গ্রিস যেতে কত টাকা লাগে। গ্রিসে বেতন কত?
গ্রিস যেতে কত টাকা লাগে বা গ্রিসে বেতন কত সেটা জানতে চান অনেকে। ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র Greece. এটি বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবীর অনেক রাষ্ট্রের মানুষ গ্রিসে প্রবাসরত আছেন। আবার অনেকে নতুন করে গ্রিসে যাওয়ার কথা ভাবছেন। গ্রিসে যেতে কত টাকা লাগে বা গ্রিসে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কত জানতে চান অনেকেই। তাই আজকের পোস্টে গ্রিস যেতে কত টাকা লাগবে এবং গ্রিসে একজন কর্মীর বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
গ্রিস যেতে কত টাকা লাগে
গ্রিস যেতে কত টাকা লাগে এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। যেমন আপনার যদি কোন আপন ব্যক্তি আপনাকে গ্রিসে যাওয়ার জন্য রেফারেন্স করে, তাহলে আপনি মোটামুটি অল্প খরচের ভিতরে বৈধভাবে গ্রিসে যেতে পারবেন। সাধারণত, একজন ব্যক্তিকে গ্রিস ভিসায় আবেদন,প্লেন ভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে সর্বমোট ৩,০০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত ব্যয় করতে হতে পারে। যেটা বাংলাদেশে টাকায় প্রায় তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
কিন্তু আপনাকে রেফারেন্স করার মত যদি কেউ না থাকে। সেক্ষেত্রে কোন এজেন্সি বা দালালের সাহায্যে গ্রিসে আসলে কিছুটা বেশি অর্থ ব্যয় করা লাগবে। যেমন: আপনি যদি কোন এজেন্সির সাহায্যে গ্রিসে আসেন তাহলে, কমপক্ষে আপনাকে পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। এখানে নির্দিষ্ট করে বলা যায় না। কোন এজেন্সি থেকে যেতে কত টাকা খরচ হবে এটি মূলত এজেন্সি কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকে। তবে এজেন্সি বা দালালের সাহায্যে গ্রীস যেতে সতর্ক থাকুন। অন্যথায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।
গ্রিসে বেতন কত?
গ্রিস যেতে কত টাকা লাগে সেটা তো জানলাম। এবার গ্রিসে বেতন কত অথবা গ্রিসে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন কত বা কোন কাজে পারিশ্রমিক বেশি পাওয়া যায় সেটা জানব। প্রথমে আসি গ্রিসে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন। Greece in Figures এর তথ্য অনুযায়ী গ্রিসের একজন শ্রমিকের সর্বনিম্ন মাসিক বেতন ১২৭৭ ইউরো বা বাৎসরিক ১৫ হাজার ৩৩৫ ইউরো। যেটা বাংলাদেশ টাকায় ১ লক্ষ ৫০ হাজার (মাসিক)/১৮ থেকে ২০ লক্ষ টাকা (বাৎসরিক)। এখন আসি গ্রিসে বেতন কত?
গ্রিসের বেতন কত এটি মূলত আপনার কাজের ধরন, অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে উপরে নির্ভর করে কম বেশি হতে পারে যেমন: যারা কৃষি ( Agriculture) জব করবেন তাদের বেতন মাসিক ১ লক্ষ থেকে ১,৫০,০০০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আবার যারা রেস্টুরেন্ট ভিসায় জবে আসবেন তাদের বেতন রেস্টুরেন্টের উপরে নির্ভর করেও কমবেশি হতে পারে।
আপনি যদি বাংলাদেশ, ইন্ডিয়ান বা নেপাল মালিকানাধীন কোনও রেস্টুরেন্টে কাজ করেন, তাহলে বেতন অনেকটা কম পাবেন। কিন্তু আপনি যদি গ্রিসের স্থানীয় কোন মালিকানাধীন রেস্টুরেন্টে কাজ করেন, তাহলে আপনি মোটামুটি একটি মানসম্মত বেতন পাবেন। যেটা বাংলাদেশি টাকায় ১,৫০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
গ্রিস যেতে কত টাকা লাগে জেনে ড্রাইভিং পেশায় যারা গ্রিসে আসতে চান তারা মোটামুটি একটি ভালো সেলারি পাবেন। শুধু গ্রিস নয়, ইউরোপের সকল রাষ্ট্রেই ড্রাইভিং পেশার প্রচুর চাহিদা রয়েছে। আর এই চাহিদাকে কাজে লাগিয়ে আপনি অনেক বেশি পরিমাণ টাকা আয় করতে পারবেন।
তবে লোকাল ড্রাইভারদের চেয়েও ইন্টারন্যাশনাল ড্রাইভারদের সেলারি অনেক বেশি হয়ে থাকে। আপনি যদি একদম নতুন ড্রাইভারও হয়ে থাকেন, তাহলে গ্রিসে আপনি সর্বনিম্ম ৩ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত বেতন পাবেন। যেটা বাংলাদেশি টাকায় ৩ থেকে ৪ লক্ষ টাকা।
গ্রিস যেতে কত টাকা লাগে জানার পর গ্রিসে আরেকটি কাজে ভালো বেতন পাওয়া যায় সেটা হলো সেলুন পেশা। আপনি যদি পার্লার বা সেলুনের কাজ শিখে গ্রিসে আসতে পারেন তাহলে আপনি প্রতি মাসে কমপক্ষে ২ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি গ্রিস যেতে কত টাকা লাগে, গ্রিসে বেতন কত, একজন শ্রমিকের গ্রিসে সর্বনিম্ন বেতন কত বা গ্রিসে কোন কাজে বেতন বেশি এসব বিষয়ে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পাবেন আমাদের ওয়েবসাইটে। তাই সাথেই থাকুন।
আরো জানুনঃ
জার্মানি যেতে কত টাকা লাগে জেনে নিন।
পোল্যান্ড কাজের বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি
কসোভো সর্বনিম্ন বেতন কত এবং যে কাজের চাহিদা বেশি।