উপায় একাউন্ট দেখার নিয়ম। Upay Account Code
উপায় একাউন্ট দেখার নিয়ম, উপায় একাউন্ট খোলার নিয়ম, উপায় একাউন্ট কোড, উপায় একাউন্ট চেক করার কোড, বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সহ উপায় সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন আজকের পোস্টে।
উপায় একাউন্ট দেখার নিয়ম।
উপায় একাউন্ট দেখার নিয়ম এ আপনি চাইলে খুব সহজে মোবাইলের ডায়াল প্যাড ও উপায় অ্যাপ থেকে উপায় অ্যাকাউন্ট দেখতে পাবেন। ফোনের ডায়াল প্যাড থেকে উপায় একাউন্ট দেখার জন্য ডায়ল করুন *২৬৮#। তারপর 7 টাইপ করে Ok করে দিন। আপনি আপনার উপায় একাউন্ট দেখতে পাবেন। এখন ব্যালেন্স চেক করার জন্য 1 টাইপ করে Ok করুন। তারপর আপনার উপায় পিন দিয়ে সাবমিট করলে আপনি উপায় একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
উপায় একাউন্ট দেখার নিয়ম এ আপনি চাইলে উপায় অ্যাপ থেকেও উপায় একাউন্ট দেখতে পারবেন। অ্যাপ থেকে উপায় একাউন্ট দেখার জন্য প্রথমে Goofle play store থেকে উপায় অ্যাপটি ইন্সটল করুন। তারপর অ্যাপটি অপেন করে লগইন অপশনে ক্লিক করে আপনার উপায় নম্বর ও পিন দিয়ে অ্যাপে প্রবেশ করুন। তাহলে আপনি আপনার উপায় একাউন্ট দেখতে পাবেন।
উপায় একাউন্ট খোলার নিয়ম।
উপায় একাউন্ট দেখার নিয়ম জানলাম এবার দেখে নেওয়া যাক কিভাবে উপায় অ্যাপ থেকে খুব সহজে উপায় একাউন্ট খুলব। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংক গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি উপায়। টাকা লেনদেন ক্যাশ আউট, সেন্ড মানি ও উথড্রসহ যাবতীয় কাজ করার জন্য উপায় অ্যাপ জনপ্রিয়। বর্তমান দেশে ৫ মিলিয়নেরও বেশি মানুষ উপায় অ্যাপ ব্যবহার করছেন। আর আপনিও যদি উপায় একাউন্ট খোলার চিন্তাভাবনা করছেন তাহলে সম্পূর্ণ পোস্টটি Continue করুন।
উপায় একাউন্ট দেখার নিয়ম জানার পর মোবাইল উপায় একাউন্ট খোলার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাপটি ইন্সটল করে নিন। অ্যাপটি সম্পূর্ণ ইন্সটল হওয়ার পর সেটি Open করুন। তাহলে দুটি অপশন দেখতে পাবেন।
- রেজিস্ট্রেশন
- লগইন
এখন নতুন উপায় একাউন্ট খোলার জন্য ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করুন। তারপর একটু নিচে স্ক্রোল করে ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনি মোবাইল নম্বর দেওয়ার অপশন পেয়ে যাবেন। এখন যেই নম্বরে আপনি উপায় একাউন্ট খুলতে চান সেই নম্বর দিয়ে নিচে থেকে আপনার সিম অপারেটর সিলেক্ট করুন।
তারপর নিচে থেকে আপনার নম্বর যাচাই করুন অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে ৪ ডিজিটের একটি OTP কোড যাবে। সেটি অটোমেটিক্যালি বসে যাবে। এখন আপনার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে এবং আপনাকে NID front side ও Back side এর ছবি তুলতে বলা হবে। স্পষ্ট ভাবে ছবি দুটো তুলে নিন যেন সকল ইনফরমেশন ক্লিয়ারলি বুঝা যায়। এখন NID ছবি তোলার পর এবার আপনার নিজের (একাউন্ট দাতার) একটি সেলফি তুলে কনফার্ম করে দিন।
