খুব সহজে ফেসবুক গ্রুপ মেম্বার বাড়ানোর উপায়।
ফেসবুক গ্রুপ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলোর অন্যতম হলো ফেসবুক। অনলাইন আর্নিং কিংবা বিজনেস গ্রো করতে ফেসবুকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। ফেসবুক থেকে ইনকাম কিংবা কাস্টমার পেতে যেই মাধ্যম গুলো সবচেয়ে বেশি কার্যকরী তাহলো ফেসবুক গ্রুপ। আজ আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক গ্রুপে হাজার হাজার মেম্বার বাড়াতে পারবেন।
ফেসবুক গ্রুপ কি?
ফেসবুক গ্রুপ হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একটি বিশেষ শ্রেণির লোক একত্রিত হয়। যেখানে একজন গ্রুপ মেম্বার পোস্ট, কমেন্ট এর মাধ্যমে নিজের সমস্যার সমাধান ও মতামত প্রকাশ করতে পারে।
গ্রুপ মেম্বার বাড়াতে Tag ব্যবহার করুন
অর্গানিক ভাবে ফেসবুকের সকল প্রাইভেসি পলিসি মেনে গ্রুপ মেম্বার বাড়াতে চাইলে ফেসবুক ট্যাগ (Tag) ব্যবহার করতে পারেন। সাধারণত একজন ফেসবুক ব্যবহারকারী তার ব্যক্তিগত প্রয়োজনে ফেসবুকের সার্চবারে কিছু টার্গেটেড কিওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরণের গ্রুপ অনুসন্ধান করে থাকে। যেমন: Online Income, Buy and sell, Blogger help bd ইত্যাদি।
আরোও জানুনঃ খুব কম দামে ইন্টারনেট অফার সকল অপারেটরে।
একজন ইউজার যখন এই সকল শর্ট টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সার্চবারে সার্চ করেন তখন তার সামনে ট্যাগের ওপর ভিত্তি করে ফেসবুক সার্চ ইঞ্জিন বেস্ট গ্রুপ গুলো সাজেস্ট করে। তাই আপনিও যদি আপনার ফেসবুক গ্রুপকে গুগলের সার্চ ভলিউমে নিয়ে আসতে চান তাহলে ফেসবুক ট্যাগ ব্যবহার করতে পারেন।
যেভাবে ফেসবুক গ্রুপে ট্যাগ ব্যবহার করবেন
ফেসবুকে ট্যাগ ব্যবহার করার জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করুন। তারপর (3 ডট) মেনুবারে ক্লিক করে Group অপশন থেকে আপনার গ্রুপে চলে আসুন। তারপর Top থেকে Manage অপশনে ক্লিক করুন।

এখন Manage থেকে একটু নিচে গেলে Setting অপশন দেখতে পাবেন। তারপর Setting থেকে Group setting এ ক্লিক করুন। তাহলে আপনি Basic group info দেখতে পাবেন। সেখান থেকে নিচে গেলে Tag অপশন খুঁজে পাবেন।

এখন Tag এ ক্লিক করে আপনার গ্রুপ রিলেটেড Tag টি সার্চ করে কানেক্ট করে নিন। সর্বোচ্চ ২টি ট্যাগ এড করতে পারবেন। যাতে করে মানুষ আপনার গ্রুপকে খুঁজে পায়।
ফেসবুক গ্রুপ মেম্বার বাড়াতে ডেসক্রিপশন ব্যবহার করুনঃ
ফেসবুক ট্যাগের মতো ফেসবুক ডেসক্রিপশন ও অনেকটা কার্যকরী। গ্রুপের নিশ অনুযায়ী সঠিকভাবে ডেসক্রিপশন লিখতে পারলে এটিও গ্রুপে মেম্বারের পরিমান বাড়াতে যথেষ্ট হেল্প করবে। ডেসক্রিপশন হলো Bio বা পরিচিতি। যার সাহায্য গ্রুপের উদ্দেশ্য, সার্ভিস ও পরামর্শ তুলে ধরা হয়।
গ্রুপে Description ব্যবহারের নিয়ম
ফেসবুক গ্রুপে ডেসক্রিপশন এড করার জন্য পূর্বের নিয়মে ফেসবুক Basic group info setting এ চলে আসুন। সেখানে আপনি Name and description লেখার অপশটি পেয়ে যাবেন।

