কম বাজেটে সেরা পিসি বিল্ড আইডিয়া।

শেয়ার করুন

কম বাজেটে সেরা পিসি আমরা সবাই চাই। গেমিং, ফ্রিল্যাংন্সিং কিংবা ব্যক্তিগত প্রয়োজনে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস গুলোর মধ্যে অন্যতম হলো পিসি (কম্পিউটার)। বর্তমানে মানুষ ল্যাপটপ বা ডেক্সটপের চেয়ে পিসিতে বেশি আসক্ত। আপনি ও যদি কম বাজাটের মধ্যে সেরা পিসি কিনতে চান তাহলে আজকের পোস্টি আপনার জন্য। আজ আমরা দুই ধরনের পিসি নির্মাণের কথা বলব ১/ ফ্রিল্যাংন্সিং কিংবা পার্সোনাল পিসি ২/ গেমিং পিসি নির্মাণ। তো চলুন শুরু করি।

কম বাজেটে ফ্রিল্যান্সিং পিসি বিল্ডঃ

আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাহলে অব্যশই কম বাজেটে সেরা পিসি থাকা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপিংয়ের জন্য একটি মানসম্মত পিসির কোন জুড়ি নেই। কম বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করা অনেকটা কষ্টসাধ্য হলেও এই পোস্টি পড়ে আপনি বাজেটের মধ্যে একটা মানসম্মত ফ্রিল্যান্সিং পিসি তৈরি করতে পারবেন।

কম বাজেটে সেরা পিসি এর বৈশিষ্ট্য

আজকে আমরা যে কম বাজেটে সেরা পিসি এর কথা বলব সেটি মাত্র ৩০ হাজার টাকার মধ্যে তৈরি করা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই পিসিতে কি কি কনফিগারেশন রয়েছে

এটি একটি ক্লোন পিসি হলেও এর সামনের ইন্টারপেইজটি একটি ব্যান্ড পিসির মতো লাগছিল। ফ্রন্ট পার্টটি ছিল খুবই অসধারণ। পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, অডিও ইনপুট আউটপুট এবং দুটি চমৎকার USB পোর্ট থাকছে সামনের অংশে।

পিসিটি চলাকালীন সময় খুবই চমৎকার দেখায়। এটির ব্যাকপার্টে রয়েছে USB এমআই পোর্ট এবং ৬টি USB পোর্ট। যার মধ্যে দুটি USB 3.2 সার্পোটেট। যার ফলে ডাটা রিড এবং রাইটস স্পিড অনেকটা ফাস্ট পাও য়া যাবে।

আরো কিনুনঃ  খুব কম দামে ইন্টারনেট অফার সকল অপারেটরে।

এছাড়াও BGA পোর্ট ও ল্যানপোর্ট সহ সকল প্রয়োজনীয় পোর্ট রয়েছে এই পিসিতে। পিসিটি হালকা ও সাইজে ছোট হওয়ার জন্য যেকোন জায়গায় ক্যারিং কিংবা কম জায়গার মধ্যে পিসিটি বেশ ভালোভাবে সেটাপ করা যায়।

প্রসেসর স্টাটাস

একটি কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় এর প্রসেসর কে। এই বিল্ডে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Intel এর CORE I3 যেটি 10 জেনারেশনের একটি প্রসেসর। প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইজ হচ্ছে ১১৫০০ টাকা। এতে রয়েছে ৪টি কোর ও ৮টি ট্রেস । এবং এতে ব্লগ স্পিড পাওয়া যাবে 4.3 গিগাহার্স। কম বাজেটের মধ্যে এই প্রসেসরকে পৃথিবীর সবচেয়ে পপুলার প্রসেসর বলা হয়।

মাদার বোর্ড

কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাদার বোর্ড। মাদার বোর্ড হিসাবে এতে ব্যবহার করা হয়েছে GIGABYTE এর H410MH যার রেগুলার প্রাইজ হচ্ছে ৮৫০০ টাকা। আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন ইন্টেলের প্রসেসের সাথে গিগাবাইটের মাদারবোর্ড খুব ভালো পারফরমেন্স করে।

RAM

এতে RAM হিসাবে ব্যবহার করা হয়েছে sk hynix এর ২৪ মেগাহার্টসের দুটি RAM যার মেমোরি টাইপ হচ্ছে DDR4 এবং মার্কেট প্রাইজ ৩৮০০ টাকা।

স্টোরেজ ডিভাইসেস

কম্পিউটারটিতে দুই ধরনের স্টোরজে ব্যবহার করা হয়েছে। একটি SSD এবং আরেকটি SDD বা নরমাল হার্ডডিক্স। TUSHAMI ব্যান্ডের ১২০ জিবি হার্ডডিক্স ব্যবহার করা হয়েছে। মূলত এই SSD ব্যবহার করা হয়েছে কম্পিউটারকে আরোও বেশি ফাস্ট করার জন্য।

অনেকে হয়ত জানেন একটি নরমাল হার্ডডিক্সের চেয়ে একটি SSD বেশি ফাস্ট হয়ে থাকে। এসএসডি ছাড়াও এতে অয়েস্টিজারের 1 TB আরেকটি হার্ডডিক্স ব্যবহার করা হয়েছে। মূলত কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডাটা গুলোকে স্টোর করে রাখার জন্য এই হার্ডডিক্স ব্যবহার করা হয়েছে। এই মূহুত্বে এটির মার্কেট প্রাইজ ৩৫০০ টাকা।

Power Supply

কম বাজেটে সেরা পিসি তে Power Supply হিসেবে Valu-top ব্যন্ডের ২০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। সাধারণত এই ধরনের পিসি কনফিগারেশনের ক্ষেত্রে ২০০ ওয়াটই যথেষ্ঠ ।

CPU COOLER

প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য এতে TUSHAMI ব্যান্ডের UX400 কোরাটি ব্যবহার করা হয়েছে। এটি বাজেট বিবেচনায় বেশ ভালো কাজ দিবে।

মোট কথা কম বাজেটের মধ্যে এটি একটি সেরা পিসি সেটাপ বলতে পারেন। এটি দিয়ে আপনি খুব সহজে কোন ধরনের সমস্যা ছাড়াই ফ্রিল্যান্সিং করে যেতে পারবেন।

কম বাজেটে সেরা পিসি (গেমিং পিসি)

আপনি যদি একজন গেম লাভার হয়ে থাকেন তাহলে Free fire, Pubg, GDA5 সহ সকল জনপ্রিয় গেম গুলো খেলার জন্য কম বাজেটে সেরা পিসি বিল্ড করতে পারেন। আমরা এখন দেখব আপনি কিভাবে খুব কম বাজেটের মধ্যে একটি মানসম্মত পিসি বিল্ড করতে পারবেন।

পিসিটি দেখতে খুবই চমৎকার লাগছিল। এর সাইটে ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট প্লাস্টিক কভার যেটা দিয়ে ভিতরের লাইটিং গুলো খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। পিসিটি সাইজে ছোট হওয়ায় যেকোন জায়গায় খুব সহজে মুভ কিংবা সেটাপ করা যায়।

এর Top এ রয়েছে একটি USB 3 পোর্ট, একটি USB 2 পোর্ট ৩.৫ মিলি মিটারের হেডফোন জ্যাক পোর্ট এবং এর পাশে থাকছে মাইক্রোফোনের জন্য একটি জ্যাক। সাথে থাকবে প্রয়োজনীয় সুচই ও পাওয়ার বাটন। এই ক্যাইসের বর্তমান বাজার মূল্য ২৫০০ টাকার মতো যা Value top ব্যান্ডের।

মাদার বোর্ড

কম বাজেটে সেরা পিসি এ কম্পিউটারটিতে মাদার বোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Galax ব্যান্ডের যার মডেল নাম্বার হলো A320M। এই ধরনের মাদার বোর্ডে AMD প্রসেসর ব্যবহার করা যাবে। আপনি চাইলেও Intle এর প্রসেসর ব্যবহার করতে পারবেন না। AMD মাদার বোর্ডে ফাস্ট জেনেরেশন থেকে থার্ড জেনারেশন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এক্ষত্রে আপনি Ryzen ও Athlom এর প্রসেসর ব্যবহার করতে পারেন। এছাড়াও এই মাদার বোর্ডে প্রয়োজনীয় সব IO পোর্ট পেয়ে যাবেন।

এছাড়াও এখানে ডুয়াল চ্যানেল DDR4 রেমপ্লট পেয়ে যাচ্ছেন যেখানে আপনি ১৬X১৬ করে ৩২জিবি RAM ব্যবহার করতে পারবেন। তবে এই প্যাকেজে ৪ জিবি ৪ জিবি করে ৮ জিবি RAM দেওয়া হয়েছে যা ২৪০০ মেগাহার্সের। এছাড়াও এতে রয়েছে 128GB M.2 SSD যা ৫০০ এমবিপিস স্পিডের

প্রসেসর

এই বিল্ডে আমি বলেছিলাম Ryzen ও Athlon এর প্রসেসর ব্যবহার করা যাবে। তাই এখানে

ATHLON ব্যবহারর করা হয়েছে যার মডেল নাম্বার হলো 20GE এবং এটি 64BT।  এতে দুটি CORE ও ৪টি থ্রেড রয়েছে। সাথে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড।

তাই এই মূহুত্বে আলাদা করে গ্রাফিক্সস কার্ড কিনতে হচ্ছে না। কুলিংএর জন্য মাদার বোর্ডের একটি বড় সাইজের প্যান ব্যবহার করা হয়েছে যার মধ্যে ও থাকছে RGB লাইট। সাথে Value top ব্যন্ডের পাওয়ার সাপ্লায়ার রয়েছে এবং SSD ।বাহিরে আলাদা কোন হার্ডডিক্স দেওয়া হয়নি।

হার্ডডিক্স আপনাকে আলাদা করে নিতে হবে। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো কম বাজেটে সেরা পিসি নিতে পারেন। স্কিনে লক্ষ্য করলে দেখতে পাবেন কোন কোন সার্ভিস গুলো আপনি পাচ্ছেন। আপনি পিসিটি সম্পর্কে আরো বিস্তারিত দেখে নিতে পারেন ।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *