অনলাইনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই ঋণ (eRin) নেওয়ার উপায়।

শেয়ার করুন

ই ঋণঃ আজ আমরা অনলাইনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই ঋণ (eRin) নেওয়ার উপায় সম্পর্কে আলোচনা করবো। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের জরুরী অর্থের প্রয়োজন হয়। কিন্তু জরুরি মুহুর্তে টাকা ম্যানেজ করা অনেকের কাছে কষ্টসাধ্য হয়ে পড়ে।

যার কারণে সম্প্রতি ঢাকা ব্যাংক কর্মজীবী মানুষদের কথা ভেবে ৯% সুদে জরুরি মুহুর্তে  আর্থিক সেবাদান কর্মসূচি ই ঋণ অ্যাপ চালু করেছে। যার সাহায্যে একজন গ্রাহক সর্বনিম্ম ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ সেবা নিতে পারবেন।

কাগজ পত্রের ঝামেলা ছাড়াই সুধু মাত্র NID ও সামান্য কিছু তথ্য দিয়ে মোবাইলের অ্যাপের মাধ্যমে মিলবে ই ঋণ সুবিধা। ঘরে বসেই যে কেউ আবেদন করতে পারবেন এই ঋণের জন্য। ঢাকা ব্যাংকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

মোবাইল দিয়ে অনলাইনে ঋণ নিন সহজে

আপনিও ভাবছেন যে কিভাবে অনলাইনের মাধ্যমে ঋণ পাওয়া যায়। তাহলে আজকের পোস্টে স্বাগতম। আজ আমি হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে ঋণ বা লোন নিতে পারবেন সেটি দেখাব। তো চলুন শুরু করি..

অনলাইনে ঋণ বা লোন নিতে প্রথমে মোবাইলের ডাটা বা ওয়াইফাই কানেকশন অন রেখে চলে আসুন গুগল প্লে স্টোরে। তারপর eRin লিখে খুঁজুন। প্রথমে থাকা অ্যাপটি সেট আপ করুন।

তারপর ঢাকা ব্যাংক একাউন্ট নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিন। এরপর NID তথ্য ও KYC ডকুমেন্ট দিয়ে আবেদন করলেই কিছু সময়ের মধ্যে আপনার একাউন্টে পৌঁছে যাবে নির্দিষ্ট পরিমান ঋণের অর্থ।

ঋণ পেতে যে যে ডকুমেন্ট গুলো লাগবে।

  • NID কার্ড
  • সেলফি
  • এড্রেস
  • ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট

কারা ঋণের জন্য আবেদন করবেন?

  • পেশাদার ব্যক্তি
  • সর্বনিম্ম ১০ হাজার টাকা বেতন পান এমন ব্যক্তি
  • ১৮ বছরের উর্ধে ব্যক্তি

আরো পড়ুনঃ বিকাশ রকেট ও নগদ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন ( ইন্সুরেন্স ) নিন।

ঋণের সুদের হার পরিশোধের সময়

  • বাৎসরিক সর্বোচ্চ সুদের হার ৯.১৫%
  • সর্বমিন্ম ৩ মাস মেয়াদী ঋণ
  • সর্বোচ্চ ৬ মাস মেয়াদী ঋণ

মাসিক ঋণের বিবারণ

  • লোন ১০ হাজার টাকা সুদ ৯%
  • মেয়াদ ৬ মাস
  • পরিশোধিত সুদের পরিমান ৪৫০ টাকা
  • প্রসেসিং ফি ১৭২.৫০ টাকা
  • মাসিক পরিশোধিত ঋণের পরিমান ১৭৪১ টাকা
  • সর্বমোট পরিশোধিত ঋণের পরিমান ১০২৮৯ টাকা

বাৎসরিক ঋণের বিবারণ

  • লোনের পরিমান ১০ হাজার টাকা
  • ৩ মাস মেয়াদী সুদ
  • বাৎসরিক ৯% সুদ
  • তিন মাসের জন্য সুদের হার ২.২৫%
  • সুদের পরিমান ২২৫ টাকা
  • VAT ১৫% ৭.৫ টাকা
  • অন্যান্য ১৭২.৫০ টাকা
  • সর্বোচ্চ APR ৯.১৫%
  • ঋণের পরিমান যত বাড়বে সুদের হার তত কম হবে।

আরও পড়ুনঃ আকাশ টিভি প্যাকেজ ও চ্যানেল লিস্ট।

ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার উপায়

ইতিপূর্বে আমরা অনলাইন ঋণ সম্পর্কে আলোচণা করেছি এ পর্যায়ে অফলাইন ঋণ বা ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাকিং সার্ভিস ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে চলমান ৩ ধরণের লোন রয়েছে যেমনঃ

  • ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন
  • ডাচ বাংলা ব্যাংক হোম লোন ও
  • ডাচ বাংলা ব্যাংক Car লোন

ডাচ বাংলা ব্যাংকের একজন সম্মানিত গ্রহক হিসেবে আপনি যেকোন সময়ে এই লোন সেবা নিতে পারবেন। তবে লোন নেওয়ার পূর্বে কিছু শর্ত বিদ্যমান রয়েছে যা জেনে নেওয়া উচিত।

আরো পড়ে নিনঃ রবি মিনিট চেক । রবি ইন্টারনেট অফার ফ্রি

Dutch Bangla Bank Personal Loan

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন আপনি ব্যক্তিগত যেকোন বৈধ প্রন্থায় ব্যবহার করতে পারবেন। ব্যক্তিগত প্রয়োজনের ক্ষেত্রে লোন সেবা পেতে নিম্নোক্ত শর্তগুলো বিদ্যমান-

  • লোনের পরিমাণ সর্বোচ্চ ২০ লক্ষ টাকা
  • সুদের হার ৮%
  • অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকিং সহয়তায় লোনের ক্ষেত্রে সুদের হার ৭.৫০%
  • সহজ শর্তাবলী

Dutch Bangla Bank Home Loan

বাড়ি মেরামত বা নতুন বাড়ি নির্মাণের জন্য এই লোন নেওয়া যাবে। ডাচ বাংলা ব্যাংক হোম লোন নিতে কিছু শর্ত প্রযোজ্য যেগুলো সমন্বয়ে যেকেউ এই লোনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে।

  • সর্বোচ্চ ২ কোটি টাকা লোন নেওয়া সম্ভব
  • সুদের হার সর্বোচ্চ ৮%
  • অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকিং সহয়তায় লোনের ক্ষেত্রে সুদের হার ৭.৫০% টাকা
  • সিটি করপোরেশন এলাকায় বাড়ি নির্মাণ কিংবা ক্রয় করা
  • Refinance সুবিধা

Dutch Bangla Bank Car Loan

  • সর্বোচ্চ লোন পরিসীমা ৪০ লক্ষ টাকা
  • সর্বোচ্চ সুদের হার ৮%
  • Refinance সুবিধা

লোন নেওয়ার শর্তসমূহ

একজন গ্রহকে লোন নিতে হলে নিম্মোক্ত চাকরির আওতাধীন হতে হবেঃ

  • বাসা ভাড়া
  • সরকারী বা বেসরকারী চাকুরীজিবী
  • ব্যবসা বানিজ্য
  • এবং অন্য যেকোন ধরণের বৈধ ব্যবসা

প্রয়োজনীয় কাগজপত্র

ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার বয়সসীমা সর্বনিম্ম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা চাকুরি থেকে অবসর নেওয়ার সময়কাল পর্যন্ত। লোন নেওয়ার ক্ষেত্রে যেসব কাগজপত্র প্রযোজ্য হবেঃ

  • জাতীয় পরিচয়পত্রের (NID) কপি
  • সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • চাকরির ID কার্ড বা প্রমাণাদি
  • ই টিন সার্টিফিকেট ( ৫ লক্ষের অধিক লোন নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য)

ঋণ পরিশোধের নিয়ম

গ্রাহকের লোনের পরিমানের ওপর ভিত্তি করে নির্দিষ্ট সময় ও শর্তসাপেক্ষে লোন পরিশোধ করতে হবে। অন্যথায় কর্তিপক্ষের নেওয়া যেকোন সিদ্ধান্ত ছুড়ান্ত বলে গণ্য হবে।

 

Similar Posts

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *