ইনক্রিমেন্ট কি? ইনক্রিমেন্ট দেখার নিয়ম ২০২৫
ইনক্রিমেন্ট দেখার নিয়ম আমার অনেকেই জানি না। সরকারি কর্মচারীগন প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। অনলাইনে ইনক্রিমেন্ট সিট প্রিন্ট করে বেতন নির্ধারণের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী তার বেতন নির্ধারণী অফিসে জমা দিয়ে থাকেন। বেতন নির্ধারণী কর্মকর্তা ইনক্রিমেন্ট শিট এর তথ্য নিয়ে যাচাই-বাছাই করে বেতন নির্ধারণ করে থাকেন।
যেহেতু প্রতিবছর এই ইনক্রিমেন্ট শীট অনলাইনের মাধ্যমে বের করতে হয়, তাই আমাদের ইনক্রিমেন্ট সিট বের করার নিয়ম জানা উচিত।যারা কোনদিন নিজেই ইনক্রিমেন্ট সিট অনলাইনে বের করতে পারেননি, তাদের জন্য আজকের পোস্ট। আমি আশাকরি পোস্টটি ভালোভাবে পড়লে এবং নিয়ম অনুযায়ী কাজটি করলে মাত্র দুই মিনিটের ভিতরে আপনি আপনার ইনক্রিমেন্ট সিট দেখতেও ডাউনলোড করতে পারবেন।
বার্ষিক ইনক্রিমেন্ট কি?
ইনক্রিমেন্ট ইংরেজি শব্দ যার অর্থ বৃদ্ধি। সরকারি কর্মচারীগণের প্রতিবছর মূল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময় অর্থাৎ এক বছর পর এই বেতন বৃদ্ধিকে বার্ষিক ইনক্রিমেন্ট বলে। বার্ষিক ইনক্রিমেন্ট প্রতিবছর জুলাই মাসের বেতনের সাথে পাওয়া যায়।
উদাহরণঃ ধরে নেয়া যাক, একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১২০০০ টাকা। এক বছর পর মূল বেতনের ৫% ইনক্রিমেন্ট যোগ হয়ে তার মূল বেতন হবে ১২৬০০ টাকা।
অনলাইনে ইনক্রিমেন্ট দেখার নিয়ম
- অনলাইনে ইনক্রিমেন্ট দেখতে প্রথমে আপনার মোবাইল অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিন।
- এবার ক্রম ব্রাউজার ওপেন করে সার্চ বারে Pay fixation লিখে সার্চ অপশনে ক্লিক করুন।
- সার্চের প্রথমে থাকা Integrated Budget And Accounting System এ ক্লিক করুন।
- আপনি নিচের পেজটির মত একটি পেজ দেখতে পাবেন।
- এখন আপনি প্রথম পেজে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন।
- ২য় পেজে “আমি প্রিন্ট নিয়েছি,পড়েছি এবং বুঝেছি” অপশনে টিক চিহ্ন দিয়ে, পরবর্তী অপশন এ ক্লিক করতে হবে।
- এবার ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করুন। আপনার সামনে একটি মেসেজ বক্স আসবে, সেখানে হ্যাঁ অপশনে ক্লিক করুন।
- এখানে আপনি যে ক্যাটাগরির কর্মচারী সেটি সিলেক্ট করুন।(এ পর্যায়ে আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ইনক্রিমেন্ট সিট বের করে দেখাবো। তাই আমি বেসামরিক অপশন সিলেক্ট করবো)
- এখানে প্রথম ঘরে আপনি আপনার NID/Smart নাম্বার দিনI (IBAS ++ এ ব্যবহৃত NID /Smart নাম্বারটি লিখুন)
- দ্বিতীয় ঘরে ভেরিফিকেশন নাম্বারটি দিন।( এটি আপনি পূর্ববর্তী বছরের ইনক্রিমেন্ট সিটে পাবেন। যদি জানা না থাকে, সেক্ষেত্রে Login এর ডান পাশে থাকা Forget Verification No? অপশন এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জেনে নিতে পারেন।)
- তিন নম্বর ঘরে ক্যাবচা দেখে সঠিকভাবে পূরণ করে Login অপশনে ক্লিক করুন। আবারও আপনার স্ক্রিনের সামনে একটি মেসেজ বক্স আসবে সেখানে Ok বাটন ক্লিক করুন।
- কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার দেয়া মোবাইল নাম্বার সঠিক হলে, মোবাইলে একটি চার সংখ্যার পিন কোড যাবে। সঠিকভাবে পিন কোর্ডটি বসিয়ে Validate অপশনে ক্লিক করুন।
- এই পেজে ইনক্রিমেন্টের সময়কাল অর্থাৎ কোন বছরের ইনক্রিমেন্ট শিট আপনি বের করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে Go বাটনে ক্লিক করুন।
হ্যাঁ, বের হয়ে গেল আপনার বার্ষিক ইনক্রিমেন্ট শিট। এখানে আপনি আপনার সকল তথ্য এবং মূল বেতন দেখতে পাবেন।
তথ্যটি প্রিন্ট করতে বাম পাশের উপরে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন।
সংক্ষিপ্ত উপায়ে ইনক্রিমেন্ট দেখার নিয়ম।
উপরে বিস্তারিত ভাবে ইনক্রিমেন্ট দেখার নিয়ম জেনেছি। এবার সংক্ষিপ্ত উপায়ে ইনক্রিমেন্ট দেখার নিয়ম জানবো।
- মোবাইল অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিন।
- ক্রম ব্রাউজার ওপেন করুন।
- ব্রাউজারের সার্চ বারে payfixation.gov.bd লিখে ইন্টার বাটনে চাপ দিন।
- পরবর্তী ধাপে ক্লিক করুন।
- আমি প্রিন্ট নিয়েছি,পড়েছি এবং বুঝেছি অপশনে টিক দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করুন।
- হ্যাঁ অপশনে ক্লিক করুন।
- ক্যাটাগরি সিলেক্ট করুন।
- এন আই ডি নাম্বার লিখুন।
- ভেরিফিকেশন নাম্বারটি লিখুন।
- এবার ক্যাপচাটি লিখুন।
- Login বাটনে ক্লিক করুন।
- মেসেজ বক্সে থাকা Ok বাটনে ক্লিক করুন।
- মোবাইলে যাওয়া মেসেজ থেকে পিন কোডটি লিখুন।
- Validate অপশনে ক্লিক করুন।
- সময়/তারিখ সিলেক্ট করে Go বাটনে ক্লিক করুন।
- সর্বশেষে আপনি আপনার ইনক্রিমেন্ট দেখতে পাবেন।
ইনক্রিমেন্ট চেক কেন করবেন?
ইনক্রিমেন্ট দেখার নিয়ম সংক্ষিপ্ত ও বিস্তারিত ভাবে জেনেছি। এবার জানবো বার্ষিক ইনগ্রিমেন্ট কেন চেক করব? মানুষ ভুলের উর্ধ্বে নয়। প্রতি বছর প্রতিটি সরকারি কর্মচারী কর্মকর্তার ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন বৃদ্ধি হয়ে থাকে। পূর্বে যখন খাতা কলমে ইনক্রিমেন্ট দেওয়া হতো তখন কিছু কিছু ভুল ত্রুটি দেখা যেত।
বর্তমান সময়ে সফটওয়্যার এর মাধ্যমে এই ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। ফলে ভুল ত্রুটি সম্ভাবনা খুবই কম থাকে। তার পরেও কিছু কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি পরিলক্ষিত হয়। তাই নিজের ইনক্রিমেন্ট বছর শেষে বেতনের সাথে যোগ হয়েছে কিনা, সেটা নিশ্চিত করতে ইনক্রিমেন্ট দেখার নিয়ম জেনে অনলাইনে ইনক্রিমেন্ট চেক করা জরুরী। এছাড়াও বেতন নির্ধারণের ক্ষেত্রে স্বস্ব বেতন প্রদানকারী অফিসে এই ইনক্রিমেন্ট সিট জমা দিতে হয়।
শেষ কথাঃ
এই পোস্টে আমরা জেনেছি ইনক্রিমেন্ট কি? ইনক্রিমেন্ট কারা পেয়ে থাকে। ইনক্রিমেন্ট কখন হয়ে থাকে? বার্ষিক ইনক্রিমেন্টের হার কত? কেন আমরা ইনক্রিমেন্ট চেক করব? ইনক্রিমেন্ট দেখার নিয়ম ইত্যাদি। আশাকরি, পোস্টটি আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। এ রকম পোস্ট পেতে আমাদের সাথে থাকুন এবং পোস্টটি শেয়ার করুন।
আরো জানুনঃ
জিপিএফ ব্যালেন্স চেক খুব সহজে।
অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।