এই ৫টি এন্ড্রয়েড সেটিং এক্ষুণি বন্ধ না করলে ক্ষতি।

শেয়ার করুন

আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি তাদের এন্ড্রয়েড সেটিং জানা দরকার। আজকাল আমাদের প্রত্যেকের কাছে এন্ড্রয়েড ফোন রয়েছে। যেটি আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের অজান্তেই এন্ড্রয়েড ফোনের অনেক অপ্রয়োজনীয় ফিচারস চালু হয়ে যায়। যেটি আমাদের এন্ড্রয়েড ফোনের পারফরমেন্স কে দূর্বল করে দেয়।

আজ আমরা এন্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ ৫টি সেটিং সম্পর্কে আলোচনা করব। যেগুলো বন্ধ করলে আমাদের ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে এবং মোবাইল ডেটা বা MB খরচও অনেকটা কমে যাবে।

এন্ড্রয়েড সেটিং Usage and diagnostics:

প্রথমে মোবাইলের Settings অপশনে চলে আসুন। তরপর সেটিং থেকে Google অপশনটি খুঁজে নিন এবং গুগলে ট্যাপ করে ভিতরে চলে আসুন। এখন উপরে লক্ষ্য করলে 3 ডট দেখতে পাবেন।

এন্ড্রয়েড-সেটিং-Onlinesheba24

3 ডটে ক্লিক করলে Usage and diagnostics একটি অপশন দেখতে পাবেন। এখন Usage and diagnostics এ ট্যাপ করে ভিতরে আসলে দেখবেন এটি By default ভাবে On করা আছে। আপনি সেটিংটি Off করে দিন। সেটিংটির কাজ হলো এটি যখন অন থাকে তখন আপনার ফোনের কিছু ফাংশন অটভাবে সবসময় গুগলের কাছে আপনার ডিভাইস সম্পর্কিত তথ্য আদান-প্রদান করতে থাকে।

যার ফলে ফোনের Battery ও MB ইউজ হতে থাকে। তাই এটি অপ রেখে দিলে আপনি ব্যাটারির Usability ও এমবি খরচ কিছুটা কমিয়ে আনতে পারবেন। তবে চিন্তার কারণ নেই এটি Off রাখলে আপনার ডিভাইসের কোন ক্ষতি হবে না।

আরো জানুনঃ মোবাইলে সঠিকভাবে চার্জ দেওয়ার ৫টি নিয়ম।

ফেসবুকের অটো ভিডিও Play সেটিং:

আমাদের প্রত্যেকের মোবাইলে ফেসবুক আইডি রয়েছে। প্রতিদিন কমবেশি আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। অনেক সময় ফেসবুকিং করার সময় আমাদের সামনে অনেক ভিডিও চলে আসে যেগুলো অটো অন হয়ে যায়। ফলে পোস্ট পড়ার মাঝে মাঝে অনেক আনইন্টারেস্টিং ভিডিও চালু হয়ে যায়।

যেটি আমাদের ফোনের ডাটা খরচ বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতি থেকে বাঁচতে ফেসবুকের Auto video play মোড Off করে রাখতে পারেন। ফলে অপ্রোজনীয় ভিডিও Play হবে না। সুধু মাত্র আপনি যেগুলোতে ইন্টারেস্টিং সেগুলো ইচ্ছেমতো Play করে দেখতে পারবেন।

Facebook এর Auto video play mode off করতে প্রথমে ফেসবুক অ্যাপ থেকে সেটিং অপশনে চলে আসুন। তারপর Media অপশনে ক্লিক করে একটু নিচে স্ক্রোল করলে  Auto play অপশন পেয়ে যাবেন।

এন্ড্রয়েড-সেটিং1-Onlinesheba24

এখন প্রথম ঘরে টিকমার্ক দিলে আপনার WiFi বা Data ব্যবহারের সময়ও ভিডিও Auto play Off থাকবে। ২য় ঘরে টিকমার্ক দিলে যখন আপনার ফোন WiFi সংযোগ পাবে সুধু তখনি ভিডিও Auto play হবে। ৩য় ঘরে টিকমার্ক দিলে কখনও ভিডিও Auto play হবে না অর্থাৎ WiFi বা Data যাই ব্যবহার করে থাকেন না কেন Video Auto play হবে না। আপনার ইচ্ছেমতো যেকোন একটি সিলেক্ট করে Back করে চলে আসুন। তাহলে সেটিং সেভ হয়ে যাবে।