আপনি সর্বোচ্চ ৩০০০ শব্দ পর্যন্ত গ্রুপ ডেসক্রিপশন লিখতে পারবেন। তবে ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে অব্যশই আপনার গ্রুপের নিশ বা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন।
প্রুপে মেম্বার পেতে Group recommendation
আমরা যখন ফেসবুকে ব্রাউজ করি কিংবা বিভিন্ন গ্রুপে ভিজিট করি তখন আমরা দেখি ফেসবুক আমাদের ইন্টারেস্টিং ওপর ভিত্তি করে রিলেটেড গ্রুপ গুলো Recommendation করে। যার ফলে আমরা প্রয়োজন অনুযায়ী ঐসব গ্রুপে জয়েন হয়ে যাই।
আরোও পড়ুনঃ Unwanted Emails আসা বন্ধ করুন খুব সহজে।
তাই আপনি ও যদিও আপনার কাঙ্খিত গ্রুপটিকে ফেসবুক রিকমেন্ডেশন বা ফেসবুক সাজেস্ট লিস্টে নিয়ে আসতে চান তাহলে ছোট্ট একটি সেটিং করতে হবে।
যেভাবে ফেসবুক Recommendation চলু করবেন
প্রথমে আপনার গ্রুপে চলে আসুন। তারপর Top পজিশন থেকে Manage অপশনে ক্লিক করুন। এরপর একটু নিচে গেলে Group setting দেখতে পাবেন।

এখন গ্রুপ সেটিং থেকে নিচে গেলে Linked groups and pages সেকশন দেখতে পাবেন। সেখান থেকে Recommended group অপশনে ক্লিক করুন।
তারপর ওপরের ডান পাশ থেকে প্লাস (+) আইকনে ক্লিক করে

Recommended existing group অপশনে ক্লিক করলে আপনার সামনে কতগুলো গ্রুপ শো করবে। অর্থাৎ আপনি যেসকল গ্রুপের সাথে ইতিমধ্যে জয়েন আছেন। এখন লিস্ট থেকে বেছে কয়েকটি গ্রুপকে recommended করে দিন।
যদি কোন গ্রুপ লিস্ট না আসে। তাহলে আপনার গ্রুপের সাথে সামঞ্জস্য রেখে কতগুলো একটিভ গ্রুপে সেটিংটি করার আগে জয়েন করে নিন। তারপন সেটিং এ আসলে গ্রুপ লিস্ট দেখতে পাবেন।
Create a Facebook pageঃ
আপনার ফেসবুক গ্রুপটিকে জনপ্রিয় করার জন্য বা দ্রুত মেম্বার বৃদ্ধি করতে আপনার গ্রুপ রিলেটেড একটি পেইজ তৈরি করতে পারেন। এবং সেই পেইজে আপনার গ্রুপের গুরুত্বপূর্ণ পোস্ট গুলো লিংক করতে পারেন। এতে করে আপনার দুটি লাভ হবে। ১ / আপনার গ্রুপের মেম্বার গুলো পেইজ ও জয়েন করবে। এতে করে ভবিষ্যতে এই পেইজকে কাজে লাগাতে পারবেন।
২/ আবার আপনার পেইজে সরাসরি জয়েন করা ইউজাররা আপনার গ্রুপে জয়েন হওয়ার সম্ভাবণা থেকে যাবে। এতে করে দুটা সাইটে আপনি বেশ ভালো ট্রাফিক বা মেম্বার জয়েন করাতে পারবেন।
উপরিক্ত কয়েকটি বিষয় মাথায় রেখে কাজ করতে পারলে খুব দ্রুত অর্গানিক ভাবে আপনার গ্রুপ মেম্বার বৃদ্ধিতে পাবে। এবং আপনি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
এরকম আরোও গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস জানেত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। পোস্টে থাকা নটিফিকেশন আইকনে ক্লিক করে Onlinesheba24 ওয়েবসাইটে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা নতুন পোস্ট করলে আপনার কাছে নটিফিকেশন পৌঁছে যাবে।