ইউরোপের কোন দেশে বেতন বেশি জেনে নিন।

শেয়ার করুন

ইউরোপের কোন দেশে বেতন বেশি, ইউরোপের কোন দেশে পারিশ্রমিক বেশি কিংবা ইউরোপের কোন দেশে শ্রমিকদের বেতন বেশি দেয় এসব বিষয়ে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

ইউরোপের কোন দেশে বেতন বেশি

আমাদের সকলের স্বপ্ন থাকে ইউরোপের যেকোন দেশে যাওয়ার। বিশেষ করে পড়া লেখা কিংবা চাকরির জন্য আমরা ইউরোপের দেশকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু ইউরোপের কোন দেশে বেতন বেশি বা ইউরোপের কোন দেশে গেলে বেশি পারিশ্রমিক পাওয়া যাবে। এসব বিষয়ে জানতে চান অনেকে। তাই এই পোস্টে ইউরোপের কোন দেশে বেতন সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

ইউরোপ একটি মহাদেশ এটি ৫০ টি দেশ ও ৯টি ভাষা নিয়ে গঠিত । ইউরোপের বৃহত্তম শহরসমূহ মধ্যে রয়েছে।

  • ইস্তানবুল
  • মস্কো
  • লন্ডন
  • রুহ্র
  • প্যারিস
  • সেন্ট পিটার্সবার্গ
  • মিলান
  • বার্লিন
  • মাদ্রিদ ও
  • বার্সেলোনা

ইউরোপের ৫০ টি দেশ রয়েছে সেখানকার সবগুলোর দেশের বেতন এক রকম নয়। ইউরোপের এমন কিছু দেশ রয়েছে যেখানে খুব কম পরিমানে বেতন পাওয়া যায়। আবার কিছু দেশ রয়েছে যেখানে অনেক বেশি পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু এই দেশ গুলোর মধ্যে কোন দেশে গুলোতে বেশি বেতন এবং কোন গুলোতে কম চলুন দেখে নেওয়া যাক।

ইউরোপের দেশ জার্মানি এর বেতন কত?

ইউরোপের কোন দেশে বেতন বেশি জানতে এবার জানবো জার্মানির বেতন কত। জার্মানিকে কবি ও চিন্তাবিদদের দেশ বলা হয়। এটি ১৬ টি অঙ্গ রাজ্য নিয়ে গঠিত এটি সংযুক্ত ইউনিয়ন। জার্মান মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ যা ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ গুলোর একটি। জার্মানি এর রাজধানী বার্লিন এবং সরকারি মুদ্রার নাম ইউরো। জার্মান এর ১ টাকা বাংলাদেশের ১১৮.৪৫ টাকার সমান।

জার্মানি একজন শ্রমিকের Hourly salary প্রায় ১২.৪১ ইউরো এবং মাসিক ১,৫০০ থেকে ২,৫০০ ইউরো। যা বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই লক্ষ টাকা।

ইউরোপের কোন দেশে বেতন বেশি

ইউরোপের দেশ ফ্রান্স এর বেতন কত? 

ইউরোপের কোন দেশে বেতন বেশি জানতে ফ্রান্স এর বেতন কত সেটা যানা যাক। ইউরোপের দেশ গুলোর মধ্যে অন্যতম আলোচিত একটি দেশ ফ্রান্স। এটি একটি নগরভিত্তিক রাষ্ট্র। ফ্রান্সের সরকারি নাম হলো ফরাসি প্রজাতন্ত্র। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি হলো ফ্রান্স। আন্তর্জাতিক ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব রয়েছে। ইউরোপের দেশ ফ্রান্স এর ১ টাকা বাংলাদেশের ১১৮.৪৫ টাকা। তবে এই মূল্য সময়ের সাথে সাথে পরিবর্তনশীল।

ইউরোপের দেশ ফ্রান্সের একজন শ্রমিকের গড় মজুরি প্রতি ঘন্টায় ১১.৬৫ ইউরো। যেটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭৯.৯১ টাকা। সেই হিসেবে ফ্রান্সের একজন বৈধ শ্রমিকের মাসিক বেতন ১,৫৩৯ ইউরো থেকে ২,০০০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৮২,৩০৩ থেকে ২,৩৫,৯১০ টাকা।

ইউরোপের দেশ বেলজিয়াম এর বেতন কত?

এটি ইউরোপের উত্তর-পশ্চিমের একটি রাষ্ট্র। বেলজিয়াম ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির একটি এবং এর রাজধানী ব্রাসেল্‌স। বেলজিয়াম এর সরকারি মুদ্রার নাম ইউরো। মূলত ইরোপ ইউনিয়ন এর সদস্য অধিকাংশ দেশে সরকারি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করা হয়।

ইউরোপের দেশ বেলজিয়াম একজন শ্রমিকের প্রতিঘন্টার মজুরি প্রায় ১১.৮৭ ইউরো যা মাসিক ১৯৫০ ইউরো থেকে ২৫০০ ইউরো। বেলজিয়াম এর ১ টাকা বাংলাদেশের ১১৮.৩২ টাকা। সেই হিসেবে বেলজিয়াম এর একজন শ্রমিকের মাসিক বেতন ২,৩০,৭২৬ থেকে ২,৯৫,৮০৩ টাকা।

ইউরোপের দেশ কানাডার বেতন কত?

ইউরোপের কোন দেশে বেতন বেশি জানতে এবার কানাডার বেতন কত সেটা জানবো। উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল নিয়ে গঠিত কানাডা। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। কানাডার রাজধানী অটোয়া এবং বৃহত্তম নগরী টরেন্টো। কানাডার মুদ্রার নাম কানাডিয়ান ডলার।

কানাডার ১ টাকা বর্তমানে বাংলাদেশের ৮০.৬৫ টাকা। কানাডায় একজন শ্রমিকের প্রতিঘন্টার সর্বনিম্ন বেতন ১২.৩২ ডলার যা বাংলাদেশি টাকায় ৯৯৩.৫৭ টাকা এবং মাসিক ২,০৭০ ডলার থেকে ২,৫০০ ডলার। যা বাংলাদেশি টাকায় ১,৯৬,৯৯৩ থেকে  ২,০১,৬১৭ টাকা।

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি ইউরোপের কোন দেশে বেতন বেশি সেই বিষয়ে একটি বেসিক ধারনা পেয়েছেন। এছাড়াও ইউরোপের আরোও অনেক উন্নতশীল দেশ রয়েছে যেখানে আপনি কাজ করে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন।

আরো জানুনঃ

সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি

গ্রিস যেতে কত টাকা লাগে। গ্রিসে বেতন কত?

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *