আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড ও অনলাইন চেক। (PDO Download)
আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড ও অনলাইন চেক করার নিয়ম বা আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বিদেশ যাওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি যদি তিন দিন বা সাত দিনের ট্রেনিং করে থাকেন। অথবা ৩ মাস ৬ মাস বা ৮ মাসের ট্রেনিং গ্রহণ করে আর পি এল পরীক্ষা দিয়ে থাকেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যদি সার্টিফিকেট না পান।
তাহলে কিভাবে আমি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে ‘আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করবেন অথবা চেক করবেন’ এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের পোস্টে। তাই সম্পূর্ণ আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইলো।
আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
মোবাইল দিয়ে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন তারপর ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন এবং সার্চবারে ‘আমি প্রবাসী’ লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে আমি প্রবাসী এপ্লিকেশনটি চলে আসবে এখন অ্যাপটি ইন্সটল করে নিন। একটি সম্পূর্ণভাবে ইন্সটল হওয়ার পর সেটি ওপেন করুন তাহলে নিচের মত পেজ দেখতে পাবেন।
এখন আগে থেকে যদি আপনার আমি প্রবাসী এপ্লিকেশনে একাউন্ট করা না থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। আর যদি একাউন্ট করা থাকে তাহলে একাউন্টের তথ্য দিয়ে লগইন করুন। অ্যাপটি লগইন করার পর নিচে ডান পাশে একটি প্রোফাইল আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
তাহলে আপনি কতগুলো অপশন দেখতে পাবেন যেমন:
- প্রয়োজনীয় নথিপত্র
- সার্টিফিকেট
- সেটিং
- জরুরী যোগাযোগের তথ্য
- লগ আউট
এখন উল্লেখিত অপশন গুলো থেকে সার্টিফিকেট অপশনে ক্লিক করুন। তাহলে আপনার কোর্স ও সার্টিফিকেটের তথ্য দেখতে পাবেন। তার নিচে ‘ পেমেন্ট করুন’ একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে সার্ভিস চার্জ পরিশোধ করুন’ একটি পপআপ দেখতে পাবেন এবং তার নিচে থাকা ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।
পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনি পেমেন্ট করার জন্য দুটি অপশন পেয়ে যাবেন। মোবাইল ব্যাংকিং অথবা কার্ড। এখন আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি অপশন সিলেক্ট করুন তারপর ‘Terms and condition’ বক্সে টিক মার্ক দিয়ে ‘PAY 100.00’ বাটনে ক্লিক করুন। অর্থাৎ আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। ১০০ টাকা পেমেন্ট করা ব্যতীত আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করা যাবে না।
PAY 100.00 বাটনে ক্লিক করার পর আপনার সামনে বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন প্রথমে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে ‘Confirm’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার ফোনে একটি OTP কোড যাবে। সেটা বসিয়ে কনফার্ম করলে আপনার পেমেন্ট সম্পন্ন হবে। বলে রাখা ভালো যদিও ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিকাশ চার্জ হিসাবে আরও দুই টাকা Fee কাটা হবে। সর্বমোট ১০২ টাকা পেমেন্ট করা লাগতে পারে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনার তথ্যগুলো লোড হবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন।
তাহলে কিউআর (QR) কোড ও সার্টিফিকেট ডাউনলোড করুন অপশন চলে আসবে। এ পর্যায়ে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ‘সার্টিফিকেট ডাউনলোড করুন’ অপশন এ ক্লিক করুন।
তাহলে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তার উপরে ডান পাশে একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন। এখন সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।
যারা বিদেশ যাওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন দিন বা সাত দিনের ট্রেনিং সম্পন্ন করেছেন। অথবা ৩ মাস ৬ মাস বা ৮ মাসের ট্রেনিং গ্রহণ করে আর পি এল (RPL) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা চাইলে এভাবে আপনি খুব সহজে আমি প্রবাসী অ্যাপ থেকে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক করার নিয়ম
আমাদের ভিতরে এমন অনেকে আছেন আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড ও চেক করার নিয়ম জানেন না অথবা চেক করতে পারেন না। তাদের জন্য শুরুতেই আমরা আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা দেখব কিভাবে স্মার্ট ফোন ব্যবহার করে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড সহ চেক করা যায়।
আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক করার জন্য শুরুতে আপনার ফোন থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন তারপর ব্রাউজারের সার্চ বারে ‘আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক’ লিখে সার্চ করুন। তাহলে শুরুতেই ‘ডাউনলোড পিডিও সার্টিফিকেট’ নামক একটি ওয়েবসাইট দেখতে পাবেন সেখানে প্রবেশ করুন। অথবা এখানে ক্লিক করে সরাসরি এই পেইজে চলে আসুন।
ওয়েবসাইটটিতে আসার পর উপরের ডান পাশের থ্রি মাইনসা (=) অপশনে ক্লিক করুন। তাহলে কতগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘পিডিও’ অপশনে ক্লিক করুন। তাহলে আরোও দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন আরেকটি পেইজ চলে আসবে। সেখানে আপনার পাসপোর্ট নাম্বার ও ক্যাপচাটি পূরণ করে ‘Search’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ১০০ টাকা পে করতে বলা হবে। তারমানি আপনার আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটটি সম্পূর্ণ রেডি। এখন আপনি চাইলে ১০০ টাকা পেমেন্ট করে আপনার আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার আমি প্রবাসী সার্টিফিকেট চেক ও ডাউনলোড করে নিতে পারবেন।
আশা করি, বোঝাতে পেরেছি কিভাবে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট চেক করবেন ও ডাউনলোড করবেন এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
কুয়েত ভিসা চেক করার সহজ নিয়ম।
কাবিন নামা অনলাইন চেক ২০২৪। কাবিন নামা পাওয়ার উপায়।
রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার সহজ নিয়ম।