গাড়ির স্মার্ট কার্ড চেক করুন মোবাইল SMS দিয়ে।

শেয়ার করুন

গাড়ির স্মার্ট কার্ড চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। আপনারা যারা নতুন বাইক ক্রয় করেছেন অথবা পুরাতন বাইক রয়েছে এবং বাইকের ডিজিটাল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন। কিন্তু এটা জানেন না যে, বাইকের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা। তারা চাইলে এই পোস্টটি পড়ে গাড়ির স্মার্ট কার্ড চেক করতে পারবেন।

গাড়ির স্মার্ট কার্ড চেক করুন SMS এর মাধ্যমে

এখন থেকে যেকেউ চাইলে এসএমএস এর সাহায্যে গাড়ির স্মার্ট কার্ড চেক করতে পারবেন। SMS এর মাধ্যমে গাড়ির স্মার্ট কার্ড চেক করতে ফোনের SMS অপশন থেকে NP<Space>DRC লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। কাজটি আপনি অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন থেকেও করতে পােবেন।

বিস্তারিত: SMS দিয়ে গাড়ির স্মার্ট কার্ড চেক করার জন্য প্রথম ফোনের Message অ্যাপটি Open করুন। তারপর নিচে থেকে Start Chat অপশনে ক্লিক করুন। তাহলে আপনার চ্যাটবোর্ডটি চালু হয়ে যাবে। এখন Type name, Phone number or emails অপশনে ২৬৯৬৯ টাইপ করে ফোনের কিবোর্ড থেকে Enter বা Ok অপশনে ক্লিক করুন। এখন Text অপশনে NP<স্পেস>DRC লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে। তাহলে ফেরত SMS এ আপনি আপনার গাড়ির স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে পাবেন।

গাড়ির স্মার্ট কার্ড চেক

তবে মনে রাখবেন। যে নাম্বারটি ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন সেই একই নাম্বার ব্যবহারে করে এসএমএস পাঠাবেন। অন্যথায় আপনি আপনার গাড়ির স্মার্ট কার্ড চেক বরতে পারবেন না। আশা করি বুঝাতে পেরেছেন কিভাবে গাড়ির স্মার্ট কার্ড চেক করতে হবে।

মোটর সাইকেল ট্যাক্স টোকেন রিনিউ ফি ও পদ্ধতি

আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের মোটরসাইকেলের ২ বছর বা ১০ বছর মেয়াদি ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ। এখন আবার নতুন করে ট্যাক্স টোকেন নবায়ন করার প্রয়োজন পড়েছে। তারা চাইলে এই পোস্টটি পড়ে মাত্র ২,৩০০ টাকায় ১০ মিনিটে ট্যাক্স টোকেন নবায়ন করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাংকে গিয়ে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হবে না। কোন প্রকার কাগজপত্র জমা দিতে হবে না। ঘরে বসে Bkash/VISA/Mastercard দিয়ে পেমেন্ট করে ১০ মিনিটে ট্যাক্স টোকেন নবায়ন/Renewal করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য প্রথমে ‘বিআরটিএ সেবা বাতায়ন’ অর্থাৎ bsp portal এ আপনাকে একটি একাউন্ট করতে হবে। একাউন্ট করার জন্য যেকোন ব্রাউজারের এড্রেসবারে ‘বিআরটিএ সেবা বাতায়ন বা bsp portal’ লিখে সার্চ করুন। অথবা সরাসরি bsp.brta.gov.bd লিখে বিআরটিএ সেবা বাতায়ন ওয়েবসাইটে চলে আসুন।

মোটর সাইকেল ট্যাক্স টোকেন রিনিউ ফি

এখন বাম পাশের মেনুবার অপশন বা 3 ডট অপশন থেকে ‘বিভিন্ন সেবার ফি’ অপশনে ক্লিক করুন। তাহলে আরোও কতগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম আসবে। এখন মোটরযানের সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। যেমন: মোটরযানের শেষের ৪ টি সংখ্যা, উৎপাদনের বছর, চ্যাসিস নম্বর, মোটরযানের ইঞ্জিন নম্বর ইত্যাদি দিয়ে ‘অনুসন্ধান’ অপশনে ক্লিক করলে মালিকের নাম, সম্পূর্ণ রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর ইত্যাদি দেখতে পাবেন।

এখন নিচে থেকে ‘এগিয়ে’ যান অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার ট্যাক্স টোকেন মেয়াদ সহ অন্যান্য তথ্য গুলো দেখতে পাবেন। এখন নিচে থেকে ‘পৃথক পৃথক ফি প্রদান’ নির্বাচন করুন অপশনে ক্লিক করুন। তাহলে অনেক গুলো ট্যাক্স নাম ও ডিটেলস দেখতে পাবেন। যেহেতু আপনি ট্যাক্স টোকেন নবায়ন করবেন। তাই আপনি অপশন গুলো থেকে ‘Road tax second installment’ অপশনে ক্লিক করুন। তাহলে নিচে আপনার ট্যাক্স টোকেন নবায়ন টাকার পরিমান দেখতে পাবেন। ট্যাক্স টোকেন ফি ২,০০০ টাকা এবং ব্যাট ৩০০ টাকা মোট ২,৩০০ টাকা।

মোটর সাইকেল ট্যাক্স টোকেন রিনিউ ফি

এখন ট্যাক্স টোকেন পরিশোধের জন্য এগিয়ে যান অপশনে ক্লিক করুর। তাহলে আপনি ফি জমা দিন একটা অপশন দেখতে পাবেন। সেখান ফি জমা দিন অপশনে ক্লিক করুন। এখন আপনি আপনার মোবাইল নম্বর ও ফেমেন্ট অপশন গুলো দেখতে পাবেন যেমন: ভিসা কার্ড, মাষ্টারকার্ড অথবা বিকাশ। এখন ফি পরিশোধের জন্য আপনার জন্য উপযুক্ত অপশনটি বেছে নিন। ধরে নিলাম আপনি বিকাশে পেমেন্ট করবেন। তাই বিকাশ সিলেক্ট করুন এবং নিচে থেকে নিশ্চিত অপশনে ক্লিক করুন।

তাহলে আপনার সামনে ট্যাক্স টোকেন ডেলিভারি ফর্ম চলে আসবে। আপনি যদি অনলাইনে ট্যাক্স টোকেন নবায়ন করেন। তাহলে ট্যাক্স টোকেন রশিদ আপনার বাসায় হোম ডেলিভারি করা হবে। তাই ফর্মে আপনার বাসার তথ্য সঠিকভাবে সাবমিট করুন। এখন আবারও ‘নিশ্চিত’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে বিকাশ পেমেন্ট গেটওয়ে নিয়ে আসবে।

এখন আপনার যে বিকাশে নাম্বারে টাকা আছে সেই নম্বর দিয়ে সামনের দিকে এগিয়ে যান এবং আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট কনফর্ম করুন। পেমেন্ট করার সাথে সাথে আপনি একটি কনফর্মেশন মেসেজ পাবেন। এখন মেসেজে থাকা  Here অপশনে ক্লিক ক্লিক করুন।

মোটর সাইকেল ট্যাক্স টোকেন রিনিউ ফি

তাহলে আপনি সবার উপরে road tax installment অপশন পাবেন। সেখান থেকে ‘প্রিন্ট রিসিট’ অপশনে ক্লিক করুন। এখন আপনি রিসিটটি ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করুন। যত দিন পর্যন্ত না আপনি ট্যাক্স টোকেন হাতে পাচ্ছেন তত দিন এটি ব্যবহার করতে পারবেন প্রমাণস্বরূপ।

সাধারণত ট্যাক্স টোকেন নবায়ন আবেদনের ৫ থেকে ৭ কর্ম দিবসের মধ্যে ডাকযোগে আপনার বাসায় আপনি ট্যাক্স টোকেন স্লিপটি পেয়ে যাবেন। এখন আবারও মেনুবার থেকে পূর্বের ন্যায় দেখে নিন আপনার ট্যাক্স টোকেনটি রিনিউ হয়েছে কিনা। সেটা চেক করার জন্য আবারও মেনুবার থেকে ‘বিভিন্ন সেবা ফি’ অপশনে ক্লিক করুন। তারপর ‘নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি’ অপশনে ক্লিক করুন।

তারপর আপনার মটোরযানের তথ্য দিয়ে অনুসন্ধানে ক্লিক করুন। তাহলে আপনার সব তথ্য দেখতে পাবেন। এখন নিচে থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করলে আপনি আপনার মোটরযানের নতুন নবায়ন ডেট ও সময় দেখতে পাবেন।

আশা করি বুঝাতে পেরেছে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার গাড়ির স্মার্ট কার্ড চেক করবেন এবং ট্যাক্স টোকেন নবায়ন করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

রকেট একাউন্ট চেক করার কোড।

সোনালী ব্যাংক ভিসা কার্ড বিস্তারিত।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *