অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ কিছু সেটিং জানলেই অবাক হবেন আপনি

শেয়ার করুন

অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ কিছু ফিচারস

বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের কাছেই অ্যান্ড্রয়েড ফোনের কদর রয়েছে। যেটি দিয়ে আমরা সুধু মাত্র নেট ব্রাউজিং, ইউটিউবিং, ফেসবুকিং করে থাকি। কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে, অ্যান্ড্রয়েড ফোনের এমন কিছু ফিচারস আছে যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকে আরোও স্বাচ্ছন্দ্য করে তুলবে।

মাল্টিটাস্কিং সিস্টেম:   

আমরা অনেকে এই বিষয়টির সাথে খুব বেশি পরিচিত না। মাল্টিটাস্কিং হলো একটি ডিভাইস দিয়ে একই সাথে দুইয়ের অধিক কাজ করা বা একই সাথে দুটি অ্যাপস বা সিস্টেম ব্যবহারকে মাল্টিটাস্কিং বলা হয়। আপনি চাইলে একই সাথে মেসেনজার চ্যাটিং এবং ইউটিউব ভিডিও দেখার কাজ করতে পারবেন। বর্তমান সময়ের বেশির ভাগ ফোনে এই ফিচারসটি দেখা যায়।

আরোও পড়ুনঃ স্মার্টফোনের সেরা ৫টি সিক্রেট টিপস যা আপনার জানা উচিত।

এই ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিং থেকে দেখে নিতে হবে আপনার ডিভাইসটি মাল্টিটাস্কিং সার্পোট করে কিনা? বা এটি কিভাবে ব্যবহার করতে হয়।

Samsung ফোনের ক্ষেত্রে হোম স্কিনের ডান পাশে নিচে 3 ডট থাকে সেখানে ক্লিক করলে আপনার ব্যবহারকৃত সকল অ্যাপের ট্যাব গুলো ওপেন হবে। এখন আপনি যদি যেকোন একটি ট্যাবের অ্যাপ লোগোতে ক্লিক করেন তাহলে Open in Split screen view দেখতে পাবেন সেখানে ক্লিক করে অন্য অ্যাপসে ক্লিক করলে সেই অ্যাপসটিও Run হয়ে যাবে।

এভাবে আপনি একই সাথে দুটি অ্যাপস চালাতে পারবেন। Samsung ছাড়াও আপনি অন্যান্য ফোনে এই পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি কাজ দিবে।তারপর আবার যদি স্কিনটি বন্ধ করতে চান তাহলে নিচের ট্যাবকে ধরে ওপরের দিকে টান দিলে Split screen stop হয়ে যাবে।

ডুয়েল অ্যাপ বা কোলন অ্যাপ:

অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দুটি একাউন্ট একই ফোনে ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে। যেমন: ফেসবুক,  ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। তখন একটি লগিং করে অন্যটি লগআউট করা অনেকটাই ঝামেলার ব্যাপার। তাই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে Dual app or Clone app ফিচারসটি ব্যবহার করতে পারেন।

সিস্টেমটি ব্যবহার করার জন্য ফোনের সেটিং অপশনে Clone app বা Dual app অপশনটি খুঁজে নিন। অথবা সরাসরি ফোনের সেটিং সার্চ অপশনে Dual app বা Clone app লিখে সার্চ করুন।

সেটিংটি খুঁজে পেলে সেখানে দেখবেন আপনার ফোনের সমস্ত অ্যাপের লোগো বা আইকন শো করছে। এখন আপনি যেই অ্যাপসটির ডুয়েল ভার্সন ব্যবহার করতে চান সেই অ্যাপসের ডান পাশে থাকা অপশনটি Enable করে দিন। তাহলে আপনি ঐ নির্দিষ্ট অ্যাপটির ডুয়েল ভার্সন ব্যবহার করতে পারবেন।

ফোনের হোম স্কিনে চেক করলে দেখবেন একটি অ্যাপের দুটি কপি শো করছে। একটি পুরাতন এবং অপরটি নতুন। এখন নতুন অ্যাপে আপনার অপর একাউন্টের লগিং ডিটেলস দিয়ে ব্যবহার করতে পারবেন।

ব্যাটারি সেভার:

ব্যাটারি সেভার সম্পর্কে কম বেশি সকলের ধারণা রয়েছে। যদিও আমাদের মধ্যে অনেকে এটি ব্যবহার করছেন আবার অনেকে এড়িয়ে চলছেন। তবে এটা ঠিক যে ব্যাটারি সেভার ফোনের ব্যাটারি হেলথকে ভালো রাখতে অনেক ভূমিকা রাখে।

মোবাইলের সেটিং অপশনে ব্যাটারি সেভার অপশন পেয়ে যাবেন। অপশনটি Open করে দিলে মোবাইলের দু একটা প্রয়োজনীয় অ্যাপস ছাড়া সকল অ্যাপস ডিজএবল হয়ে যাবে। এতে করে ডিজএবল অ্যাপস গুলো ফোনের চার্জ খরচ করতে পারবে না। ফলে আপনি অনেক ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনি চাইলে নির্দিষ্ট সময়ের জন্যও ব্যাটারি সেভার ব্যবহার করতে পারেন। আবার যেকোন সময় এটি Stop ও করে দিতে পারেন। তবে রাতে ঘুমানোর সময় ব্যাটারি সেভার ব্যবহার করলে আপনার ফোনের জন্য অনেকটা উপকার হবে।

Gesture সিস্টেম:

এটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকে আরোও বেশি উপভোগ্য করে তুলবে। কেননা Gester এর কাজ হলো যখন আপনার ফোনে কেউ কল করবে আপনি সেই কলটি ফোনের স্কিনে টার্চ করা ছাড়া সুধু মাত্র কানের কাছে ফোন নিয়ে গেলে অটো রিসিভ হয়ে যাবে। আবার ফোনটিকে মিউট করার প্রয়োজন বোধ করলে ফোনটিকে নিচের দিকে উপর করে ধরলে ফোন মিউট হয়ে যাবে। আশা করি সিস্টেমটি ব্যবহার করে দারুণ মজা পাবেন।

সিস্টেমটি চালু করার জন্য আপনার স্মার্টফোনের সেটিং অপশনে গিয়ে Gesture অপশনটি খুঁজে নিন। তারপর জরুরি সেটিং গুলো অন অফ করে সিস্টেমটি ব্যবহার করতে পারবেন।

OTG ক্যবলের ব্যবহার:

আপনার ফোনটি যদি OTG সার্পোট করে তাহলে একটি OTG ক্যাবল ব্যবহার করে আপনার পেড্রাইভের ডাটা গুলো মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। আবার আপনার মোবাইলের ডাটা গুলো পেনড্রাইভে আদান প্রদান করতে পারবেন। এছাড়াও OTG দিয়ে আপনার কিবোর্ডও মোবাইলে সংযোগ দিতে পারেন। এতে করে কিবোর্ডে টাইপ করা সকল টেক্স আপনার ফোনে টাইপ হয়ে যাবে।

শর্ট ডিসপ্লে ব্যবহার:

আমাদের ফোনের স্কিনটি বড় হওয়ার কারণে একহাতে হেন্ডেল করা অনেক সময় কষ্ট সাধ্য হয়ে পড়ে। আর তার সমাধান হিসেবে মোবাইল কম্পানি গুলো এক অসাধারণ সিস্টেম চালু করেছে যার সাহায্যে আপনি ফোনের সম্পূর্ণ ডিসপ্লেটিকে একহাতেই হেন্ডেল করতে পারবেন।

সিস্টেমটি ব্যবহার করার জন্য ফোনের নটিফিকেশন অপশন থেকে One hand অপশটি অন করে দিন। তাহলে আপনার স্কিনটি শর্ট হয়ে আসবে এবং আপনি চাইলে এক হাতে মোবাইলটি ব্যবহার করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ কিছু সেটিং Onlinesheba24

আবার আপনি চাইলে এই সিস্টেমটি কিবোর্ডে ব্যবহার করেও এক হাতে টাইপিং করতে পারবেন। এর জন্য অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে থাকা ডিফল্ট Gboard কিবোর্ডটি Open করুন। তারপর কিবোর্ডের ওপরের 3 ডট থেকে Hand আইকনটি অন করে দিন।

অ্যান্ড্রয়েড-ফোনের-কিছু-সেটিং-Onlinesheba24

তাহলে আপনার কিবোর্ডটি শর্ট হয়ে যাবে এবং আপনি খুব সহজে এক হাতে টাইপিংয়ের কাজটি করতে পারবেন। আপনি চাইলে কিবোর্ডের বাম পাশের 4 এরো চিহ্নে ক্লিক করে এটি কাস্টমাইজ করে বড় ছোট করেও ব্যবহার করতে পারবেন।

একনজরে আজকের পোস্ট

  • অসাধারণ অ্যান্ড্রয়েড সেটিং
  • অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ সেটিং
  • অ্যান্ড্রয়েড টিপস ও সিক্রেট
  • স্মার্ট ফোনের অসাধারণ কিছু সিস্টেম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *