ডিলেট করা ছবি ফেরত নিন ১ মিনিটে। Recover Deleted Photos
ডিলেট করা ছবি ফেরত আনার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। যদি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে ভুলে ছবি, ভিডিও, অডিও বা অন্য যেকোন ফাইল ডিলেট হয়ে যায়। তাহলে চিন্তার কোন কারন নেই।
এখন আপনি চাইলে ডিলেট হওয়া ভিডিও, ছবি, অডিও, ডকুমেন্ট কিংবা অন্য যেকোন ফাইল খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করব মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে।
ডিলেট করা ছবি ফেরত আনার উপায়
মোবাইলের ডিলেট করা ছবি ফেরত আনার উপায় জানতে প্রথমে আপনার মোবাইলের ডাটা সংযোগটি চালু করুন। তারপর আপনার মোবাইল থাকা Google Play Store ওপেন করুন এবং সার্চ অপশনে Diskdigger লিখে সার্চ করুন। আপনার সামনে Diskdigger অ্যাপটি চলে আসবে। এখন আপনি অ্যাপটি install করুন। অ্যাপটি সম্পূর্ণ install হওয়ার পর সেটি ওপেন করুন। নিচের মতো একটি ইন্টারপেইজ দেখতে পাবেন।
এখন আপনার ফোনটি যদি Root করা থাকে তাহলে Full scan করতে পারবেন। কিন্তু যদি Root করা না থাকে তাহলে সুধু মাত্র Basic scan করতে পারবেন, Full scan করা যাবে না। Root হলো: ফোনের ফুল একসেস পাওয়ার প্রক্রিয়া। root এর কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। চাইলে এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
আমি ধরে নিলাম আপনার ফোনটি রুট করা নেই। তাই আপনি শুধু বেসিক স্ক্যান করতে পারবেন। এখন বেসিক স্ক্যান করার জন্য ‘Start Basic Photo Scan’ অপশনে ক্লিক করুন। আপনার ডিলেট হয়ে যাওয়া সকল ছবি ও ভিডিও গুলো দেখতে পাবেন। এখন আপনার পছন্দের ছবিগুলো recover করার জন্য আপনার পছন্দ অনুযায়ী ছবি সিলেক্ট করুন। তারপরে নিচে থাকা recover অপশনে ক্লিক করুন।
এবার আপনার সামনে তিনটা অপশন চলে আসবে। সেখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনটি সিলেক্ট করে Ok অপশনে ক্লিক করুন। অর্থাৎ আপনার ছবি রিকভারি লোকেশন বা ফোল্ডার নির্বাচন করুন। তাহলে আপনার ছবিগুলো গ্যালারিতে recover হয়ে যাবে। এভাবে আপনি আপনার মোবাইল থেকে ডিলেট করা ছবি ফেরত আনতে পারবেন।
জেনে নিন: মোবাইল থেকে ডিলেট হয়ে যাওয়া সবগুলো ডাটা ১০০% recover করা যায় না। কিন্তু কম্পিউটার থেকে ১০০% ডাটা রিকভারি করতে পারবেন।
ডিলেট করা ছবি ফেরত আনার App
এছাড়াও আপননি চাইলে Ultdata অ্যাপটিও ব্যবহার করে মোবাইলের ডিলেট করা ছবি ফেরত আনতে পারবেন। এটি Diskdigger থেকে ভালো কাজ করে। তবে এখানে দুটোর ছবি বেশি ডাউনলোড করতে গেলে সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে। এর বেলায় ও একই কথা প্রযোজ্য আপনি এটিও ব্যবহার করে ১০০% মোবাইলের ডিলিট করা সকল ছবি ফিরিয়ে আনতে পারবেন না। মোটকথা আপনি ফ্রি বা পেইড অ্যাপ ব্যবহার করুন না কেনো, কোন অ্যাপেই ১০০% ডাটা রিকভারি করতে পারে না।
যেভাবে Install করবেন Ultdata অ্যাপ্লিকেশন তাহলো, প্রথমে Google Play Store ওপেন করুন এবং সার্চ অপশনে Ultdata লিখে সার্চ করুন। তারপরে সার্চ রেজাল্ট আসা Uldata অ্যাপ install করুন।
কম্পিউটারের ডিলেট করা ছবি ফেরত আনার উপায়
কম্পিউটারের ডিলেট করা ছবি ফেরত আনার জন্য প্রথমে কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন এবং এই লিংকে ক্লিক করুন। আপনাকে একটি ওয়েবসাইটে রিডাউরেক্ট করবে। এখন সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Try It free
- Get Easter Sale
এখন আপনি Try it free অপশন ক্লিক করুন। তারপর একটু নিচে স্ক্রোল করলে Windows PC/Mac নামে একটি অপশন দেখতে পাবেন। তার নিচে একটি ইমেইল দেওয়ার অপশন পাবেন। সেখানে আপনার কম্পিউটারের ইমেইলটি দিয়ে Submit বাটনে ক্লিক করুন। আপনার মেইলের মাধ্যমে সফটওয়্যারটি ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সেটি ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি ১০০% ডাউনলোড হয়ে গেলে সেটি Open করে Install বাটনে ক্লিক করুন। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এখন ১০০% Install হওয়ার পর আপনি Run Recuva একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
তারপর System (C:) অপশনে ক্লিক করুন। অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনার ডিলেট করা ছবি ফেরত আনতে সেই ফাইলটি সিলেক্ট করে iscan অপশনে ক্লিক করুন। আপনার ডিলিট করা ছবিগুলো দেখতে পাবেন।
এখন ছবিগুলো recover করার জন্য আপনার পছন্দ অনুযায়ী পিকচার সিলেক্ট করে নিচে থাকা recover অপশনে ক্লিক করুন। আপনি পিকচার গুলো কোন জায়গায় recover করতে চাচ্ছেন সেই folder সিলেক্ট করে ok অপশনে ক্লিক করুন। এই পদ্ধতি ব্যবহার করে আপনার ডিলেট করা ছবি ফেরত বা recovery করতে পারবেন।
আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি মোবাইল এবং কম্পিউটারের ডিলেট করা ছবি ফেরত, ভিডিও, অডিও, ডকুমেন্টসহ যাবতীয় তথ্য Recovery করার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরো জানুনঃ
বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সহজ উপায়।