প্রাথমিক ইউনিক আইডির তথ্য ATEO/AUEO এর কাছে প্রেরণের নিয়ম।
প্রাথমিক ইউনিক আইডির তৈরি একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি প্রধান শিক্ষক হন তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউনিক আইডির তথ্য প্রদান কাজটি ধারাবাহিকভাবে সম্পন্ন হয়ে থাকে। প্রথমে একজন অনুমোদিত সহকারী শিক্ষকের আইডি থেকে কাজ শুরু হয়।
সহকারী শিক্ষকের আইডি থেকে কাজটি সম্পন্ন হলে প্রধান শিক্ষকের আইডিতে ইউনিক আইডির তথ্য প্রেরণ করতে হয়। প্রধান শিক্ষক তার আইডিতে লগইন করে সকল তথ্য ভেরিফাই করে ইউনিক আইডির তথ্য অনুমোদনের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে প্রেরণ করেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার আইডি থেকে শিক্ষার্থীর তথ্য অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন। এভাবে কাজটি চলতে থাকে। আজ আমি দেখাবো একজন প্রধান শিক্ষক তার আইডি থেকে কিভাবে শিক্ষার্থীর ইউনিক আইডির তথ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন। তো চলুন আমরা শুরু করি।
আরো জানুনঃ ইউনিক আইডিতে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার সঠিক নিয়ম।
ইউনিক আইডির তথ্য ATEO এর কাছে প্রেরণের নিয়ম:
ইউনিক আইডি তৈরীর ওয়েবসাইটে প্রথমে প্রধান শিক্ষকের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এবার ড্যাশবোর্ডে থাকা শিক্ষার্থী ম্যানেজমেন্ট মডিউল থেকে অবন্ধিত শিক্ষার্থীর তালিকায় যেতে হবে। এই পেজে অনুমোদনের জন্য প্রাথমিকভাবে সকল অনিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা থাকে।
প্রধান শিক্ষক চাইলে এই পেজ থেকে সার্চ ফিল্টারের মাধ্যমে নির্দিষ্ট শিক্ষার্থীর তথ্য দেখতে পাবেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীর শ্রেণী, শাখা এবং অবস্থার ঘরে পাঠানো হয়নি সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
এবার প্রদর্শিত শিক্ষার্থীর তালিকার ডান পাশে থাকা অবস্থার ঘরে প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষারত / AUEO কর্তৃক ফেরত লেখা থাকবে এবং সর্ব ডানে একটি ডাউন এ্যারো বাটন দেখতে পাবেন। এই এ্যারো বাটনে ক্লিক করে ইউজার তার প্রয়োজন মত অপশন বেছে নিয়ে কাজ করতে পারবেন। যেমন,
বিস্তারিতঃ এই বাটনে ক্লিক করে ইউজার শিক্ষার্থীর সকল তথ্য দেখতে পারবেন।
সম্পাদনঃ ইউজার এই বাটনে ক্লিক করে শিক্ষার্থীর কোন তথ্য কম থাকলে অথবা ভুল থাকলে সেটা ঠিক করতে পারবেন।
প্রতিবেদন দেখুনঃ এ অপশনটিতে ক্লিক করে শিক্ষার্থীদের প্রদানকৃত ইউনিক আইডির তথ্য প্রতিবেদন আকারে দেখা যাবে।
প্রেরণ করুনঃ শিক্ষার্থীর সকল তথ্য সঠিক থাকলে ইউজার এই বাটনে ক্লিক করে শিক্ষার্থীর তথ্য প্রধান শিক্ষকের আইডি থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করতে পারবেন।
প্রত্যাখ্যান করুনঃ এই বাটনে ক্লিক করে প্রধান শিক্ষক শিক্ষার্থীর ইউনিক আইডির তথ্য নাকচ করতে পারেন অর্থাৎ প্রধান শিক্ষক প্রত্যাখ্যান করুন বাটন এ ক্লিক করলে শিক্ষার্থীর তথ্য সরকারি শিক্ষক এর আইডিতে চলে যাবে।
লগঃ এই অপশনে ক্লিক করলে কী কারণে শিক্ষার্থীর তথ্য প্রত্যাখ্যান করেছে সেটার কারণ জানা যাবে।
বিস্তারিত জানুনঃ ইউনিক আইডিতে নতুন শিক্ষার্থী এন্ট্রি করার সহজ নিয়ম।
শিক্ষার্থীর সকল তথ্য আপডেট করার পর প্রধান শিক্ষক প্রেরণ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর Confirmation এর জন্য একটি পপ আপ মেসেজ আসবে। যেটিতে লেখা থাকবে আপনি কি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন? ইউজার নিশ্চিত হয়ে থাকলে, হ্যাঁ বাটনে ক্লিক করে সাবমিট করবেন। অন্যথায় বাতিল করুন অপশনটিতে ক্লিক করবেন।
শিক্ষার্থী তথ্য সঠিকভাবে প্রেরণ করা হয়ে গেলে স্ক্রিনে আরেকটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। যেটাতে লেখা আছে- AUEO/ATEO নিকট শিক্ষার্থীর তথ্য সফলভাবে পাঠানো হয়েছে।
এভাবে একজন প্রধান শিক্ষক তার প্রোফাইল থেকে শিক্ষার্থীর তথ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করতে পারবেন।
আরো পড়ুনঃ প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষকের স্বাক্ষর প্রদানের সঠিক নিয়ম।
এখানে উল্লেখ্য যে, সহকারী শিক্ষকের পাশাপাশি প্রধান শিক্ষক তার আইডি থেকে একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। সেক্ষেত্রে প্রধান শিক্ষক শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার পর সরাসরি তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসার এর নিকট অনুমোদনের জন্য তথ্য প্রেরণ করতে পারবেন।
সহকরি উপজেলা শিক্ষা অফিসারের তিনি যদি কারণ উল্লেখ করে কোন শিক্ষার্থীর ইউনিক আইডির তথ্য প্রত্যাখ্যান করেন, সেক্ষেত্রে উক্ত তথ্য পুনরায় প্রধান শিক্ষকের আইডিতে চলে আসবে। প্রধান শিক্ষক একই ভাবে শিক্ষার্থীর তথ্য হালফিল করে আবার সরকারি উপজেলা শিক্ষা অফিসারের নিকট অনুমোদনের জন্য প্রেরণ করতে পারবেন। এতক্ষণ আমাদের সাইটে থাকার জন্য ধন্যবাদ।