কানাডা শ্রমিক ভিসা। Canada Worker Visa

শেয়ার করুন

কানাডা শ্রমিক ভিসা, কানাডা শ্রমিক ভিসা আবেদন, খরচ ও যোগ্যতা সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। কানাডায় প্রধানত ৪ ধরনের ভিসা বিদ্যমান আছে যেমন: কানাডা শ্রমিক ভিসা/ওয়ার্কার ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা। এই পোস্টে কানাডা শ্রমিক ভিসা সম্পর্কে আলোচনা করব।

কানাডা শ্রমিক ভিসা

আপনি যদি শ্রমিক ভিসায় কানাডা যেতে চান তাহলে আপনাকে যেসব বিষয়ে জানতে হবে তাহলো অর্থের বিনিময় কিংবা মামা, কাকা, খালু স্পন্সর করলে কানাডা যাওয়া যাবে বা কানাডা ভিসা পাবো এমনটা মনে করা যাবে না। এটি সম্পূর্ণ ভুল কথা। কানাডায় আপনি যেই ভিসাতেই যান না কেনো নিজে যোগ্যতায় আপনাকে কানাডায় যেতে হবে। তবে হ্যাঁ, স্পন্সর হিসেবে একজন সন্তান তার পিতা-মাতাকে স্পন্সর করতে পারবে।

কানাডায় লেবার ভিসা পেতে হলে সবার প্রথমে যেই জিনিসটি প্রয়োজন হবে তাহলো কাজের অভিজ্ঞতা। আপনি যেই কাজে কানাডায় যেতে চাচ্ছেন সেই কাজে আপনার অভিজ্ঞতা কতটুকু সেটা প্রমাণ করতে হবে। তবে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট থাকলে সবচেয়ে ভালো হয়।

কানাডা শ্রমিক ভিসা কি কি কাজ পাওয়া যায়

কানাডায় ওয়ার্কার ভিসায় অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে। তবে এর মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলো চাহিদা অনেক এবং ইনকামও ভালো। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলো যেমন:

  • হোটেল বা রেস্টুরেন্ট
  • কৃষি
  • ইলেকট্রিশিয়ান
  • ড্রাইভিং
  • কুক
  • খামার বাড়ি
  • স্বাস্থ্য সেবা
  • ক্লিনিং
  • ওয়েল্ডিং ইত্যাদি।

কানাডা শ্রমিক ভিসা কি কি ডকুমেন্ট প্রয়োজন

কানাডায় ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হবে। যেগুলো হলে খুব সহজে আপনি কানাডা ওয়ার্ক পারমিট ভিসা/ শ্রমিক ভিসায় আবেদন করতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে তাহলো:

  • বৈধ পাসপোর্ট।
  • ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি।
  • এইচএসসি বা সমমানের সার্টিফিকেট ।
  • ব্যাংক স্টেটমেন্ট।
  • চাকরির অভিজ্ঞতা সনদপত্র ও প্রমাণপত্র ।
  • মেডিকেল সার্টিফিকেট ।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • আবেদনকারীর ছবি ।
  • বিবাহিতদের ক্ষেত্রে কাবিন নামা বা বিবাহ সনদপত্র।
  • Covid 19  সনদপত্র।

উল্লেখিত ডকুমেন্ট গুলো ছাড়াও আরো আনুষাঙ্গিক কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। যেগুলো আপনি আবেদন ফর্মে দেখতে পাবেন। সবগুলো ডকুমেন্ট সংগ্রহ করে কানাডা শ্রমিক ভিসা আবেদন করতে পারবেন।

কানাডায় লেবার ভিসা

কানাডা শ্রমিক ভিসা কি কি যোগ্যতা প্রয়োজন

কানাডা শ্রমিক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে আপনাকে যেকোন কাজের  যথেষ্ট দক্ষতা থাকতে হবে। কানাডা সরকার অদক্ষ ব্যক্তিদের কানাডা জব Allow করে না। তাই আপনার যদি কোন কাজের যোগ্যতা না থাকে তাহলে আপনি কানাডা শ্রমিক ভিসায় আবেদন করতে পারবেন না। তাই কানাডা Worker Visa আবেদন করতে আপনাকে যেকোন কাজের প্রশিক্ষণ নিতে হবে। এছাড়াও কানাডা শ্রমিক ভিসায় আবেদন করতে আরোও কিছু বিষয় প্রয়োজন হবে। যেমন:

  • পেশাগত দক্ষতা।
  • কানাডা অফার লেটার।
  • আবেদনকারী প্রার্থীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা হতে হবে। ইত্যাদি।

কানাডা শ্রমিকেরর সর্বনিম্ম বেতন কত?

ইতিপূর্বে আমরা কানাডার ভিবিন্ন পেশার শ্রমিকদের বেতন কাঠামো সম্পর্কে পোস্ট করেছি। আপনি চাইলে সেটা পড়ে নিতে পারেন। কানাডা সরকার এর অনুমোদিত বাজেট অনুযায়ী কানাডায় একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন ১৬.৬৫$ কানাডিয়ান ডলার। এটি একজন শ্রমিকের প্রতিঘন্টার সর্বনিম্ন মজুরি হিসেবে দেওয়া হয়। সেই হিসেবে কোন শ্রমিক যদি দিনে ৮ ঘন্টা ডিউটি করে তাহলে তার দৈনিক সর্বনিম্ন বেতন পড়বে ১৩৩.২$ কানাডিয়ান ডলার। সেই হিসেবে একজন শ্রমিক যদি সপ্তাহে ৪০ ঘন্টা মাসে ২০ দিন ডিউটি করে তাহলে তার মাসিক সর্বনিম্ন বেতন হবে ২৬৬৪$ কানাডিয়ান ডলার।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা কানাডা লেবার ভিসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটেস ধন্যবাদ।

আরো জানুনঃ

কানাডা যাওয়ার যোগ্যতা ।

অস্ট্রেলিয়া বেতন কত জানুন

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *