টিকটক থেকে টাকা ইনকাম।
টিকটক (TikTok) আজকাল প্রায় সবার ফোনে রয়েছে। অবসর সময়ে বিনোদনের জন্য এটি ব্যবহার করতে ভালোবাসেন অনেকে। আবার কেউ কেউ এটিকে কেন্দ্র করে গড়ে তুলেছে অনলাইন বিজনেস। আবার অনেক কনটেন্ট ক্রিয়েটরস টিকটক থেকে প্রতিমাসে আয় করছে লক্ষ লক্ষ টাকা। তাই আজকের পোস্টে Tik-Tok সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব।
টিকটক কি? What is TikTok?
টিকটক (TikTok) শর্ট ভিডিও আপলোডিং ও শেয়ারিং প্লাটফর্ম বা সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। এটি চীনে দৌয়িন নামে প্রসিদ্ধ। Tik-Tok সর্বপ্রথম ২০১৬ সালে চালু হয়েছিল। যার সদর দপ্তর বা গ্লোবাল হেডকোয়ার্টার লস এঞ্জেলেস সিঙ্গাপুরে অবস্থিত। যার প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং। টিকটক বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্রমবর্ধমান অ্যাপ্লিকেশন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ২০১৮ সালে এটি ১৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছেছে। যার বর্তমান সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩.৫ মিলিয়ন।
টিকটক অ্যাপ ডাউনলোড (TikTok app download)
খুব সহজে গুগল প্লোস্টোর থেকে টিক-টক অ্যাপ ডাউনলোড করা যাবে। গুগল প্লেস্টোর থেকে Tiktok অ্যাপ ডাউনলোড করতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর ফোন থেকে গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করুন এবং সার্চবারে Tiktok লিখে সার্চ করুন। তাহলে আপনি সবার প্রথমে Tik-Tok অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। এখন Install বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
টিকটক Apk ডাউনলোড (TikTok app download)
Tik-Tok অ্যাপ ছাড়াও খুব সহজে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যাবে TikTok Apk version। অনলাইন থেকে Tik-Tok Apk ভার্সন ডাউনলোড করতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি অন করুন। তারপর যেকোন ব্রাউজারের এড্রেসবারে TikTok apk লিখে সার্চ করুন। তাহলে আপনি অনেক গুলো ওয়েবসাইট দেখতে পাবেন। এখন সেখান থেকে সবার উপরের apk pure ওয়েবসাইটে প্রবেশ করুন এবং ডাউনলোড করে নিন।
টিকটক কনটেন্ট ক্রিয়েটর (TikTok content creators)
টিকটকে ভিডিও আপলোড করে রাতারাতি ভাইরাল হতে দেখা গেছে অনেকে। Tik-Tok বিশ্বের ৬ষ্ঠ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক হওয়ায় এর ব্যবহারকারী রয়েছে কোটিকোটি। বর্তমানে বাংলাদেশে এটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ কোটির ও বেশি। তাই টিক-টকে কনটেন্ট তৈরি করে খুব সহজে জনপ্রিয় হওয়া যায়। এছাড়াও Tik-Tok মনিটাইজেশন প্রোগ্রামে যোগদান করে একজন টিকটকার এটি থেকে প্রতিমাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা।
এটি থেকে শুধু ইনকাম নয়। Tik-Tok ব্যবহার করে অনলাইন বিজনেস তৈরি বা নিজের ব্যবসাকে প্রচার-প্রসার করা যায় খুব সহজে। এছাড়াও একজন টিকটকার রেফার, প্রোমোশন ও মার্কেটিং করে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন।
TikTok কনটেন্ট ক্রিয়েটরস হতে হলে প্রথমে নিজের ফোন নম্বর অথবা জিমেইল দিয়ে তৈরির করতে হবে TikTok একাউন্ট। তারপর এটির রুলস মেনে নিয়মিত শর্ট কনটেন্ট আপলোড করে
নেওয়া যাবে Tik-Tok মনিটাইজেশন। এর পর থেকে শুরু হবে ইনকাম।
টিকটক মার্কেটিং (Tik-Tok marketing)
শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বজুড়ে tiktok এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। গবেষণায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০৯.৫৪ মিলিয়ন। এছাড়াও চীন, কানাডা, যুক্তরাজ্য সহ প্রায় পৃথিবীর সকল দেশে কমবেশি এটি ব্যবহারকারীর সন্ধান পাওয়া যায়।
এমন বিশাল সংখ্যক ব্যবহারকারীরকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে Tik-Tok মার্কেটিং। অনলাইন মার্কেটপ্লেস ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারসহ প্রায় সব মার্কেটপ্লেসে রয়েছে এটির মার্কেটিং এর চাহিদা। আপনি যদি একজন টিক-টক (ডিজিটাল) মার্কেটার হতে পারেন। তাহলে খুব সহজে নিজের সুন্দর একটি ক্যারিয়ার শুরু করতে পারবেন।এর মার্কেটিং এর চাহিদার কারণে একজন ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস ছাড়াও মার্কেটপ্লেস এর বাইরে থেকেও খুঁজে নিতে পারেন অসংখ্য ক্লাইন্ট।
আশা করি আজকের পোস্টটি আপনাদের খুব বেশি উপকারে আসবে। এরকম আরোও তথ্য বহুল পোস্ট পতে চোখ রাখুন Onlinesheba24 ওয়েবসাইটে।
আরো তথ্য পেতে পড়ুনঃ
ফেসবুক মার্কেটিং কি? কিভাবে শুরু করবে।
খুব কম দামে ইন্টারনেট অফার সকল সিমে।