
অস্ট্রেলিয়া টাকার মান কত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ কাজ, পড়া-লেখা, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ভিজিট করে থাকেন। তাই এই ধরনের মানুষদের কাছে অস্ট্রোলিয়ার টাকার মান কত সেটা জানা জরুরি হয়ে পড়ে। এই পোস্টে অস্ট্রেলিয়া টাকার মান কত সেই বিষয়ে বিস্তাতারিত আলোচনা করব।
একই সাথে অস্ট্রেলিয়ার ১ টাকা ইন্ডিয়ার কত রুপি, অস্ট্রেলিয়ার ১০০ টাকা ইন্ডিয়ান কত রুপি এবং অস্ট্রেলিয়ার ১০০০ টাকা ইন্ডিয়ান কত রুপি সেটিও আলোচান করব। সুতারং আজকের পোস্টটি এপাড় ওপাড় বাংলার মানুষদের কাছে খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়া টাকার মান কত
আপনি যদি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন অস্ট্রেলিয়ার সরকারি মুদ্রার নাম ডলার বা অস্ট্রেলিয়ান ডলার। গুগলের তথ্য সূত্রে অস্ট্রেলিয়া ১(এক) ডলারের মান বাংলাদেশি মুদ্রায় ৭৩.৪২ টাকা। অর্থাৎ অস্ট্রেলিয়ার ১ ডলার বাংলাদেশের ৭৩ টাকা ৪২ পয়সা। কিন্তু অস্ট্রেলিয়ার ১ ডলারের মান ইন্ডিয়ান মুদ্রায় ৫৫.৮৮ রুপি। অর্থাৎ ৫৫ টাকা ৮৮ পয়সা। যা বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে ১৭.৫৪ টাকা কম।
অস্ট্রেলিয়ার ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
আমরা দেখেছি অস্ট্রেলিয়ার ১ ডলার বাংলাদেশের ৭৩.৪২ টাকা। সেই হিসেবে অস্ট্রেলিয়ার ১০০ ডলারের মান বাংলাদেশি মুদ্রায় ৭৩.৪২*১০০=৭৩৪২ টাকা। অর্থাৎ অস্ট্রেলিয়ার ১০০ টাকার মান বাংলাদেশের ৭,৩৪২ টাকার সমান। চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ১০০ ডলার ইন্ডিয়ান কত রুপি। উপরে আমরা জেনেছি অস্ট্রেলিয়ান ১ ডলার ইন্ডিয়ান ৫৫.৮৮ রুপি। সেই হিসেবে অস্ট্রেলিয়ার ১০০$ এর মান ৫৫.৮৮*১০০=৫৫৮৮ রুপি। অর্থাৎ অস্ট্রেলিয়ার ১০০ ডলার ইন্ডিয়ার ৫,৫৮৮ রুপির সমান।
অস্ট্রেলিয়ার ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা
আমরা জানি অস্ট্রেলিয়ার ১০০$ ডলার বাংলাদেশের ৭,৩৪২ টাকা। সেই হিসেবে অস্ট্রেলিয়ার ৫০০$ বাংলাদেশের ৭৩৪২*৫=৩৬৭১ ০ টাকা। অর্থাৎ অস্ট্রেলিয়ার ৫০০$ টাকার মান বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার ৭ শত ১০ টাকা। চলুন নেওয়া যাক অস্ট্রেলিয়ার ৫০০$ ডলার ইন্ডিয়ার কত রুপি। আমরা জানি অস্ট্রেলিয়ার ১০০$ ডলার ইন্ডিয়ার ৫,৫৮৮ রুপি। তাহলে অস্ট্রেলিয়ার ৫০০$ ডালার ইন্ডিয়ার ৫,৫৮৮*৫= ২৭৯৪০ রুপি। অর্থাৎ অস্ট্রেলিয়ার ৫০০$ ডলার ইন্ডিয়ার ২৭ হাজার ৯ শত ৪০ রুপি।
অস্ট্রেলিয়ার ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা
এবার আসুন জেনে নি অস্ট্রেলিয়ার ১০০০$ ডলার বাংলাদেশের কত টাকা এবং ইন্ডিয়ার কত রুপি হয়। আমরা জানি অস্ট্রেলিয়ার ৫০০$ ডলার বাংলাদেশের ৩৬,৭১০ টাকা। তাহলে অস্ট্রেলিয়ার ১০০০$ ডলার বাংলাদেশের ৩৬৭১০*২=৭৩৪২০ টাকা। অর্থাৎ অস্ট্রেলিয়ার ১০০০$ বাংলাদেশের ৭৩ হাজার ৪ শত ২০ টাকা। যদি অস্ট্রেলিয়ার ৫০০$ ডলার ইন্ডিয়ার ২৭,৯৪০ রুপি হয় তাহলে অস্ট্রেলিয়ার ১০০০$ ডলার ইন্ডিয়ার ২৭৯৪০*২=৫৫৮৮৮ রুপি। অর্থাৎ অস্ট্রেলিয়ার ১০০০$ ডলার ইন্ডিয়ার ৫৫ হাজার ৮ শত ৮৮ রুপি।
আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা বুঝতে পেরেছেন অস্ট্রেলিয়া টাকার মান কত। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট।
আরো পড়ুনঃ
কাতারের ১ রিয়াল বাংলাদেশের কত টাকা।
৫০০ ডলার বাংলাদেশের কত টাকা জেনে নিন।