ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়।

শেয়ার করুন

ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় আমরা অনেকেই জানি না। ডাচ বাংলা ব্যাংক সেবা সমূহ সম্পর্কে জেনে রাখা ভালো। আমাদের মধ্যে এমন অনেকে আছেন ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট করতে চান। আবার অনেকে ইতিমধ্যে নতুন একাউন্ট করেছেন। তাদের সকলের ডাচ বাংলা ব্যাংকের যেসব সেবা সম্পর্কে জানা উচিত।

তাহলে চলুন জেনে নেয়া যাক ডাচ বাংলা ব্যাংকে একদিনে কত টাকা তোলা যায়, ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়, এটিএম থেকে কত টাকা তোলা যায়, ডাচ বাংলা ডেবিট কার্ডে সর্বোচ্চ কত টাকা তোলা যায় ইত্যাদি।

ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়

ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা বেশি হওয়ার কারণে তারা আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে প্রায় ৪ হাজার ৮০৫ টি এটিএম বুথ স্থাপন করেছেন। বর্তমান বাংলাদেশের বিভিন্ন ধরনের ব্যাংকিংক ATM সেবা রয়েছে। যেগুলো থেকে আপনি দৈনিক সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। কিন্তু ডাচ বাংলা ব্যাংক সহ বেশ কিছু ব্যাংকে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি তুলতে দেয় না।

২০২৩ সালে এসে ডাচ বাংলা ব্যাংক তাদের এই সেবাকে উন্নয় করে ৫০ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত বৃদ্ধি করেছে। অর্থাৎ আপনি ডাচ বাংলা ব্যাংক বুথ থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এবং একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে।

ডাচ বাংলা ব্যাংকে একদিনে কত টাকা তোলা যায়

ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় তাতো জানলাম এবার এক দিনে কত টাকা তোলা যায় সেটা জনাবো। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাংক গুলোর একটি। এটি বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। যেটি ৩ জুন ১৯৯৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ডাচ বাংলা ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমান দেশে তাদের গ্রাহকের সংখ্যা প্রায় ৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার।

এই বিশাল জনসাধারণকে তারা ব্যাংকিং সেবা দিয়ে থাকে। তাই অনেকে জানতে চান ডাচ বাংলা ব্যাংকে একদিনে কত টাকা তোলা যায়। আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে দুভাবে টাকা তুলতে পারবেন।

  • সরাসরি ও
  • এটিএম বুথ থেকে

এটিএম বুথ থেকে দৈনিক কত টাকা তুলতে পারবেন তা নিম্নে তুলে ধরা হলো। কিন্তু ডাচ বাংলা ব্যাংকের তথ্য অনুযায়ী। ডাচ বাংলা ব্যাংক থেকে একদিনে একজন গ্রাহক সর্বনিম্ন ৫০০ টাকা ও সর্বোচ্চ ২০-৫০ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

ডাচ বাংলা ডেবিট কার্ডে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে

ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় জানার পর এবার জানবো ডেবিট কার্ডে সর্বোচ্চ কত টাকা তোলা যায়। ডাচ বাংলা ডেবিট কার্ড চাকুরীজীবী, ফ্রিল্যান্সার সহ অনেকের কাছে পছন্দের শীর্ষে। তাই অনেকে জানতে চান ডাচ বাংলা ডেবিট কার্ডে সর্বোচ্চ কত টাকা তোলা যায়। শুরুতে বলে রাখি আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে দুই ধরনের কার্ড সেবা নিতে পারবেন।

  • ডেবিট ও
  • ক্রেডিট কার্ড

এই পোস্টে আমরা ডাচ বাংলা ডেবিট কার্ডে  সর্বোচ্চ কত টাকা তোলা যায় সেই সম্পর্কে জানবো। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি তিন ধরনের ডেবিট কার্ড সার্ভিস পাবেন যেমন:

  • Nexus Debit Card
  • Nexus pro VISA Card
  • Nexus pro MasterCard

ডাচ বাংলা কার্ডের ধরন অনুযায়ী সেগুলোতে ভিন্ন ভিন্ন লিমিটেশন দেওয়া থাকে। যেমন আপনি যদি ডাচ বাংলা ব্যাংক Nexus debit card ব্যবহার করেন যেটি ০১২ দিয়ে শুরু হয়। এটি আপনি শুধু মাত্র ডাচ বাংলা ব্যাংকের ATM বুথ গুলোতেই ব্যবহার করতে পারবেন। এই কার্ডে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে সেটিও একাউন্টের উপরে নির্ভর করবে। যেমন:

  • স্টুডেন্ট একাউন্ট (A/C code-107)
  • এক্সেস সেভিং একাউন্ট (AC code-105)
  • ডাচ বাংলা ব্যাংক কর্পোরেট সেলারি একাউন্ট বা স্টাফ একাউন্ট (AC code-102/103)
  • জেনারেল সেভিং একাউন্ট AC code-101/151/152)

ডাচ বাংলা ব্যাংকে একদিনে কত টাকা তোলা যায়

ইন্ডাস্ট্রিয়াল সেভিং একাউন্ট: ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় এ পর্বে ডাচ বাংলা ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল সেভিং একাউন্ট গুলো থেকে ১ দিনে ৫ বার, একবারে ২০ হাজার টাকা পর্যন্ত তোলা যায়। সর্বনিম্ন ৫০০ টাকা ট্রানজেকশন করা যায়। তারমানে আপনি চাইলে ২০ হাজার টাকা করে একদিন ৫ বারে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

পূর্বে এ ধরনের অ্যাকাউন্ট গুলোতে সর্বোচ্চ দৈনিক ৫০ হাজার  টাকা পর্যন্ত তোলা যেত। কিন্তু Covid-19 পরিস্থিতিতে ব্যাংকে গ্রাহকদের ভিড় কমানোর জন্য এই লিমিটেশন ১ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সেভিং একাউন্ট স্ট্যান্ডার: এই একাউন্টন থেকে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা তোলা যাবে। তবে দৈনিক সুধু মাত্র ১ বার এই কার্ড ব্যবহার করা যাবে। এখন আপনি যদি কার্ডটি ব্যবহার করে ৫০০ টাকা উত্তোলন করেন তাহলে কার্ডটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি চাইলে ঐদিন আর কোন ট্রানজেকশন করতে পারবেন না।

সেভিং প্লাস ডিপোজিট একাউন্ট: ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় এ পর্যায়ে এই একাউন্ট থেকে ১ দিনে ৫ বার, প্রতিবার ১ লক্ষ টাকা করে তোলা যাবে। অর্থাৎ আপনি ডাচ বাংলা ব্যাংক নেক্সাস এই কাউন্টের ডেবিট কার্ড টি ব্যবহার করে একদিনে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তবে এই ধরনের একাউন্ট খুলতে একাউন্টে সর্বনিম্ন ৫ হাজার টাকা ডিপোজিট করতে হয়।

আশাকরি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি ডাচ বাংলা এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় এবং ডাচ বাংলা ব্যাংক সেবা সমূহ সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

সোনালী ব্যাংক ভিসা কার্ড বিস্তারিত।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *