Sss টিকটক ভিডিও ডাউনলোড করুন ওয়াটার মার্ক ছাড়া।

শেয়ার করুন

Sss TikTok কি? Sss TikTok download বা ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড সম্পর্কে জানুন আজকের পোস্টে। কিভাবে এটি ব্যবহার করবো? এটির এর কাজ কি? কিভাবে টিকটক ভিডিও ডাউনলোড করবেন বা Best TikTok video downloader কোনটি? এসব বিষয়ে আলোচনা থাকছে আজকের পোস্টে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

Sss টিকটক কি? What is Sss TikTok?

Sss TikTok হচ্ছে watermark ছাড়া সহজে একটি টিকটক ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট। আপনি যদি একজন ইউটিউবার/টিক টকার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই Sss টিকটক সম্পর্কে জেনে থাকবেন।

Sss TikTok এর সঠিক ব্যবহার

sss টিকটক ব্যবহার এর জন্য এর সঠিক ব্যবহার জেনে রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক Sss টিকটক ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে। এটি ব্যবহারের জন্য প্রথমে ফোন/কম্পিউটারের ইন্টারনেট সংযোগ চালু করুন। তারপর যেকোন ব্রাউজারের সার্চ বারে Sss TikTok লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে অনেক গুলো ওয়েব এড্রেস প্রদর্শিত হবে। এখন সবার উপরের সাইট ssstik.io এই লিংকে প্রবেশ করুন। তাহলে এরকম একটি ইন্টার পেইজ দেখতে পাবেন।

tiktok video download

এখন sss টিকটক ব্যবহার করে Watermark ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করার জন্য। প্রথমে আপনার টিকটক একাউন্টের যে কোন ভিডিও শেয়ার বাটন থেকে ভিডিও লিংক কপি করে নিন। তারপর sss টিকটক সাইটের Just Insert a link অপশনে Paste করুন এবং Download বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে কাঙ্খিত টিকটক ভিডিওটি Watermark ছাড়াই ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি এটি ব্যবহার করে যেকোন প্রয়োজনে টিকটক ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

টিকটক ভিডিও ডাউনলোড করার নিয়ম। TikTok video download

অনেক টিকটক কনটেন্ট ক্রিয়েটরস বিভিন্ন প্রয়োজনে Tik Tok ভিডিও ডাউনলোড করতে চান। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে কখনও Watermark সহ আবার কখনও Watermark ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করেন। আবার অনেকে একদম নতুন হওয়ার কারণে এটি ডাউনলোড করতে পারেন না। তাদের জন্য আজ টকটক video download করার বেশ কিছু উপায় শেয়ার করব।

TikTok ভিডিও ডাউনলোড করুন এক ক্লিকে

আপনি যদি এক ক্লিকে ফোনে টিকটক video ডাউনলোড করতে চান, টিকটক ভিডিও্র পাশে থাকা শেয়ার আইকনে ক্লিক করুন। তাহলে আপনি Save to একটি অপশন দেখতে পাবেন। এখন Save to অপশনে ক্লিক করুন। ভিডিওটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে।

TikTok video downloader থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

আপনি চাইলে উপরের পদ্ধতিটি ছাড়াও টিকটক video ডাউনলোড apps এবং website থেকেও টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য যেকোন ব্রাউজার অথবা প্লে স্টোরে গিয়ে TikTok video downloader লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা যেকোন অ্যাপস ইন্সটল করে বা ওয়েবসাইটে ঢুকে লিংক পেস্ট করার পর ডাউনলোডে ক্লিক  করুন। টিকটক ভিডিও ডাউনলোড হয়ে যাবে।

ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করুন।

বিভিন্ন সময় আমাদের Watermark ছাড়া ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হতে পারে। বিশেষ করে কনটেন্ট নির্মেতাদের কাছে এটি জানা সবচেয়ে জরুরি একটি বিষয়। তাই তাদের জন্য Watermark ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করার উপায়টি শেয়ার করলাম।

এটি করার জন্য প্রথমে ফোন/কম্পিউটারের ইন্টারনেট সংযোগটা সচল করুন। তারপর যেকোন ব্রাউজারের সার্চ বারে sss TikTok লিখে সার্চ করুন। আপনার সামনে অনেক গুলো ওয়েবসাইট চলে আসবে। এখন সবার উপরের সাইট ssstik.io এই লিংকে প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করুন। নিচের মতো একটি ইন্টার পেইজ দেখতে পাবেন।

sss TikTok

Watermark ছাড়া TikTok ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনার টিকটকের ভিডিও লিংক কপি করে নিন। তারপর sss tiktok সাইটের Just Insert a link অপশনে লিংকটি Paste করে Download বাটনে ক্লিক করুন। আপনার ফোনে কাঙ্খিত টিকটক ভিডিওটি ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি যেকোন প্রয়োজনে ওয়াটারমার্ক ছাড়াই টিকটক ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

টিকটক App থেকে ভিডিও ডাউনলোড করার উপায়

অনেকে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে যেকোন কাজ করতে পছন্দ করেন। কারণ তারা এটিকে সহজ মনে করেন। তাই তাদের জন্য এবারের আলোচনা কিভাবে app থেকে Tik Tok ভিডিও ডাউনলোড করা যায়।

উল্লেখিত নিয়ম গুলো ছাড়াও আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য ফোনের ডাটা সংযোগ চালু রেখে গুগল প্লেস্টোর এর চার্স বারে tiktok downloader লিখে সার্চ করুন। অনেক গুলো app দেখতে পাবেন। এখন অ্যাপসের নাম দেখে পছন্দ অনুযায়ী একটি বড় অ্যাপ ডাউনলোড করে নিন।

টিকটক ভিডিও ডাউনলোড 2

app ডাউনলোড এর পূর্বে আপনি চাইলে ঐ অ্যাপের ডাউনলোড সংখ্যা, রেটিং ও ইউজার রিভিউ দেখে ডাউনলোড করতে পারেন। এতে Fake অ্যাপ থেকে বিরত থাকতে পারবেন।

অ্যাপস ডাউনলোড/ইন্সটল করা শেষে সেটি ওপেন করে অ্যাপসের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করলে খুব সহজে ডাউনলোড করা যাবে ভিডিও। উদাহরণস্বরূপ, আপনি এই অ্যাপসটি ইন্সটল করলেন ‘Downloader for TikTok ’। এখন অ্যাপসটি ওপেন করুন।  নিচের মতো একটি ইন্টারপেইজ দেখতে পাবেন। যেখানে Paste URL here নামের একটি অপশন পাবেন।

টিকটক ভিডিও ডাউনলোড 3

এখন সেখানে আপনার ভিডিও লিংক পেস্ট করুন। নিচে একটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ভিডিওটি আপনার ফোনে Download হয়ে যাবে। এভাবে আপনি চাইলে অ্যাপসটি আপনার ফোনে রেখে যখন খুশি ঢুকে পছন্দের টিকটক ভিডিও গুলো ডাউনলোড করে নিতে পারবেন।

Sss টিকটক এর সুবিধা

বর্তমান সময়ে টিকটক অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। শিশু থেকে বৃদ্ধ সবাই এটা থেকে আনন্দ উপভোগ করে। অনেকে এই টিকটক ভিডিও তাদের মোবাইলে অথবা ল্যাপটপে সংরক্ষণ করে রাখতে চায়। Sss টিকটক ডাউনলোডার ওয়াটারমার্ক ছাড়া সকল টিকটক ভিডিও সংরক্ষণ করার সুযোগ দিয়েছে। এখান থেকে যেকেউ অসংখ্য ভিডিও ডাউনলোড করতে পারবে। এছাড়াও MP3 এবং MP4 ফরম্যাটে উচ্চ রেজুলেশনে ভিডিও/ অডিও ডাউনলোড করা যায়।

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি Sss TikTok কি?, কিভাবে ব্যবহার করবেন, sss tik tok এর কাজ কি?, কিভাবে টিকটক ভিডিও ডাউনলোড করবেন বা সেরা টিক টক video downloader কোনটি? এসব বিষয়ে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

 

আরো জানুনঃ

টিকটক থেকে টাকা ইনকাম।

অনলাইনে টাকা ইনকাম ক্লিক করে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *