জাপানে সর্বনিম্ন বেতন কত জেনে নিন।
জাপানে সর্বনিম্ন বেতন কত জানতে সম্পূর্ণ পোস্টি পড়ুন। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। জাপানে কাজের চাহিদা বেশি হওয়ায় বাংলাদেশ, ইন্ডিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার শ্রমিক কাজের উদ্দেশ্যে জাপান যাচ্ছে। আপনিও যদি জাপান যেতে চান তাহলে আপনার জানা উচিত জাপানে সর্বনিম্ন বেতন কত। এই পোস্টে জাপানের শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিকের সর্বনিম্ম বেতন কত সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
জাপানে সর্বনিম্ন বেতন কত?
জাপানের সর্বনিম্ম বেতন কত অনেকে জানতে চান। জাপান পূর্ব এশিয়ার একটি উন্নত রাষ্ট্র হওয়ায় এখানে শ্রমিকদের বেতনও ভালো। জাপানের শ্রম আইন ২০১০ অনুযায়ী একজন শ্রমিকের সর্বনিম্ম বেতন ঘন্টায় ৯০৫ ইয়েন। সেই হিসেব অনুযায়ী একজন শ্রমিক ৮ ঘন্টায় বেতন পায় ৭,২৪০ ইয়েন। অর্থাৎ জাপানে মাসিক সর্বনিম্ন বেতন ২,১৭,২০০ ইয়েন। যা জাপানের সর্বনিম্ন বেতন।
জাপানে সর্বনিম্ন বেতন বাংলাদেশের কত টাকা?
অনেক বাংলাদেশি ভাইয়েরা জানতে চান জাপানের সর্বনিম্ন বেতন বাংলাদেশি মুদ্রায় কত টাকা। উপরে আমরা আলোচনা করেছি জাপানের সর্বনিম্ন বেতন ঘন্টায় ৯০৫ ইয়েন। যা বাংলাদেশি মুদ্রায় ৭০০ টাকা। অর্থাৎ বাংলাদেশের ১ টাকা সমান জাপানের ১.২৯ ইয়েন (টাকা)। সেই হিসেব অনুযায়ী জাপানের ৭,২৪০ ইয়েন সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৬০৬ টাকা। তাহলে জাপানের ২,১৭,২০০ ইয়েন সমান ১,৬৮,১১৮ টাকা। অর্থাৎ জাপানের সর্বনিম্ন মাসিক বেতন বাংলাদেশের ১ লক্ষ ৬৮ হাজার ১ শত ১৮ টাকা।
জাপানের কর্মীদের ঘন্টাপ্রতি ন্যূনতম বেতন কত?
আপনি যদি জাপান যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে আপনার জানা উচিত জাপানের কর্মীদের ঘন্টাপ্রতি ন্যূনতম বেতন কত। বণিক বার্তা সূত্র থেকে জানা গেছে জাপান সরকারের একটি সংস্থা কর্মীদের ঘন্টাপ্রতি ন্যূনতম বেতন ৯৩০ ইয়েন করার প্রস্তাব দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১,১৯৯ টাকা। ডলার হিসেবে ১০$ ২০ সেন্ট। তবে বর্তমানে ঘন্টাপ্রতি শ্রমিকদের ন্যূনতম মজুরি ৯০৫ ইয়েন। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ টাকা।
জাপানের কর্মীদের মাসিক ন্যূনতম বেতন কত?
উপরে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। জাপানে একজন কর্মীর সর্বনিম্ন মাসিক মজুরি হলো ২,১৭,২০০ ইয়েন। যা বাংলাদেশি টাকায় ১৬৮২৬৫.০২ টাকা।
আশা করি পোস্টটি পড়ে আপনেরা জানতে পেরেছেন বর্তমানে জাপানে সর্বনিম্ন বেতন কত। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো পড়ুনঃ
মালয়েশিয়া ১৮০০ টাকা বাংলাদেশের কত টাকা জানুন।
সিঙ্গাপুর ১ ডলার বাংলাদেশের কত টাকা?