Battery and performance এন্ড্রয়েড সেটিং:

ব্যাটারি ব্যাকআপ ভালো রাখতে ফোনের Battery and performance থেকে এই সেটিংটি করে রাখুন। প্রথমে ফোনের Settings অপশন থেকে Battery/Battery and performance অপশনটি খুঁজে নিন। এটি একেক ফোনে একেক রকমের লেখা থাকতে পারে। ব্যাটারি অপশনে ক্লিক করার পর উপরে Battery আরেকটি অপশন দেখতে পাবেন।

এন্ড্রয়েড-সেটিং-বন্ধ-না-করলে-সমস্যা-Onlinesheba24

সেখানে ক্লিক করুন তাহলে আপনি App battery saver নামের একটি অপশন দেখতে পাবেন। এখন App battery saver অপশনে ট্যাপ করে ভিতরে চলে আসুন। আপনি আপনার ফোনের সকল Apps গুলোর লিস্ট দেখতে পাবেন। এখন যেকোন একটি অ্যাপসে ক্লিক করুন। ভিতরে আরোও ৪টি অপশন দেখতে পাবেন।

এখন ৪ নম্বর Restrict background apps অপশনে ক্লিক করে OK করুন। তাহলে আপনার ফোনের Battery saver অপশনটি চালু থাকা অবস্থায় এই অ্যাপসটির সকল কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে ফোনের ব্যাটারির আরোও বেশি Backup পেয়ে যাবেন। আপনি চাইলে যেকোন Apps এ এই সেটিংটি On করে দিতে পারেন।

আরো পড়ুনঃ অসাধারণ কিছু অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স।

Auto apps update সেটিং:

ফোনের Data ব্যাকআপ রাখতে বা ডাটা খরচ কমাতে ফোনের ডাটা কনেকশন সচল রেখে Google play store অ্যাপসটি চালু করুন। উপরের Profile ট্যাপ করে Setting এ চলে আসুন। এখন Setting থেকে ২ নম্বর অপশন Network preferences ট্যাপ করে Auto- update apps অপশনটি সিলেক্ট করুন। By default এটি Over any network দেওয়া থাকবে। অর্থাৎ আপনার ফোনে Ins-tall থাকা কোন অ্যাপসের যখন আপডেট আসবে তখন সেটি অট আপডেট হয়ে যাবে।

এখন আপনি চাইলে ২ নম্বর অপশন Over WiFi-only সিলেক্ট করতে পারেন। এতে আপনার ফোনটি যখন WiFi সংযোগ পাবে তখন সুধু মাত্র Apps অটো আপডেট হবে।

আর আপনি যদি ৩ নম্বর অপশনটি সিলেক্ট করেন তাহলে ফোনের Auto update সব সময়ের জন্য Off থাকবে। অর্থাৎ WiFi বা Mb সংযোগ পেলেও অ্যাপস অটো আপডেট হবে না। এতে করে আপনার ফোনের Mb খরচ অনেকটা লাঘব হবে।

ইন্টারেস্টিং Ads Off মোড সেটিং:

বিভিন্ন প্রয়োজনে আমরা নেট ব্রাউজিং বা ফেসবুকিং করে থাকি। আমাদের সামানে মাঝে মাধ্যে বিভিন্ন Ads চালু হয়। আর আমরা যদি সেই সব অ্যাডস দীর্ঘ সময় ধরে View করি তাহলে গুগল ধরে নেয় এই বিষয়ের ওপরে আমাদের ইন্টারেস্টিং আছে। তাই পরবর্তীতে গুগল বারবার সেসব অ্যাডস আমাদের দেখাতে থাকে।

আপনি চাইলে একটি মাত্র সেটিং On করে ইন্টারেস্টিং রিলেটেড অ্যাডস আসা অফ রাখতে পারেন। এটি করার জন্য ফোনের Settings থেকে Google অপশনে ক্লিক করুন। তারপর Ads অপশনে ক্লিক করে Opt out of Ads personalization অপশনটি On করে দিন। হ্যাঁ এখন থেকে আর আপনার সামনে রিলেটেড কোন অ্যাডস আসবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *