ইংরেজি থেকে বাংলা অনুবাদ জনপ্রিয় ৫টি ডিকশনারি।

শেয়ার করুন

ইংরেজি থেকে বাংলা অনুবাদ জনপ্রিয় পাঁচটি ডিকশনারি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম আমাদের সকলের জানা উচিত। কারণ বিভিন্ন সময় আমাদের এটি করার প্রয়োজন হয়ে পড়ে। তাই এই পোস্টে আমরা জনপ্রিয় ৫ টি ইংরেজি থেকে বাংলা অনুবাদ ওয়েবসাইট এবং অ্যাপস সম্পর্কে জানব। যেগুলোর সাহায্যে আপনি খুব সহজে যে কোন ইংরেজি লেখা বাংলা অনুবাদ করতে পারবেন।

Google translate থেকে বাংলা অনুবাদ

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস বা ওয়েবসাইট Google translate। এর সাহায্যে আপনি খুব সহজে যে কোন লেখাকে বাংলায় অনুবাদ করতে পারবেন। গুগল ট্রান্সলেট আপনি দুটি ভার্সনে পেয়ে যাবেন। একটি হচ্ছে app এবং অপরটি হচ্ছে Website

Google translate app দিয়ে বাংলা অনুবাদ

আপনি চাইলে খুব সহজে গুগল ট্রান্সলেট অ্যাপের সাহায্যে বাংলা অনুবাদ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর গুগল প্লে স্টোর অ্যাপ এ প্রবেশ করে সার্চ বারে Google translate লিখে সার্চ করুন। এবার রেজাল্টে আসা প্রথম অ্যাপটি ইন্সটল করুন।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ

এটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পর Open করুন। তাহলে আপনার সামনে চিত্র দুইয়ের মত একটি ইন্টারফেস ওপেন হবে। এখন ‘Enter text’ এর স্থলে আপনার ইংরেজি লেখাটি লিখুন বা পেস্ট করুন।

তারপর নিচে language অপশন দেখতে পাবেন। সেখান থেকে বামদিকের অপশন English→ ঠিক রেখে ডানদিকের অপশনে ক্লিক করে Bangla সিলেক্ট করুন। দেখবেন সাথে সাথে আপনার লেখাটি ইংরেজি থেকে বাংলা হয়ে যাবে। এভাবে আপনি চাইলে গুগল ট্রান্সলেট ব্যবহার করে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবেন।

Google translate website থেকে অনুবাদ

আপনারা যারা মোবাইলে অতিরিক্ত অ্যাপ ইন্সটল করতে পছন্দ করেন না। অথবা অ্যাপ ইন্সটল করা ছাড়াই মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে  ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে চান। তারা চাইলে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেট ওয়েবসাইট ব্যবহার করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি সক্রিয় করুন।

তারপর ফোনে থাকা যেকোনো একটিভ ব্রাউজার ওপেন করুন এবং ব্রাউজারের এড্রেস বারে ‘Google translate English to Bangla’ লিখে সার্চ করুন। দেখবেন সাথে সাথে গুগল ট্রান্সলেট ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার ট্যাবটি ওপেন হয়ে যাবে। এখন আপনি চাইলে খুব সহজেই আপনার ইংরেজি লেখাকে বাংলা অনুবাদ করতে পারবেন।

Google Gemini ব্যবহার করে ইংরেজি থেকে বাংলা অনুবাদ

বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তি গুলোর অন্যতম হচ্ছে AI অর্থাৎ artificial intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সাম্প্রতিক গুগল অন্যান্য AI কে টেক্কা দিতে মার্কেটে তাদের নতুন একটি AI টুলস লঞ্চ করেছে। যেটি হচ্ছে Gemini। যেটি আপনি হয়তো ইতিমধ্যেই আপনার ফোনে অ্যাপ হিসেবে দেখতে পাচ্ছেন।

আপনি চাইলে সেটি ব্যবহার করে বিভিন্ন ধরনের বড় ছোট কাজ করার পাশাপাশি বিভিন্ন ভাষার অনুবাদের কাজটিও করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে Google Gemini ব্যবহার করে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন।

জিমিনি দিয়ে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার জন্য প্রথমে ফোনের ইন্টারনেট কানেকশন সক্রিয় করুন। তারপর Gemini অ্যাপটি ওপেন করুন। তাহলে সেখানে Text typing অপশন পেয়ে যাবেন। এখন আপনি যে লেখাকে অনুবাদ করতে চান সেটি লিখে অথবা পেস্ট করে সবশেষে এটি লিখে দিন (Please translate this text English to Bangladeshi Bangla) অথবা ‌ translate this text to Bangla লিখে সেন্ড করুন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার লেখাটি ইংরেজি থেকে বাংলা অনুবাদ হয়ে যাবে।

Chatgpt দিয়ে English to Bangla translate

আপনারা ইতিমধ্যে হয়তো চ্যাট জিপিটি শব্দটির সাথে পরিচিত। এটি একটি জনপ্রিয় AI টুলস। এর সাহায্যে আপনি চাইলে মুহূর্তের মধ্যে যে কোন বড় বড় কাজ করে ফেলতে পারবেন। আজকে আমরা দেখব কিভাবে আপনি এই Chatgpt কে ব্যবহার করে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন।

Chatgpt দিয়ে অনুবাদ করার জন্য প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ চালু করুন। তারপর আপনার ফোনে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন। এখন সার্চবারে chatgpt.com লিখলে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। সেখানে আসার পর ‘Thanks for trying ChatGPT’ একটি স্বাগত বার্তা দেখতে পাবেন। এখন আপনি নিচে থেকে ‘Stay logged out’ অপশনে ক্লিক করুন।

তাহলে Text type করার অপশন পেয়ে যাবেন। এখন শুরুতেই আপনি লিখুন Translate text English to Bangla। তাহলে Chatgpt আপনাকে Text দিতে বলবে। এখন আপনি যেই ইংরেজি লেখাটি অনুবাদ করতে চান সেটি লিখুন বা পেস্ট করুন। তাহলে দেখবেন সাথে সাথে চ্যাটজিপিটি আপনার লেখাগুলোকে বাংলায় অনুবাদ করে দিয়েছে। এখন আপনি যত খুশি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবেন।

আশাকরি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন। কিভাবে Chatgpt ব্যবহার করে যে কোন ইংরেজি লেখাকে বাংলায় অনুবাদ করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *