কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায়।

শেয়ার করুন

কসোভো থেকে ইতালি যেতে চাচ্ছেন? কিংবা কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় ও কসোভো থেকে ইতালি যাওয়ার খরচ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে সম্পূর্ণ পোস্টটি Continue করুন। কসোভো (Kosovo) ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র এবং এর রাজধানী প্রিস্টিন। এটি ইউরোপের সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র। বিশ্বের ১৯৩ টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১১৫ টি দেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে ইতালি হলো পশ্চিম ইউরোপের একটি প্রাচীন রাষ্ট্র এবং এর রাজধানী রোম। এটি ইউরোপের একটি উন্নতশীল রাষ্ট্র ও ভালো বেতন হওয়ায় বাংলাদেশ ইন্ডিয়াসহ বিভান্ন দেশের নাগরিক কসোভো থেকে ইতালি যাওয়ার কথা ভাবেন। তাই আজকের পোস্টে কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় শেয়ার করা হলো।

কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় জানুন

কসোভো ইউরোপের দেশ হলেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে শ্রমিকদের বেতন কিছুটা কম। যার কারণে কসোভো স্থায়ী হতে চান না কেউ। বাংলাদেশ থেকে কসোভো এসে পরে অন্যান্য দেশে চলে যান অনেকে। তাই এপর্যায়ে কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় খরচ ও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।

কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় খুঁজতে বৈধ ও গেম এই দুই ভাবে ইতালি যেতে পারবেন। তবে অধিকাংশ বাংলাদেশি গেমের মাধ্যমে কসোভো থেকে ইতালি পাড়ি জমান। কসোভো থেকে ইতালি যাওয়ার জন্য স্পন্সর, এগ্রিকালচার ভিসা কপি অথবা কোন প্রতিষ্ঠানের জব লেটার প্রয়োজন হবে। তারপর কসোভো ইতালি এম্বাসিতে আপনার কাগজপত্র জমা করতে হবে। তাহলে আপনি বৈধভাবে কসোভো থেকে ইতালি যেতে পারবেন। কসোভো থেকে ইতালি যেতে ১ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে কোন দালালের সাহায্য নিলে ২-৩ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে।

কিন্তু আপনি যদি গেম করে কসোভো থেকে ইতালি যেতে চান তাহলে ৩-৪ হাজার ইউরো পর্যন্ত লাগতে পারে। কোনো এজেন্সির সাহায্যে কসোভো থেকে ইতালি যেতে ৩-৪ দিন সময় লাগবে। কারো কারো ক্ষেত্রে আরোও বেশি সময় ও অর্থ প্রয়োজন হতে পারে। তবে বেশির ভাগ সময় দেখা যায় ৯৫% মানুষ গেম করে কসোভো থেকে ইতালি গিয়ে থাকেন।

কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ পথ ও যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি গেম করে যাওয়ার জন্য আপনাকে যেই যেই বর্ডার গুলো পাড়ি দিতে হবে এবং কোন বর্ডারে ধরা খেলে কি হতে পারে। দেশে ফিরিয়ে দিবে নাকি রেখে দিবে। চলুন জেনে নেওয়া যাক।

কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় জানার পূর্বে প্রথমে আমাদের কসভো আশেপাশে কয়টি বর্ডার আছে সেগুলো জানতে হবে। কসোভো পূর্ব দিকে রয়েছে Montenegro বর্ডার, উত্তরে Serbia বর্ডার, পূর্ব দক্ষিণ কোনে Albania, দক্ষণে North Macedonia। সর্বমোট চারটি দেশের সঙ্গে কসোভো বর্ডার রয়েছে। তবে এদের মধ্যে Albania সঙ্গে কসোভো ভালো সম্পর্ক রয়েছে।

আপনি চাইলে কসোভোর সাথে থাকা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে পারবেন না। যার কারণে আপনাকে কয়েকটি দেশের বর্ডার পার হয়ে কসোভো থেকে ইতালি যেতে হবে। কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় এ প্রথমে Kosovo Serbia বর্ডার পার হতে হবে। তবে মনে রাখবেন আপনি যদি কসোভো সার্বিয়া বর্ডারে ধরা পড়েন তাহলে আপনাকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তাই খুব সাবধানে বর্ডার পার হতে হবে।

কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ পথ

আপনি যদি সফলভাবে কসোভো সার্বিয়া বর্ডার পার হতে পারেন,তাহলে আপনি ৩০% সফল হয়েছেন। Serbia আসার পর আপনাকে Kikinda  camp এ কিছু দিন অবস্থান করতে হবে এবং সেখান থেকে ইতালি গেম দিতে হবে। এখন সার্বিয়া আসার পর আপনি আরও ৩টি বর্ডার পাবেন। যেমন: Romania, Hungary ও Bosnia এখন এই ৩টি বর্ডারের যেকোন একটি ব্যবহার করে গেম দেওয়া লাগবে। এখন আপনার জন্য সবচেয়ে সহজ হবে Serbia থেকে সরাসরি Hungary যেতে হবে। যার জন্য আপনাকে ৩৫০০ থেকে ৪০০০ ইউরো খরচ করতে হবে।

Hungary আসার পর সেখান থেকে আপনার দলাল আপনাকে Slovenia দিয়ে আপনাকে ইতালি পৌঁছে দিবে। তবে Hungary থেকে কখনও Austria ঢুকবেন না। এতে করে ধরা পড়ার প্রচুর সম্ভাবণা থাকে। আর একবার ধরা পড়লে আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দিবে। তবে এইভাবে আসলে আপনাকে ৪-৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করা লাগবে। বৈধ উপায়ে যাওয়া সবচেয়ে নিরাপদ।

কসোভো কোন কাজের চাহিদা বেশি ও বেতন বেশি

কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় জনালাম। এবার অনেকে জানতে চান কসোভো কোন কাজের চাহিদা বেশি বা বেতন বেশি। atozserwisplus.pl এর তথ্য অনুযায়ী কসোভোতে বর্তমানে সবচেয়ে বেশি High demand জব গুলোর একটি (Project managers) প্রজেক্ট মেনেজার। যেমন: বিভিন্ন প্রতিষ্ঠান (ব্যবসা, আইটি ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন, সোশ্যাল ওয়ার্ক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, NGO) ইত্যাদি।

এছাড়াও কসোভোতে যেসব কাজের চাহিদা বেশি রয়েছে সেগুলো হলো।

  • কনস্ট্রাকশন
  • কারখানা
  • রেস্টুরেন্ট ইত্যাদি।

আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি কসোভো বেতন কত, কোন কাজের চাহিদা বেশি এবং কসোভো থেকে ইতালি যাওয়ার সহজ উপায় ও খরচ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে বৈধভাবে এবং সবকিছু জেনেবুঝে সামনে অগ্রসর হওয়া ভালো। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

কসোভো সর্বনিম্ন বেতন কত

পোল্যান্ড কাজের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *