অসাধারণ কিছু অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স।

শেয়ার করুন

অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স আমাদের সবার জানা খুবই জরুরী।বর্তমানে আমাদের প্রত্যেকের হাতে এন্ড্রয়েড মোবাইল রয়েছে। যেটি আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি। যারা ফ্রিল্যান্সার তারা ফ্রিল্যাংসিং কাজে,যারা ব্যবসায়ী তারা ব্যবসায়িক কাজে এবং যারা স্টুডেন্ট বা অবসরপ্রাপ্ত তারা গেমিং, ভিডিও দেখা, মুভি দেখা ইত্যাদি কাজে এটি ব্যবহার করে থাকেন।

আপনি যে কাজেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকুন না কেন, আপনার যদি আমাদের আজকের পোস্টে দেখানোর অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্স গুলো জানা থাকে তাহলে আপনার ফোনটি আরো ফাস্ট হয়ে যাবে এবং এটি ব্যবহারে আপনি আরও বেশি স্বচ্ছন্দ বোধ করবেন।

ডাউনলোড স্প্রিড অপটিমাইজ অ্যান্ড্রয়েড টিপস :

হামেশাই আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে নেট থেকে বিভিন্ন ধরনের ইমেজ, ভিডিও, অডিও, সফটওয়্যার ইত্যাদি ডাউনলোড বা ইনস্টল করে থাকি। কিন্তু নেট সংযোগ স্লো থাকার কারণে ১/২ মেগাবাইট ফাইল গুলো ডাউনলোড হতে ৫-১০ মিনিট লেগে যায়।

যেটি সত্যিই হাস্যকর। তাই আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের একটি অসাধারণ সেটিং দেখব যেটি ব্যবহারে আপনার ফোনের ডাউনলোড স্প্রিড শতগুণ বেড়ে যাবে। কাজটি করতে ফোনের ক্রোমো ব্রাউজারটি ওপেন করুন। তারপর এড্রেস বারে  chrome://flags/ লিখে সার্চ করুন।

সেখানে আপনি আরেকটি সার্চ অপশন পাবেন। সেখানে Download লিখে Parallel download অপশনটি Default থেকে Enable করে দিন। ফিচারসটি চালু করার সাথে সাথে আপনার ফোনের ডাউনলোড স্প্রিড অনেক গুণ বেড়ে যাবে।

স্প্রিড-অপটিমাইজ-অ্যান্ড্রয়েড-টিপস

কল ফরওয়ার্ডিং অ্যান্ড্রয়েড টিপস :

অ্যান্ড্রয়েড টিপস এ আপনি জরুরি কোন বিষয়ে ফোনে কথা বলছেন। এমন সময় নিকটস্থ কেউ আপনাকে সে সময় কল করে ডিস্টার্ব করছে। আপনি যদি তাকে ব্লক করে দেন তাহলে তার মনে কষ্ট যেতে পারে। অন্যদিকে মোবাইল ফোন অন রাখাটাও গুরুত্বপূর্ণ।

এমন পরিস্থিতিতে কি করবেন? নিশ্চয় বিষয়টা নিয়ে হতাশায় ভুগছেন। তাদের জন্য মোবাইল ফোনগুলো এক অসাধারণ উপায় নিয়ে আসল। যার সাহায্যে আপনি কাউকে ব্লক করতে হবে না অথবা মোবাইল ফোন বন্ধ ও করতে হবে না।

অথচ আপনার ফোনে কাঙ্খিত ব্যক্তি ফোন দিলে ফোন বন্ধ দেখাবে। ফিচারসটি চালু করতে ফোনের Setting থেকে Call setting এ চলে আসনু। তারপর সেখান থেকে Call waiting mode অফ করে দিন এবং Call forwarding থেকে When busy তে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে দিন।

তারপর Turn on করে দিন। তাহলে এখন আপনাকে ঐ ব্যক্তি ফোন করলে ফোন Busy বা Waiting না বলে সরাসরি বন্ধ বলে দিবে।

অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন থেকে বাঁচার উপায় :

বিভিন্ন সময় নানা প্রয়োজনে আমরা অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস বা গেমস ইন্সটল করি। ইন্টারনেট সংযোগ দেওয়ার সাথে সাথে এসব অ্যাপসে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বা Ads চলে আসে। যা আপনি ও আপনার শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর।

তাই এমন সমস্যা থেকে পরিত্রাণ পেতে আমাদের এই অ্যান্ড্রয়েড টিপস জেনে রাখুন। আপনি যদি আপনার ফোনে এই সেটিংটি করে রাখেন তাহলে এ ধরনের অনেকাঙ্খিত Ads বা বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে। কাজটি করতে মোবাইলের সেটিং অপশনে চলে আসুন তারপর সেটিং সার্চ বারে Private DNS লিখে সার্চ করুন।

তারপর Private DNS hostname সিলেক্ট করে Text typing অপশনে এই লেখাটি কপি করে পেস্ট করে দিন। লেখাটি দেখতে এখানে ক্লিক করুন।

অনাকাঙ্ক্ষিত-বিজ্ঞাপন-থেকে-বাঁচার-উপায়-Onlinesheba24

এই সেটিংটি আপনি সব ধরনের ফোনে দেখতে পাবেন। সেটিংটি অফ রাখলে এটি আপনাকে বিরক্তিকর অনাকাঙ্ক্ষিত এডস বা বিজ্ঞাপন থেকে সুরক্ষা দিবে।

Android স্কিন OFF মোড টিপস :

আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা ইউটিউব থেকে গান, গজল বা ওয়াজ শুনতে অভ্যস্ত। কিন্তু youtube যেহেতু একটি ভিডিও সার্ভার তাই সেখানে শুধু অডিও শুনা অসম্ভব। আপনি যখনই মোবাইলের পাওয়ার বাটন অফ করবেন সাথে সাথে ইউটিউব ভিডিটিও অফ হয়ে যাবে। এমন সমস্যা থেকে পরিত্রাণ পেতে এই ছোট্ট অ্যান্ড্রয়েড টিপস ফলো করুন।

প্রথমে ফোনের প্লেস্টোর অ্যাপে চলে আসুন। তারপর সার্চবারে Black screen Video screen off লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপসটি ইন্স-টল করুন এবং ওপেন করুন। সেখানে আপনি অনেক গুলো ট্যাব দেখতে পাবেন

Android-স্কিন-OFF-মোড-টিপস-Onlinesheba24

যেকোন একটি পছন্দ করুন। তবে pro লিখা ট্যাব গুলো চালু করতে কিছু টাকা পে করতে হবে। তাই ফ্রি ট্যাব গুলো ব্যবহার করাই ভালো। যাই হোক যেকোন একটা ট্যাব সিলেক্ট করুন এবং ব্যাক চলে আসুন। তাহলে আপনি ফোনের রাইট কর্নারে একটি লক আইকন দেখতে পাবেন।

এখন ইউটিউব থেকে আপনার কাঙ্খিত ভিডিওটি চালু করুন এবং অ্যাপস এর লক আইকনে ক্লিক করুন। তাহলে সাথে সাথে আপনার ফোনের স্কিন ব্ল্যাক হয়ে যাবে। এবার ফোনের পাওয়ার বাটন অপ করে দেওয়ার পরেও আপনার ভিডিওটির সাউন্ড শুনতে পাবেন।

এছাড়াও আপনি চাইলে অ্যাপসটি ব্যবহার করে অসাধারণ আরোও কিছু কাজ করতে পারেন। যেমন: ফোনের ক্যামরা চালু রেখে অ্যাপসটির লক আইকনে ক্লিক করুন। তাহলে মোবাইলের Screen কালো হয়ে যাবে। এখন আপনি চাইলে ফোনটি হাতে ধরে রাখতে পারেন।

অন্যের অগোচরে তার কর্মকান্ড বা ভয়েস রেকোর্ড করে রাখতে পারবেন। এতে ওনি বুঝতেই পারবে না যে আপনি সব কিছু ভিডিও করছেন। তবে এই অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্সটি অব্যশই ভালো কাজে ব্যবহার করবেন।

ছবি থেকে টেক্স কপি টিপসঃ

অনেক সময় ছবি বা স্ক্রিনশট থেকে আমাদের গুরুত্বপূর্ণ Text কপি করার প্রয়োজন হতে পারে। আমরা যারা মোবাইলে ফ্রিল্যান্সিং বা গুরুত্বপূর্ণ কাজ করে থাকি তারা বেশিরভাগ সময় ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস ও টিপস শিখে থাকি।

অধিকাংশ সময় ইউটিউবার ভিডিও ডিস্ক্রিপশনে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকেন। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউব ডিসক্রিপশন কপি করার কোন সিস্টেম না থাকায় তথ্যগুলো সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। তারা চাইলে এই টিপসটি ফলো করতে পারে এবং এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।

আপনি যদি আপনার ফোনে থাকা ছবি অথবা স্ক্রিনশট থেকে কোন ধরনের গুরুত্বপূর্ণ টেক্সট কপি বা নোট করতে চান, তাহলে ফোনের গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করুন। তারপর অ্যাপের ওপরের দিকের ডান পাশে একটা ক্যামরা আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

আরো পড়ুনঃ অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ কিছু সেটিং জানলেই অবাক হবেন আপনি

এটি মূলত গুগল ল্যান্স। এখন অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে ক্যামেরা ওপেন হবে এবং নিচে Phone gallery আইকন দেখতে পাবেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় ছবিটি বেছে নিন।

ছবি বেছে নেওয়ার সাথে সাথে সেটি স্ক্যান হতে শুরু করবে এবং ছবিতে থাকা টেক্স গুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আপনার প্রয়োজনীয় Text টি কপি করে নিতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে Google photo অ্যাপসটি ব্যবহার করেও কাজটি করতে পারবেন। এটি করার জন্য Photo অ্যাপটি ওপেন করুন। তারপর নির্দিষ্টি ছবিটি খুঁজে নিন। ছবিটির নিচে আপনি Lens অপশন দেখতে পাবেন।

Lens অপশনে ক্লিক করে Text এ ক্লিক করুন। তাহলে ছবিতে থাকা Text গুলো সিলেক্ট হয়ে যাবে। এবার Copy text এ ক্লিক করে গুরুত্বপূর্ণ তথ্যটি কপি করে নিন।

ছবি-থেকে-টেক্স-কপি-টিপস-Onlinesheba24

অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে আপনার কোন কমেন্ট বা পরামর্শ থাকলে এই পোস্টের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের পাঠাতে পারেন। এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন Onlinesheba24.com

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *