কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক করুন ১ মিনিটে।
কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনারা যারা ইতিমধ্যেই কুয়েত এয়ারলাইন্স টিকেট সংগ্রহ করেছেন অথবা যারা টিকেট নেওয়ার চিন্তাভাবনা করছেন। তারা টিকেট হাতে পাওয়ার পর কিভাবে Kuwait airlines ticket check করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক
আপনি যদি হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক করতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল: আপনার ফোনের ইন্টারনেট সচল করুন। তারপর যেকোনো ব্রাউজারের সার্চ বারে ‘Kuwait airways’ লিখে সার্চ করুন।
আপনার সামনে www.kuwaitairways.com/en ওয়েবসাইটটি চলে আসবে। এখন সেটিতে প্রবেশ করুন। আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন উপরের মেনুতে লক্ষ্য করলে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন যেমন:
- Book a flight
- Book with miles
- Check in/ manage
- Flight schedule
- Book a hotel
- Rent a car
এখন আপনার এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য ‘Check in/ manage’ অপশনে ক্লিক করুন। আপনি আরোও দুটি অপশন দেখতে পাবেন।
- Manage booking
- Online check in
Manage booking অপশন থেকে আপনি যেকোনো সময় কুয়েত এয়ারলাইন্স Ticket চেক করতে পারবেন। আর online check in হল ফ্লাইট ছাড়ার 48 ঘন্টা পূর্বে আপনি আপনার টিকেট চেক করতে পারবেন।
Manage booking থেকে কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক
Manage booking দিয়ে কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য প্রথমে manage booking সিলেক্ট করুন। তারপর identification type অপশনে দুটি অপশন দেখতে পাবেন।
- Booking reference ও
- E-ticket number
এখন আপনি যেটি দিয়ে Quiet এয়ারলাইন্স টিকেট চেক করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তারপর আপনার লাস্ট নামটি দিয়ে ‘Retrieve Booking’ বাটনে ক্লিক করুন। এখন আপনি আপনার reservation number, passenger name, issued date, flight time সহ ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
এছাড়াও আপনি চাইলে E-TICKET number দিয়েও কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন। নিম্নে ই টিকেট নাম্বার দিয়ে Kuwait airlines ticket check করার নিয়ম তুলে ধরা হলো।
Online check in কুয়েত এয়ারলাইন্স টিকেট চেক
এখন আপনি যদি Online check in থেকে কুয়েত এয়ারলাইন্স টিকেট check করতে চান, তাহলে উপরের মেনু অপশন থেকে Check in/manage অপশনে ক্লিক করার পর Online check in সিলেক্ট করুন।
তারপর পূর্বের ন্যায় identification type সিলেক্ট করে আপনার ই টিকেট নম্বর/রেফারেন্স নম্বর ও নামের শেষ অংশ দিয়ে ‘Retrieve Booking’ বাটনে ক্লিক করুন। পূর্বের ন্যায় আপনি টিকেট এর সকল তথ্য দেখতে পাবেন।
মনে রাখবেন, এটি শুধুমাত্র ফ্লাইটের ৪৮ ঘন্টা পূর্বে কাজ করবে। অন্য সময় আপনি এটি দিয়ে চেক করতে পারবেন না। তবে অন্য যেকোনো সময় এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য Manage booking ব্যবহার করতে পারেন।
আশাকরি, বোঝাতে পেরেছি। কিভাবে কুয়েত এয়ারলাইন্স Ticket চেক করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
কুয়েত ভিসা চেক করার সহজ নিয়ম।