কানাডায় কোন কাজের চাহিদা বেশি। কানাডায় সর্বনিম্ন বেতন কত?
কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কানাডায় সর্বনিম্ন বেতন কত? জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। ইউরোপের উত্তরাংশে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা। উন্নত জীবন ব্যবস্থা, অধিক অর্থ উপার্জন ও উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশি মানুষদের নিকট কানাডার জনপ্রিয়তা অত্যাধিক। যার কারনে অনেক বাংলাদেশিদের মনে প্রশ্ন কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং সর্বনিম্ন বেতন কত? তাই আজকের পোস্টে কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং সর্বনিম্ন বেতন কত এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
কানাডায় কোন কাজের চাহিদা বেশি
কানাডায় বর্তমানে যেই আটটি কাজের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে সেগুলোর লিস্ট নিচে উল্লেখ করা হলো। আপনি যদি এই আটটি জবের মধ্যের যেকোন একটি কাজে কানাডায় আসতে পারেন। তাহলে আপনি অনায়াসে প্রতিমাসে ৪-৫ লাখ টাকা আয় করতে পারবেন। কানাডায় বর্তমানে যেই কাজ গুলোর চাহিদা সবচেয়ে বেশি রয়েছে সেগুলো হলো:
ইলেকট্রিশিয়ান (এনওসি কোড ৭২৪২, প্রতি বছরের গড় বেতন প্রায় ৮৩.৬৭১$ CAD)
ওয়েল্ডার (এনওসি কোড ৭৩২৭, প্রতি বছরের গড় বেতন প্রায় ৭৩.৫০৪$ CAD)
কনস্ট্রাকশন (এনওসি কোড ৭৬১১, প্রতি বছরের গড় বেতন প্রায় ৪৭.৬৭৮$ CAD)
মেকানিক (এনওসি কোড ৭৩১২, প্রতি বছরের গড় বেতন প্রায় ৮২.৮৬৪$ CAD)
ড্রাইভার (এনওসি কোড ৭৫১১,৭৫২১,৭৪৫, প্রতি বছরের গড় বেতন প্রায় ৪৪.৮৩৬$ CAD)
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এনওসি কোড ২১৩৩, প্রতি বছরের গড় বেতন প্রায় ৯১.৮৩২$ CAD)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এনওসি কোড ২১৭৩, প্রতি বছরের গড় বেতন প্রায় ১০০.৫৬২$ CAD)
ফার্মাসিস্ট (এনওসি কোড ৩১৩১, প্রতি বছরের গড় বেতন প্রায় ৮৯.৩১৪$ CAD)
উপরোক্ত পেশা গুলোর মধ্যে আবার অনেক গুলো সাব ক্যাটাগরি রয়েছে। সুতারাং কানাডায় এসব ভিসায় আসার পূর্বে আপনার জন্য প্রযোজ্য ক্যাটাগরি ও সাব ক্যাটাগরিটি বেছে নিন। এতে করে কম সময়ের মধ্যে অধিক পরিমান অর্থ উপার্জন করতে পারবেন।
কানাডায় সর্বনিম্ন বেতন কত?
অনেকে জানতে চান কানাডায় সর্বনিম্ন বেতন কত বা কানাডায় একজন শ্রমিকের সর্বনিম্ন নেতন কত। কানাডায় সাধারণত দুই ধরনের কর্মীর সন্ধ্যান পাওয়া যায় ১/ পার্ট টাইম ও ২/ ফুল টাইম। কানাডায় একজন কর্মীর প্রতি ঘন্টার সর্বনিম্ন বেতন ১৬.৫৫$ CAD যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫০.৭৫ টাকা। তবে কানাডার বিভিন্ন প্রদেশ ভেদে কম বেশিও হতে পারে। যেমন: Ontario বেতন ১৬.৫৫$, Prince Edward Island ১৫$, Quebec ১৫.২৫$ ও Saskatchewan ১৪$।
কানাডায় একজন শ্রমিক সপ্তাহে ৫ দিন দৈনিক ৮ ঘন্টা করে কাজ করতে পারবে। সেই হবে আপনি যদি কানাডায় প্রতিঘন্টায় ১৬.৫৫$ করে আয় করেন। তাহলে ৮ ঘন্টায় ইনকম হবে ১৬.৫৫*৮=২৪৮ ২৫$ এবং প্রতিমাসে একজন ফুলটাইম কর্মী (২০ দিনে) আয় প্রায় ২৪৮.২৫*২০=৪,৯৬৫ ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় ৪,০৫,৩৮৯.৩০ টাকা।
এখন আসুন জেনে নেই যারা স্টুডেন্ট বা কানাডায় পার্ট টাইম কর্মী রয়েছেন তাদের সর্বনিম্ন বেতন কত। কানাডায় একজন পার্ট টাইম কর্মী ফুল টাইম কর্মীর অর্ধেক সময় কাজ করতে পারবেন। অর্থাৎ কানাডায় একজন পার্ট টাইম কর্মী সপ্তাহে ২০ ঘন্টা এবং মাসে ৮০ ঘন্টা কাজ করতে পারবেন। এর বিনিময় তাকে মাসিক সর্বনিম্ন ২,৪৮২$ বেতন দেওয়া হবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২,০২,৫৭১.২৩ টাকা।
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং সর্বনিম্ন বেতন কত সেই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ!
আরো পড়ুনঃ
কানাডার ১ টাকা বাংলাদেশের কত টাকা। কানাডা ডলার রেট।
কানাডা ভিজিট ভিসা প্রসেসিং টাইম।
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় জেনে নিন।