তারপর আপনার পেশা দিয়ে এগিয়ে যান অপশনে ক্লিক করে এগিয়ে যান। তাহলে আপনার রেজিস্ট্রেশন রিকুয়েস্ট টি ২৪ ঘন্টার জন্য প্রক্রিয়াধীন অবস্থায় চলে যাবে। এখন একটু অপেক্ষা করুন। এখানে ২৪ ঘন্টা বলা হলেও ২৪ ঘন্টা সময় নিবেন না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ১/২ মিনিটের ভিতরে উপায় থেকে SMS চলে আসবে। সেখানে আপনাকে একটি temporary পিন দেওয়া হবে। যেটি দিয়ে আপনি সাময়িক সময়ের জন্য উপায় অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এবং অ্যাপে ঢুকে আপনার ইচ্ছে মতো নতুন পিন সেট করতে পারবেন।
এখন পিন নম্বরটি কপি করে আবারও উপায় অ্যাপটি Open করুন। তারপর লগইন অপশনে ক্লিক করে আপনার মোবাইল নম্বরটি ও Temporary পাসওয়ার্ডটি দিয়ে OK (এরো) অপশনে ক্লিক করুন। তাহলে আবারও আপনার ফোনে একটি OTP কোড যাবে এবং সেটি অটোমেটিক্যালি বসে যাবে। এবং আপনাকে পরবর্তী পেইজে নিয়ে যাওয়া যাবে।
উপায় নতুন পিন সেটাপ করুন।
পরর্বতী পেইজে আসার পর এখন আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করার অপশন দেওয়া হবে। এখন আপনি ইচ্ছে মতো যেকোন চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিন কনফার্ম করে দিন। অবশ্যই পিন নম্বরটি সংগ্রহ করুন। কেননা পরবর্তীতে উপায় অ্যাপের সকল সার্ভিস উপভোগ করতে পিন নম্বরটি প্রয়োজন হবে। এভাবে আপনি খুব সহজে একটি উপায় একাউন্ট খুলতে পারবেন।
উপায় একাউন্ট কোড
উপায় একাউন্ট দেখার নিয়ম এ এবার জরুরি মুহুর্ত্বে টাকা লেনদেন বা যেকোন প্রয়োজনে ফোনের ডায়াল প্যাড থেকে উপায় একাউন্টে ঢুকার করার প্রয়োজন হতে পারে। তাই প্রত্যেক উপায় গ্রহকের উপায় একাউন্ট কোড জেনে নেওয়া উচিত। উপায় একাউন্ট কোড হলো *২৬৮#। এই কোডটি ব্যবহার করে আপনি উপায় একাউন্ট ব্যবহার করতে পারবেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় একাউন্ট দেখার নিয়ম তো আগেই জেনেছি। এবার বাটন ফোনে উপায় একাউন্ট খোলার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *২৬৮#। তারপর 1 টাইপ করে Ok করুন। তাহলে আপনাকে একটি পপআপ মেসেজে দেখাবে যে আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্ট সফল হয়েছে কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন।
কিছু সময়ের ভিতরে আপনার নম্বরে একটি Temporary উপায় পিন চলে আসবে। তারমানে কোন প্রকার তথ্যের ঝামেলা ছাড়াই, NID ছাড়াই মাত্র এক ক্লিকে উপায় একাউন্ট খুলে যাবে। আপনাকে আলাদা করে কোন তথ্য দিতে হচ্ছে না।
Temporary পিন পাওয়ার পর এখন আবার ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *২৬৮#। তারপর আপনাকে টেম্পোরারি পিন নম্বরটি দিতে বলবে, সেটি দিয়ে ওকে করলে আপনাকে একটি নতুন পিন সেট করতে বলা হবে। এখন ৪ সংখ্যার একটি পিন নম্বর সেট করে কনফার্ম করুন।
অবশ্যই মনে রাখবেন, পিন নম্বরটি ‘0’ দিয়ে শুরু করা যাবে না এবং সিরিয়াল বজায় রেখে কোন নম্বর ব্যবহার করা যাবে না। যেমন: ০১২৩/ ১২৩৪ ইত্যাদি। অর্থাৎ একটি মিশ্র পিন তৈরি করুন যেমন: ৪৩৭৯/ ৮৩৬৭ ইত্যাদি। পিন সেট করা হয়ে গেলে এখন থেকে আপনি *২৬৮# উপায় কোডটি ব্যবহার করে আপনার বাটন ফোন থেকে উপায় একাউন্ট ব্যবহার করতে পারবেন।
আশাকরি, উপায় একাউন্ট দেখার নিয়ম, উপায় একাউন্ট খোলার নিয়ম, উপায় একাউন্ট চেক করার কোড, বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সহ বিস্তারিত জানতে পেরেছেন।
আরো জানুনঃ
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় জেনে নিন সহজে।
নগদ একাউন্ট দেখার নিয়ম জেনে নিন সহজে।