আকাশ টিভি রিচার্জ করুন বিকাশ ও নগদ একাউন্ট থেকে ১ মিনিটে।  

শেয়ার করুন

আকাশ টিভি রিচার্জ করা এখন খুব সহজ। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র এক মিনিটে এই কাজটি করতে পারবেন। যাদের আকাশ টিভি আছে তাদের প্রতি মাসে রিচার্জ করতে হয়। যারা রিচার্জ করতে পারেন না, তাদের অন্যের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ ডিলারের কাছে অথবা যারা আকাশ টিভি বিক্রয় করে থাকে তাদের কাছে গিয়ে আকাশ টিভি রিচার্জ করার জন্য অপেক্ষা করতে হয়।

আজ আমি আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দ্বারা কিভাবে এক মিনিটে আকাশ DTH রিচার্জ করা যায় তা দেখাবো। আশাকরি এই পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনি খুব সহজে আকাশ DTH টিভি বিকাশ একাউন্ট অথবা নগদ একাউন্ট থেকে রিচার্জ করতে পারবেন। তো চলুন আকাশ টিভি রিচার্জ এর নিয়ম দুটি দেখে নেয়া যাক।

আরো জানুনঃ  আকাশ টিভির প্যাকেজ ও সব চ্যানেল লিস্ট দেখুন।

বিকাশে আকাশ টিভি রিচার্জ এর নিয়ম: 

বিকাশ থেকে  আকাশ DTH টিভি  রিচার্জের ক্ষেত্রে আপনাকে প্রথমে বিকাশ একাউন্টে টাকা ভরে নিতে হবে। আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে ইন্টারনেটের সংযোগ দিন। বিকাশ অ্যাপটি ওপেন করুন। এখন বিকাশ নাম্বার এবং পিন দিয়ে লগইন করুন। লগইন করার পর নিচের পেজটি দেখতে পাবেন।

 

আকাশ-টিভি-রিচার্জ-onlinesheba24

  • এই পেজে Pay Bill আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর TV  অপশনটি দেখতে পাবেন। TV আইকনে ক্লিক করলে নিচে AKASH DTH TV দেখতে পাবেন।
  • এখন আকাশ টিভি রিচার্জ করতে AKASH DTH TV তে ক্লিক করুন। নিচের পেজটি দেখতে পাবেন।

বিকাশে-আকাশ-টিভি-রিচার্জ-onlinesheba24.

  • এখানে আপনার আকাশ DTH TV এর সাবস্ক্রাইবার আইডি এবং কন্টাক্ট নাম্বার/মোবাইল নাম্বার দিয়ে Proceed to Pay তে ক্লিক করতে হবে।
  • এবার আপনি কত টাকা রিচার্জ করবেন / কোন প্যাকেজে কত টাকা রিচার্জ করতে হবে দেখে নিয়ে সেটি সিলেক্ট করে ডান পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করুন।
  • তারপর পিন নাম্বার চাইবে অর্থাৎ আপনার বিকাশ একাউন্ট এর পিন নাম্বার দিতে হবে।
  • বিকাশের পিন নম্বর দেওয়া হলে ডান পাশে থাকা তীর চিহ্নে আবার ক্লিক করুন।
  • সর্বশেষ নিচে লাল রংয়ের ট্যাপটি চেপে ধরুন। হ্যাঁ হয়ে গেল আপনার বিকাশে আকাশ টিভি রিচার্জ।

নগদ একাউন্ট থেকে AKASH DTH TV রিচার্জ করার নিয়মঃ 

এবার আমরা  শিখবো কিভাবে নগদ একাউন্ট থেকে  আকাশ টিভি রিচার্জ  করা যায়। প্রথমে আপনার স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন দিন এবং নগদ অ্যাপটি ওপেন করুন।মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে নগদ একাউন্টে প্রবেশ করুন।

  • বিল পে অপশন এ ক্লিক করুন।
  • AKASH DTH খুঁজে বের করুন অথবা সরাসরি ডায়াল করুন 1025
  • AKASH DTH এ ক্লিক করুন।
  • এবার গ্রাহক আইডি অর্থাৎ গ্রাহক সাবস্ক্রিপশন নাম্বার লিখে পরবর্তী অপশনে ক্লিক করুন।
  •  টাকার পরিমান লিখুন অর্থাৎ আপনি যে প্যাকেজটি নিতে চান সেই প্যাকেজের টাকার পরিমাণ লিখুন।
  • পরবর্তী অপশন ক্লিক করুন।
  • পিন নাম্বার অর্থাৎ আপনি নগদ এর পিন নাম্বার দিয়ে পরবর্তী অপশন ক্লিক করুন ।
  • এবার ট্যাপ করে ধরে রাখুন।
  • মোবাইল স্ক্রিনে বিল পে সফল লেখাটি দেখতে পাবেন।
  • হোমে ফিরে যান বাটনে ক্লিক করুন।
  • হ্যাঁ আপনার আকাশ টিভি রিচার্জ সফলভাবে হয়ে গেছে।
  • অ্যাকাউন্টটি সফলভাবে রিচার্জ হয়ে গেলে আপনার মোবাইলে একটি কনফারমেশন ম্যাসেজ চলে আসবে।

আরো পড়ুনঃ  

পল্লী বিদ্যুৎ বিল চেক করুন খুব সহজে।

খুব কম দামে ইন্টারনেট অফার সকল অপারেটরে দেখুন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *