প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষার্থীর ছবি আপলোড করার নিয়ম।
প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষার্থীর ছবি আপলোড করা খুবই সহজ কাজ । সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর ইউনিক আইডি তৈরি করার কাজ চলমান। প্রতিটি ইউনিক আইডি তৈরির ক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীর ছবি আপলোড করতে হচ্ছে।
ছবি আপলোডের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হয়। ছবির সাইজ কত রাখতে হবে। কিভাবে ছবি ডিলিট করতে হবে অথবা রিপ্লেস করতে হবে ইত্যাদি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
আইডিতে শিক্ষার্থীর ছবি আপলোড করার নিয়মঃ
প্রথমে আপনাকে প্রাথমিক ইউনিক আইডি তৈরির ওয়েবসাইটে ঢুকতে হবে। আপনি চাইলে এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েব সাইটে ঢুকতে পারবেন। ওয়েব সাইটটিতে ঢোকার পর প্রথমে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে।
কিভাবে লগইন করবেন? পাসওয়ার্ড কোথায় পাবেন? এ বিষয়ে বিস্তারিত একটি পোস্ট এই ওয়েবসাইটিতে দেওয়া আছে। আপনি চাইলে এই লিংকে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড কোথায় পাবেন জেনে নিতে পারেন ।
ওয়েব সাইটটিতে লগইন করার পর আপনি তিন ভাবে ছবি আপলোড করতে পারবেন।
প্রথমতঃ আপনি ড্যাশবোর্ডের নিচে শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনে এ ক্লিক করে শিক্ষার্থী নিবন্ধন থেকে ছবি আপলোড করতে পারবেন।
দ্বিতীয়তঃ আন ভেরিফাইড শিক্ষার্থীর তালিকা থেকে শিক্ষার্থীর তথ্য এন্ট্রির মাধ্যমে ছবি আপলোড করা যাবে ।
তৃতীয়তঃ অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা থেকে সম্পাদন করার মাধ্যমে শিক্ষার্থী ছবি আপলোড করা যাবে ।
এখানে মনে রাখার বিষয় অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা ও আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকা থেকে শিক্ষার্থীর ছবি আপলোড করতে গেলে আপনাকে মূলত শিক্ষার্থী নিবন্ধন পেজে নিয়ে যাওয়া হবে। সুতারাং শিক্ষার্থী ম্যানেজমেন্ট অপশনে এ ক্লিক করে শিক্ষার্থী নিবন্ধন থেকে ছবি আপলোড করতে পারলেই আপনার কাজ শেষ।
শিক্ষার্থীর নিবন্ধন পেজে যাওয়ার পর নিচের দিকে শিক্ষার্থীর ছবি একটি অপশন দেখতে পাবেন। এখানে আবার আপনি দুইটা উপায়ে শিক্ষার্থীর ছবি আপলোড করতে পারবেন। প্রথমতঃ Choose File এ ক্লিক করে ইউজার তার কাঙ্ক্ষিত শিক্ষার্থীর ছবিটি মোবাইল কিংবা কম্পিউটার থেকে Select করে আপলোড করতে পারবেন ।
আবার শিক্ষার্থীর ছবি অপশনে পাশে থাকা ক্যামেরা আইকন থেকে Take Photo অপশনে ক্লিক করে শিক্ষার্থীর ছবি সরাসরি আপলোড করা যাবে।
আর পড়ুনঃ
প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল কনটেন্ট বিস্তারিত ও ডাউন-লোড লিংক
মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম
আপলোডকৃত ছবি ডিলিট করার নিয়মঃ
কোনো কারনে শিক্ষার্থীর আপলোডকৃত ছবি ডিলিট করতে অথবা পুনরায় নতুন ছবি আপলোড করতে হলে আপনাকে শিক্ষার্থী নিবন্ধন পেজের নিচের দিকে শিক্ষার্থী ছবির পাশে থাকা মুছুন বাটনে ক্লিক করুন ।
হ্যাঁ, আপনার পূর্বের ছবিটি মুছে যাবে। পুনরায় ছবি আপলোড করতে হলে Choose File বাটনে ক্লিক করে পূর্বের নিয়ম অনুযায়ী কাঙ্খিত ছবিটি আপলোড করতে পারবেন।
প্রাথমিক ইউনিক আইডিতে ছবি আপলোড এর ক্ষেত্রে ছবির সাইজের কোন ধারাবাধা নিয়ম নেই। তবে আপনি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে পারেন। এখানে উল্লেখ্য যে ছবি আপলোডের ক্ষেত্রে উক্ত সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট মাপের ছবি আপলোড করে নেয়।