পাসপোর্ট নম্বর দিয়ে এনজাজ ভিসা চেক করুন সহজে।
এনজাজ ভিসা চেকঃ বিদেশে চাকরি, পড়াশোনা কিংবা ভ্রমণ করার ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকে আছেন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে জানেন না। এর ফলে বিভিন্ন সময়ে তারা নানা রকম বিপদে পড়ে থাকে।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে এনজাজ ভিসা চেক/সৌদি ভিসা চেক করতে হয়। এই পদ্ধতিটি অবলম্বন করে আপনি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে অনলাইনে এনজাজ ভিসা চেক করতে পারবেন।
পাসপোর্ট নম্বর দিয়ে এনজাজ ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে সৌদির ভিসা/ এনজাজ ভিসা চেক করার জন্য প্রথমে যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়- https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
তারপর আপনার সামনে একটি Arabic ইন্টারপেইজ দেখতে পাবেন। এখন Arabic থেকে English সিলেক্ট করে ভাষা পরিবর্তন করে নিন। এছাড়াও আপনি চাইলে ক্রোম ব্রাউজারের ডান পাশের ওপরের 3 ডট মেনু থেকেও Translate অপশন সিলেক্ট করে লেখা গুলো আরবি থেকে ইংরেজিতে পরিবর্তন করে নিতে পারবেন।
আরো জানুনঃ অনলাইনে ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া ও সকল গুরুত্বপূর্ণ তথ্য ।
ভাষা পরিবর্তনের পর এখন সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন। অর্থাৎ
- পাসপোর্ট নম্বর।
- কান্ট্রি।
- ভিসার ধরণ।
- লোকেশন ও
- প্রদত্ত ক্যাপসা।
সব গুলো Information সঠিকভাবে দেওয়ার পর নিচের Search বাটনে ক্লিক করে এনজাজ ভিসা চেক করুন। তাহলে আপনি আপনার ভিসার সকল তথ্য দেখতে পাবেন। এখন Visa application number ও Order number টি কপি বা নোট করে নিন।
তবে এখানেই শেষ নয়। এ পর্যায়ে আমাদের পূর্ণাঙ্গভাবে সৌদির ভিসা/এনজাজ ভিসা চেক করার জন্য আরেকটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন।
তাহলে আপনি সৌদির অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখন প্রথমে একইভাবে লেখা গুলোকে আরবি থেকে ইংরেজিতে পরিবর্তন করে নিন। তারপর ফরমে থাকা তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন:
Visa application number ও Order number সঠিকভাবে বসিয়ে নিচের ক্যাপসাটি পূরণ করে Query অপশনে ক্লিক করলে আপনার এনজাজ ভিসা চেক/সৌদির ভিসার সম্পর্কিত সকল তথ্য দেখতে পাবেন।
উপরোক্ত পদ্ধতি দুটি অবলম্বন করে আপনি খুব সহজে পাসপোর্ট নম্বর দিয়ে অনলাইনে এনজাজ ভিসা চেক করতে পারবেন। ভিসার বিস্তারিত তথ্য জানতে আপনি ক্রম ব্রাউজার ওপেন করে আরবি থেকে বাংলা অনুবাদ লিখে ইন্টার বাটুন চাপুন। নিচের পেজটি দেখতে পাবেন।
এখন ভিসার তথ্য কপি করে Enter Text ঘরে পেস্ট করুন। ডান পাশে অটোম্যাটিক আরবি থেকে বাংলা হয়ে যাবে। এখন আপনি ভিসার সকল তথ্য জানতে পারবেন।
আরো পড়ুনঃ অনলাইনে জিডি করার নতুন নিয়ম ২০২৪ ।
Visa সম্পর্কিত যে কোন প্রশ্ন আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।