খুব কম দামে ইন্টারনেট অফার সকল অপারেটরে দেখে নিন।
কম দামে ইন্টারনেট অফার আমরা সকলে চাই কেননা বর্তমান সময়ে কম বেশি প্রায় প্রত্যেকের হাতে এন্ড্রয়েড মোবাইল রয়েছে। দৈনন্দিন বিভিন্ন কাজের প্রয়োজনে মোবাইল আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠেছে। বর্তমান সময়ে প্রায় মোবাইল ছাড়া চলাই যায় না। কিন্তু শুধু মোবাইল কিনলেই হবে না। সেটিকে ভালোভাবে ব্যবহারের জন্য প্রয়োজন MB বা ডাটা। যার জন্য প্রত্যেক মাসে আপনাকে গুনতে হবে ৩০০ থেকে ৫০০ টাকা।
আপনি মোবাইল দিয়ে যাই করুন না কেন। অনলাইন কাজ, ফেসবুকিং, চ্যাটিং, নেট ব্রাউজিং অথবা বন্ধুদের সাথে আড্ডা ইত্যাদি নানা কাজের প্রয়োজন হয় ইন্টারনেট বা এমবি (MB)। তাই আপনার জন্য থাকছে আজকের এই ইন্টারনেট অফার স্পেশাল পোস্ট। এই পোস্টে আমরা সবচেয়ে কম দামে সকল আপারেট এর এমবি (MB) বা ইন্টারনেট প্যাকেজ গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনারা হয়তো জেনে থাকবেন এ সকল অফার নির্দিষ্ট একটা সময়ের জন্য কোম্পানিগুলা দিয়ে থাকে। তাই আপনি যদি ওই সময়ের ভিতরে অফার গুলো নেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি অফার গুলো পাবেন। কিন্তু পরবর্তীতে অফার গুলোর মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কম দামে ইন্টারনেট অফার নাও পেতে পারেন। আপনি যদি আপডেট অফার গুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন।
কম দামে মিনিট বা এমবি (MB) কেনার উপায়
কম দামে ইন্টারনেট অফার (MB) বা মিনিট কিনতে প্রথমে গুগল প্লেস্টোরে চলে আসুন। তারপর সার্চবারে ORG Offer লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপটি ইন্সটল করে নিন।
অ্যাপটি সম্পূর্ণ ইন্সটল হলে সেটি Open করুন। তারপর ওপরের 3 ডটে ক্লিক করে Register বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। যেখানে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে যেমন:
- আপনার নাম
- জিমেইল
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড ও
- পিন
সবগুলো তথ্য সঠিকভাবে বসানোর পর নিচে থেকে ক্যাপসাটি পূরণ করে Create account এ ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এখন আপনার সামনে অটমেটিক লগইন ফর্ম চলে আসবে। সেখানে আপনার জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে ইন্টারনেট অফার লুফে নিন।
কম দামে মিনিট বা এমবি (MB) প্রসেসিং সিস্টেম
লগইন করার পর এপর্যায়ে আপনাকে অপারেটর সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কোন আপারেটরের কম দামে মিনিট বা এমবি (MB) কিনতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।
আপারেটর সিলেক্টের সাথে সাথে নিচের দিকে একটি ORG Offer লিস্ট শো করবে। যেখানে আপনার অপারেটর অফার, টাকার পরিমান, মেয়াদ, ডিসকাউন্ট ইত্যাদি তথ্য দেখতে পাবেন। ডান দিকে স্ক্রোল করলে অফার রিলেটেড সব তথ্য দেখতে পাবেন। এখন আপনি যদি কম দামে মিনিট বা এমবি (MB) গুলো কিনতে চান তাহলে প্রথমে আপনাকে অ্যাপসে টাকা লোড করতে হবে।
অ্যাপসে টাকা লোড করতে আবারও উপরের 3 ডট লাইনে ক্লিক করুন। তাহলে Deposit অপশন দেখতে পাবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার সাথে সাথে Instant deposit একটা অপশন আসবে সেখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আবারও একটি ফর্ম আসবে সেটি পূরণ করে নিন। তারপর একটি নিচে গেলে টাকার পরিমান অপশন আসবে। সেখানে আপনার টাকার পরিমান অর্থাৎ আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।
তারপর নিচে একটি র্টামস এন্ড কন্ডিশন পেইজ দেখতে পাবেন। সেখানে টিক দিয়ে Continue to payment অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে পেমেন্ট গেটওয়ে গুলো শো করবে। অর্থাৎ আপনি কোন মাধ্যমে টাকা লোড করতে চাচ্ছেন। বিকাশ, রকেট, নগদ, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড ইত্যাদি।
এখন আপনি যেভাবে টাকা লোড করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর আপনার ওয়ালেট নম্বর (বিকাশ, রকেট, নগদ) দিয়ে পিন দিয়ে পেমেন্ট কমপ্লিট করলে টাকা আপনার ORG Offer অ্যাপসে লোড হয়ে যাবে। টাকা লোড করার পর আবারও মেইন মেনুতে চলে আসুন। তারপর পূর্বের ন্যায় আপনার আপারেটর সিলেক্ট করে নিচে স্ক্রোল করুন। আবারও অফার গুলো দেখতে পাবেন। এখন আপনার পছন্দের কম দামে মিনিট অথবা ইন্টারনেট অফার (MB) খুঁজে নিন। সেই অফার ধরে ডান দিকে স্কোল করে চলে আসলে অফারের মেয়াদ, মূল্য, ডিসকাউন্ট ও Buy now বাটন দেখতে পাবেন।
এখন Buy now তে ক্লিক করে আপনার ফোন নাম্বর, ডিস্ট্রিক্ট নাম (কারণ একেক ডিস্ট্রিক্ট ভেদে কমদামে ইন্টারনেট অফার গুলো ভিন্ন হয়ে থাকে) ও পিন নাম্বার দিয়ে নিচে থেকে Buy বাটনে ক্লিক করুন। তাহলে আপনার অফারটি প্রসেসিং হওয়া শুরু করবে। এটা ১ মিনিট থেকে সর্বোচ্চ ৫ মিনিট পর্যন্ত সময় নিতে পারে। কারণ অফার গুলো মেনুয়ালি পাঠানো হয়। তাই অব্যশই কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনি আপনার ফোনে নির্দিষ্ট অফারটি পেয়ে যাবেন। যদি অফার পেতে কোন ধরণের সমস্যার সম্মুখীন হোন তাহলে ORG Offer হটলাইন নম্বরে যোগাযোগ করুন। আশা করি সমাধান পেয়ে যাবেন। হটলাইন নম্বর: 01942431441, 01610499068
ORG Offer সমূহ দেখে নিন
ORG Offer গুলো সাধারণত পরিবর্তনশীল। অফার গুলো প্রতিদিন পরিবর্তন হয়। তাই যেকোন ইন্টারনেট অফার ক্রয় করতে তাদের অ্যাপ থেকে অফার দাম, মেয়াদ ও ডিসকাউন্ট সম্পর্কে জানুন। তবে আপনাদের ধারণার জন্য ORG Offer এর কিছু নমুনা অফার শেয়ার করা হলো। আশা করি বুঝতে পারবেন এখন থেকে কত কম দামে অফার গুলো কিনতে পারছেন।
- ১৪ জিবি (২ জিবি দৈনিক) ডিসকাউন্ট ১৮ টাকা, মূল্য ১৪৬ টাকা, মেয়াদ ৭দিন
- ৫০০ মিনিট, ৫১২ এমবি, ডিসকাউন্ট ৭ টাকা, মূল্য ৩১১ টাকা, মেয়াদ ৩০ দিন।
- ১৫/১৮ জিবি (স্পেশাল) ডিকাউন্ট ৪ টাকা, মূল্য ১৭৫ টাকা, মেয়াদ ৭ দিন।
- ১০ জিবি, ডিসকাউন্ট ১ টাকা, মূল্য ৯৭ টাকা, মেয়াদ ৩ দিন।
- ১৫ জিবি, ডিসকাউন্ট ১ টাকা, মূল্য ১১৭ টাকা, মেয়াদ ৩ দিন।
রবি ইন্টারনেট অফার কিনুন
আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকেন তাহলে এই অফার গুলো থাকছে আপনার জন্য :
- ১ জিবি ইন্টারনেট ৭ দিন, রিচার্জ করুন ৪৮ টাকা।
- ১২ জিবি ইন্টারনেট ২৮ দিন, রিচার্জ করুন ৩৯৯ টাকা। ( ক্যাশ ব্যাক ২০ টাকা )
- ১০০ জিবি ইন্টারনেট ৩০ দিন, রিচার্জ করুন ৭৯৮ টাকা।
- ৯ টাকা ২ জিবি ইন্টারনেট কোড: *২১২০*৫৮০৯#
- ১৫ টাকা ৪ জিবি ইন্টারনেট কোড: *১২১২*৫০১৫#
- ১ জিবি ইন্টারেননেট ৭ টাকা কোড: *২১২*৫৪৭০#
- রবি ইন্টারনেট ৩জিবি ১৫ টাকা কোড: *৫৩৩৩*৮০#
- ৫ জিবি ২৮ টাকা কোড: *১২১*৫০৮৯#
- ৭ জিবি ৩৫ টাকা কোড: *২১২১০*১০# মেয়াদ ৩০ দিন
এয়ারটেল এমবি প্যাক কিনে নিন
আপনি যদি একজন এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি সব চেয়ে কমদামে নিম্নের অফার গুলো নিতে পারবেন।।
- ১ জিবি ইন্টারনেট ৭ দিন, রিচার্জ করুন ৪৮ টাকা।
- ১০ জিবি ইন্টারনেট ৩০ দিন, রিচার্জ করুন ৩৯৯ টাকা।
- ৫০ জিবি ইন্টারনেট ৩০ দিন, রিচার্জ করুন ৯৯৯ টাকা।
- এয়ারটেলে ২ জিবি ইন্টারনেট মাত্র ১৯ টাকা কোড: *১২১*৮৮৭# মেয়াদ ৭দিন
- ১৪ টাকা ২.৮ জিবি ১৪ দিন মেয়াদ কোড: *২১২*৯১৪#
- ৫ টাকা ১ জিবি ৩ দিন মেয়াদ কোড: *21291*805#
- ১২ টাকা ২ জিবি ৭ দিন মেয়াদ কোড: *21291*821#
বাংলালিংক ইন্টারনেট অফার নিয়ে নিন
আপনি যদি বাংলালিংক সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে বাংলালিংকের এই অফার গুলো আপনার জন্য। সব চেয়ে কম দামে অফার পেতে চোখ রাখুন Onlinesheba24 ডট কমে।
- ২ জিবি ইন্টারনেট ৩৬ টাকা ৭ দিন মেয়াদ কোড: *১২১*৭০৩৬#
- ১ জিবি ইন্টারনেট ১৮ টাকা। মেয়াদ ৭ দিন কোড: *১২১*১৮#
- ১ জিবি ইন্টারনেট ৯ টাকা ৭ দিন মেয়াদ কোড: *১২১*৩০১৯#
- ১৮ টাকা ২ জিবি ৭ দিন কোড: *১২১*৩২১৮#
- ৩ জিবি ইন্টারনেট ৩৬ টাকা মেয়াদ ৩০ দিন কোড: *১২১*৩০৩৬#
- ১০ জিবি ইন্টারনেট ১১৯ টাকা মেয়াদ ৩০ দিন কোড: *১২১*৩১১৯#
- ১৫ জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০দিন, ৪৪৯ টাকা রিচার্জ করলে পাবেন।
এছাড়াও *১২১# দিয়ে বাংলালিংক সিমের অন্যান্য ইন্টারনেট প্যাক গুলো কিনতে পারবেন সবচেয়ে কম রেটে।
গ্রামীণ ফোনের ইন্টারনেট অফার সুলভ মূল্যে
বাংলাদেশের বৃহত্তম আরেকটি সিম অফারেটর হলো গ্রামীণফোন। আপনি চাইলে সবচেয়ে কম দামে গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকগুলো নিতে পারেন এই কোর্ড গুলো ব্যবহার করে।
- ২.৫ জিবি ৭ দিন মেয়াদ, রিচার্জ করুন ১০০ টাকা।
- ১০ জিবি ৭ দিন মেয়াদ, রিচার্জ করুন ২৪৪ টাকা।
- ৮ জিবি ১২০ টাকা মেয়াদ ৩০ দিন কোড: *১২১*৫০৭২#
- ৫ জিবি ইন্টারনেট ৩দিন ৫০ টাকা কোড: *১২১*৫২৩২#
- ১০ জিবি ইন্টারনেট ১০০ টাকা ৩০ দিন কোড: *১২১*৫৪৫৩#
- ১৫ জিবি ১৫০ টাকা ৩০ দিন কোড: *১২১*৫০৫২#
- ২০ জিবি ২০০ টাকা ৩০ দিন কোড: *১২১*৫২৫৪#
- ২৫ জিবি ৩০ দিন ২৫০ টাকা কোড: *১২১*৫২৫২#
আশা করি আজকের পোস্টে আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এরকম আরোও ভিবিন্ন অফারেটর এর কম দামে মিনিট বা এমবি অফিসিয়াল অফার গুলো পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট Onlinesheba24 থেকে।
আরোও পড়ুনঃ
অবাক করা বাংলালিংক ইন্টারনেট অফার।
এয়ারটেল মিনিট চেক ও ফ্রি ইন্টারনেট অফার নিন।