কাতার ভিসা চেক করার নুতন নিয়ম ২০২৫
কাতার ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কাতার যেতে চাচ্ছেন। অথবা পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু কাতার ভিসাটি হয়েছে কি না তা বুঝতে পারছেন না। তাদের জন্য আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে কাতার ভিসা চেক করবেন।
কাতার ভিসা চেক করার নিয়ম
কাতার ভিসা চেক করার জন্য ক্রম ব্রাউজারের এড্রেস বারে https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices এই ঠিকানা লিখে ইন্টার বাটনে চাপুন অথবা এখানে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশের পর Visa inquiry and printing অপশন থেকে খুব সহজে Visa number অথবা Passport number দিয়ে ভিসা চেক করতে পারবেন।
ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস
কাতার ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে moi.gov.qatar লিখে সার্চ করুন। আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।
ওয়েবসাইটে প্রবেশের পর প্রথমে উপরের English লেখাতে ক্লিক করে সাইটের ভাষা আরবি থেকে ইংরেজি করে নিন। আপনি সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যেমন:
- Visa Approval Tracking
- Visa inquiry and printing
- Visit Visa Extension
- Track Applications Status
এখন কাতার ভিসা চেক করার জন্য Visa inquiry and printing লেখার উপর ক্লিক করুন। আবারও নতুন একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার পাসপোর্ট নম্বরটি ব্যবহার করে আপনার ভিসা চেক করতে পারবেন এবং দেখতে পারবেন আপনার visa হয়েছে কিনা। আরো জানতে পারবেন ভিসা হয়ে থাকলে কত দিনের জন্য হয়েছে ইত্যাদি।
এখন Visa inquiry and printing ক্লিক করলে একটি ফর্ম দেখতে পাবেন। সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Visa number
- Passport number
এখন Passport number অপশনে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিন। Nationality অপশনে আপনার দেশটি সিলেক্ট করুন এবং নিচে ক্যাপচাটি পূরণ করে ‘Submit’ অপশন ক্লিক করুন। এখানে আপনার কাতার ভিসা সংক্রান্ত সকল তথ্য দেখতে পাবেন। সেখানে আপনি আপনার ভিসার যে যে তথ্য দেখতে পারবেন তা নিন্মরুপ:
- Name
- Nationality
- Passport number
- Description of visa owner
- Gender
- Visa Type
- Travel Index
- Stay Duration
- Date of issue
- Visa validity
- Visa status
এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে খুব সহজেই আপনার ভিসা চেক করতে পারবেন।
এ ছাড়াও আপনি Google play store ওপেন করে সেখানে সার্চবারে Qatar visa check লিখে অ্যাপটি ইন্সটল করে নিন। এবার পূর্বের দেয়া নিয়ম অনুসরণ করে খুব সহজেই কাতার ভিসা চেক করতে পারবেন।
কাতার ভিসা চেক করার সংক্ষিপ্ত পদ্ধতিঃ
- portal.moi.gov.qa ওয়েবসাইটে প্রবেশ করুন।
- inquiries এ ক্লিক করুন।
- এবার Visa Service এ ক্লিক করুন।
- তারপর Visa Inquiry and Printing এ ক্লিক করুন।
- এবার আপনার Visa Number অথবা Passport Number লিখুন এবং ক্যাপচা পূরণ করুন।
- আপনার দেশ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।
- আপনার ভিসার সকল তথ্য দেখতে পাবেন।
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজে কাতার ভিসা চেক করতে পারবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন অনলাইন সেবা ২৪ ওয়েবসাইটে। ধন্যবাদ!
আরো জানুনঃ
কাতার মজলিস ভিসা দাম ও বেতন কত জেনে নিন।
কাতার আইডি চেক করুন সহজ নিয়মে।