একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ও বিস্তারিত তথ্য।
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, রুট, টিকিট কাটার নিয়ম সহ বিস্তারিত জাননু আজকের পোস্টে। দূরবর্তী পথ পাড়ি দিতে বা শখের বশে অথবা ঈদের সময় বাস না পেলে আমরা ট্রেনে ভ্রমণের চিন্তাভাবনা করে থাকি। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জীবনে প্রথমবার ট্রেনে চড়ার অভিজ্ঞাতা অর্জন করতে যাচ্ছেন। আবার অনেকের ট্রেনে চড়ার অভিজ্ঞাতা থাকলেও এটা জানেন না যে, কখন কোন ট্রেন ছেড়ে যায় অর্থাৎ একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, রুট, টিকিট কাটার নিয়ম ইত্যাদি।
তাদের জন্য আজকের পোস্টে আমরা একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, রুট, টিকিট কাটার নিয়ম সহ বিস্তারিত তুলে ধরব। যাতে করে কাউন্টারে গিয়ে লম্বা সময় লাইনে দাড়িয়ে টিকেট কাটার জন্য হয়রানি না হতে হয়। কিভাবে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে একতা এক্সপ্রেস ট্রেন টিকিট কাটবেন এ নিয়েও বিস্তারিত থাকছে আজকের পোস্টে।
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
শুরুতে আমরা একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে আলোচনা করব। যাতে করে আপনারা জানতে পারেন কখন কোন সময় একতা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়।
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে একতা এক্সপ্রেস ট্রেন (৭০৫) সকাল ১০:১০ মিনিটে ছাড়া হয় এবং পঞ্চগড় গিয়ে পৌঁছায় রাত ০৯:০০ টায়।
- পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে একতা এক্সপ্রেস ট্রেন (৮০৬) রাত ০৯:১০ মিনিটে রওনা হয় এবং ঢাকায় গিয়ে পৌঁছায় সকাল ০৮:১০ মিনিটে।
- ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে একতা এক্সপ্রেস ট্রেন (৭০৫) রওনা হয় সকাল ১০টা এবং দিনাজপুর গিয়ে পৌঁছায় বিকেল ৬:০০ টায়।
- ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে একতা এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় সকাল ১০:১০ মিনিট এবং নাটোর গিয়ে পৌঁছায় বিকেল ৩:৩০ মিনিটে।
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনেছি। এবার জানবো ভাড়া সম্পর্কে। একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া কার কত হবে এটি মূলত আপনার গন্তব্যের স্থানের উপরে নির্ভর করে কম বেশি হতে পারে। এছাড়াও আপনার সিটের ধরনের উপরে ভিত্তি করেও ভাড়া কম বেশি হয়ে থাকে। তবে আমরা নিম্নে বেশ কিছু স্টেশনের ভাড়া তুলে ধরব। যেখান থেকে আপনি একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাবেন।
- একতা এক্সপ্রেস ট্রেন AC/B ঢাকা টু পঞ্চগড় ভাড়া 1650 টাকা।
- একতা এক্সপ্রেস ট্রেন AC/S ঢাকা টু পঞ্চগড় ভাড়া 1095 টাকা।
- একতা এক্সপ্রেস ট্রেন Snigdha ঢাকা টু পঞ্চগড় ভাড়া 915 টাকা।
- একতা এক্সপ্রেস ট্রেন Shovon Chair ঢাকা টু পঞ্চগড় ভাড়া 550 টাকা।
একতা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে পঞ্চগড় এর বিরতির স্থান
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জেনেছি। এ পর্যায়ে জেনে নেওয়া যাক একতা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্থানসমূহ। অর্থাৎ একতা এক্সপ্রেস ট্রেন কোন কোন স্টেশনে থামে।
- Dhaka Cantonment
- Dhaka Airport
- Joydevpur Junction
- Tangail
- Bangabandhu Bridge East
- Shaheed M Mansoor Ali Station
- Habiganj
- Sylhet
- Fulbari
- Nakshi
- Barlekha
- Siliguri
- New Alipurduar
- Balurghat
- Haldibari
- Bangaon
- Healy
- Santahar
- Dinajpur
- Panchagarh
একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানার পর এবার জানবো টিকেট কাটার নিয়ম। আপনারা যারা অনলাইনে একতা এক্সপ্রেস ট্রেন টিকেট কাটতে জানেন না, তারা আর্টিকেলের এই অংশটুকু পড়ে হাতে থাকা স্মার্টফোন দিয়ে সিট দেখে একতা এক্সপ্রেস ট্রেন টিকেট কাটতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে একতা এক্সপ্রেস ট্রেন টিকিট কাটবেন। একতা এক্সপ্রেস ট্রেন টিকিট কাটার জন্য Rail Sheba অ্যাপে রেজিস্ট্রেশন করে আপনার তথ্য দিয়ে টিকিট কাটতে পারবেন।
Rail Sheba অ্যাপ রেজিস্ট্রেশন
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেখার পর অনলাইনে একতা এক্সপ্রেস ট্রেন টিকিট কাটার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর ফোনের প্লে স্টোর গিয়ে Rail Sheba লিখে সার্চ করুন এবং Rail Sheba নামের সাথে মিলিয়ে অ্যাপটি ইন্সটল করে নিন। অ্যাপটি সম্পূর্ণ ইন্সটল হওয়ার পর সেটি ওপেন করুন তাহলে দুটি অপশন দেখতে পাবেন।
- Login ও
- Registration
এখন আপনি যদি পূর্বে কখনো রেল সেবা অ্যাপটি ব্যবহার করে থাকেন, তাহলে Login অপশনে ক্লিক করে Login করে নিন। আর যদি অ্যাপটি প্রথমবার ব্যবহার করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে।
এখন ফর্মটি আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী পূরণ করুন। যেমন:
- Mobile number
- NID Number
- Date of birth
তথ্য তিনটি সঠিকভাবে দেওয়ার পর নিচে থেকে I’m not robot ক্যাপচাটি পূরণ করে ‘Verify’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার তথ্য গুলো ভেরিফাই হয়ে যাবে এবং আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। পরবর্তী ধাপে এসে একটি Password, Confirm Password, Gmail, Postal Code ও Address দিয়ে নিচে থেকে ‘Registration’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে একটি OTP কোড যাবে সেটি বসিয়ে Verify করে নিতে হবে।
একতা এক্সপ্রেস ট্রেন টিকিট কাটার পদ্ধতি
আগেই জেনেছি একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। এবার টিকিট কাটার পদ্ধতি জেনে নেবো। রেল সেবা অ্যাপ এ রেজিস্ট্রেশন করার পর আপনার সামনে অ্যাপের হোম পেজ ওপেন হবে। এখন টিকিট কাটার জন্য প্রথমে আপনার গন্তব্যের ঠিকানাটা দিয়ে আপনার জন্য প্রযোজ্য ট্রেনটি বেছে নিন।
- From (Select station)
- To (Select station)
- Select class
- Select Date
এখন From অপশনে আপনি কোথায় থেকে ট্রেনে উঠবেন সেটি সিলেক্ট করুন। তারপর To তে আপনি কোথায় নামবেন সেটি সিলেক্ট করুন। এরপর আপনার সিটের ধরন (Class) ও তারিখ দিয়ে ‘SEARCH TRAINS’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া গন্তব্যে যে সকল ট্রেন চলাচল করে তাদের তালিকা, সময়সূচি, ভাড়া সহ বিস্তারিত দেখতে পাবেন।
এখন আপনি যদি একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে চান তাহলে তালিকা থেকে একতা এক্সপ্রেস ট্রেন খুঁজে বের করুন। তারপর ‘Book Now’ তে ক্লিক করুন। আপনার সামনে ট্রেনের সকল সিট গুলো প্রদর্শিত হবে। এখানে আপনি ৩ ধরনের সিট দেখতে পাবেন। যেমন:
- হলুদ (বুকিং হয়ে গেছে)
- কালো (সিলেক্ট করেছেন)
- সাদা(সিলেক্ট করুন/খালি আছে)
আপনি চাইলে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জেনে একই সাথে একাধিক সিট বুকিং করতে পারবেন। একই সাথে একাধিক সিট বুকিং করার জন্য আপনার যে কয়টি সিট দরকার সেগুলো সিলেক্ট করে দিন। তারপর নিচে থেকে ‘Continue Purchase’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে।
এখনে আপনি আপনার নাম দেখতে পাবেন। তারপর নিচে থেকে আপনি Adult নাকি Child সেটি সিলেক্ট করে দিন। সবকিছু ঠিক থাকলে নিচে থেকে ‘Proceed’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোট টাকা দেখতে পাবেন। টিকিট ফি, সার্ভিস ফি, ভ্যাট ইত্যাদি।
অনলাইনে পেমেন্ট করে টিকিট কাটুন
অ্যাপে মোট টাকার পরিমাণ দেখার পর এখন স্ক্রোল করে একটু নিচে আসলে বিভিন্ন পেমেন্ট মেথড দেখতে পাবেন। যেমন:
- বিকাশ।
- রকেট।
- নগদ।
- উপায়।
- VISA কার্ড।
- Master Card ইত্যাদি।
এখন আপনি যেভাবে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর নিচে থেকে ‘Proceed to payment’ অপশনে ক্লিক করে টিকিট পেমেন্ট পরিশোধ করুন। পেমেন্ট পরিশোধ করার পর ‘View Ticket’ একটা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
তাহলে আপনি QR কোড সম্বলিত একটি পেইজ দেখতে পাবেন। এখন আপনি সেখান থেকে ‘Download ticket’ অপশনে ক্লিক করুন। আপনার ফোনে টিকিটটি ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি চাইলে এই টিকিট কপি দেখিয়ে ট্রেনে যাত্রা করতে পারেন। অথবা যেকোন কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করেও ব্যবহার করতে পারেন।
আশা করি, একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও কিভাবে অনলাইনে একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবেন সেটা বুঝাতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
হানিফ অনলাইন বাস টিকেট ও হানিফ পরিবহন নাম্বার।