সরকারিভাবে দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন পদ্ধতি।

শেয়ার করুন

সাম্প্রতিক দক্ষিণ কোরিয়া ভিসা বাংলাদেশের মানুষের মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ২০২৩ সালের দক্ষিণ কোরিয়া ভিসা আপডেটের পর এর জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কেননা আপডেটে বলা হয়েছিল ২০২৩ সালে বাংলাদেশ থেকে স্বল্প খরচে ১০ হাজার শ্রমিক নিয়োগ দিবে দক্ষিণ কোরিয়া সরকার।

দক্ষিণ কোরিয়া ভিসা দিলে বাংলাদেশের অর্থনৈতিক খাতেও ব্যপক সমৃদ্ধ নিয়ে আসবে বলে ধারণা করা যায়। তাই দক্ষিণ কোরিয়া ভিসাকে সহজ করতে বাংলাদেশ সরকারও বিভিন্ন কার্যকর পদক্ষপে গ্রাহণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কোরীয় ভাষা ট্রেনিং।

কোন প্রকার কাজের দক্ষতা ছাড়াই সুধুমাত্র দক্ষিণ কোরিয়ার ভাষা রপ্ত করে যেকেউ আবেদন করতে পারবেন এই ভিসায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক দক্ষিণ কোরিয়া ভিসা কিভাবে আবেদন করবেন।

দক্ষিণ কোরিয়া ভাষা পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা

দক্ষিণ কোরিয়া সরকার যেহেতু বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নিচ্ছেন। সেই হিসেবে দক্ষিণ কোরিয়া ভিসা পেতে পারেন যেকেউ। কোরীয় ভাষা শিখে সরকারি ভাবে দক্ষিণ কোরিয়া ভিসা পেয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আপনিও। তাহলে চলুন জেনে নি কিভাবে দক্ষিন কোরিয়া ভিসা আবেদন সম্পন্ন করবেন। দক্ষিণ কোরিয়া ভিসা পেতে/কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে  নিম্নের শর্তাবলি মানতে হবে যেমন:

  • শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ম SSC/সমমান।
  • পাসপোর্টের মেয়াদ ৬ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকাতে হবে।
  • পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে ব্যক্তিগত তথ্যের মিল থাকতে হবে।
  • প্রার্থীর বয়সসীমা ১৮-৩৯ এর মধ্যে হতে হবে।
  • আচার-আচরণ, পোশাক পরিচ্ছদ ও কথপোকথনে মার্জিত হতে হবে।
  • 3D কাজ করার আগ্রহ থাকতে হবে।
  • কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতা থাকে হবে।
  • কোরীয় ভাষা পড়া, লেখা ও বুঝার পারদর্শী হতে হবে।
  • মাদকাসক্তত ব্যক্তিগণ আবেদন করতে পারবেন না।
  • ফৌজদারি অপরাধে জেলা বা অন্যকোন শাস্তি প্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে।
  • দক্ষিণ কোরিয়া অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবে।
  • E-9 ও E-10 ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবে।

অনলাইেন দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন পদ্ধতি

EPS এর আওতায় ই-৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষে, কোরিয়া ভাষায় পরীক্ষায়  EUBT অংশগ্রহণের জন্য কিছু শর্তসাপেক্ষ আবেদন পদ্ধতি নিম্নে দেখানো হলো। অনলাইনে দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন করতে প্রথমে ফোন অথবা কম্পিউটারের যেকোন ব্রাউজারের এড্রেসবারে eps.boesl.gov.bd লিখে সার্চ করুন অথবা  এখানে  ক্লিক করুন।

আপনার সামনে একটি লেন্ডিং পেইজে নিয়ে আসা হবে। যেখানে Submit Application এ ক্লিক করলে একটি ফর্ম দেখতে পাবেন। (অবশ্যই আপনাকে একটি নিদিষ্ট সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন করতে হবে।) ফর্মটি পূরণ করে সাবমিট করুন। নিন্মের তথ্যগুলো লাগবে।

  • পাসপোর্ট নম্বর
  • বিকাশ
  • ট্রানজেকশন আইডি ও
  • ক্যাপসা

তথ্য গুলো পূরণ করে আবেদন করতে হবে। বলে রাখা ভালো আবেদনের শুরুতে ৫০০ টাকা অফেরত যোগ্য ফি প্রদান পূর্বক আবেদন শুরু করতে হবে।

দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন ফি পরিশোধের নিয়ম

প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইন্সটল করে নিন। আর যদি অ্যাপটি ইতিমধ্যে আপনার ফোনে ইন্সটল থাকে তাহলে অ্যাপটিতে লগইন করে ফেলুন। অ্যাপে লগইন শেষে হোম পেইজ থেকে “এডুকেশন” ফি অপশনে ক্লিক করুন। তারপর একটু নিচে স্কোল করলে “Boesl ট্রেনিং” আরেকটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

আরো পড়ুন: BMET কার্ড চেক করুন ১ মিনিটে।

তারপর আপনার পাসপোর্ট নম্বর দিয়ে “পে করতে এগিয়ে যান” অপশনে ক্লিক করুন। আপনাকে ৫০০ টাকা ফি করতে বলা হবে। এখন “পরের ধাপে যেতে ট্যাপ করুন” অপশনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশে পিন নাম্বার দিয়ে ফি পরিশোধ করুন। ফি পরিশোধ শেষে একটি ট্রানজেকশন আইডি দেখতে পাবেন। সেটি কপি করুন। দক্ষিণ কোরিয়া ভিসা এর জন্য কোথাও নোট করুন।

দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন প্রথম ধাপঃ

এখন Boesl ওয়েবসাইটে ফিরে আসুন এবং পাসপোর্ট নম্বর ও ট্রানজেকশন আইডি ঘরে কপি বা নোট করা বিকাশ ট্রানজেকশন আইডি দিয়ে নিচে থাকা ক্যাপসা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে আপনি ২য় ধাপে পৌঁছে যাবেন।

দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন ২য় ধাপঃ

এই ধাপে আপনাকে বেশ কিছু তথ্য বসাতে হবে যেমন: পাসপোর্ট ও জাতীয় পরিচপত্র অনুসারে আপনার নাম, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচপত্র নম্বর, ইমেইল এড্রেস, পাসপোর্ট স্ক্যান কপি ৪৫-৬০ কিলোবাইট ও ৬০০*৪০০ পিক্সজেল, ছবি, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি। সবগুলো তথ্য ভালোভাবে পড়ে বুঝে বাসানো হয়ে গেলে “Submit” বাটনে ক্লিক করুন।

সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি ফর্ম পাবেন। যেখানে আপনার সাবমিশন আইডি থাকবে। এখন ফর্মটি ডাউনলোড করতে “Download receipt” বাটনে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিন। তারপর সেটি সংরক্ষণ করুন। পরবর্তীতে রেজাল্ট প্রকাশ হলে এটির সাহায্য রেজাল্ট দেখতে পাবেন।

আরো জানুন: 16445 পাসপোর্ট চেক ১ মিনিটে

মনে রাখবেন কোরিয়া ভিসা আবেদন ফি পরিশোধ তারিখ হলো May 2023 পর্যন্ত। সুতরাং ডেট শেষ হলে পরবর্তী কোন আপডেট নির্দেশনা না আসা পর্যন্ত পেমেন্ট করবেন না। আর্টিকেলটি সম্পূর্ণ না পড়ে না বুঝে আবেদন করলে বা টাকা লেনদেন করলে আমাদের ওয়েবসাইট Onlinesheba24 দায়ী নয়।

দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে?

অনেকে মনে করেন দক্ষিণ কোরিয়ার মতো দেশে যেতে অনেক টাকা প্রয়োজন হতে পারে। যা সম্পূর্ণ ভুল। আপনি যদি সরকারিভাবে দক্ষিণ কোরিয়া ভাষা শিখে আবেদন করে দক্ষিণ কোরিয়া ভিসা পান তাহলে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন।

তবে তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হলো ভিসা পেয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার পর সরকারিভাবে ১ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে। তাহলে বলা চলে মাত্র ৫০ হাজার টাকা খরচ ও বিমান ভাড়া দিয়ে দক্ষিণ কোরিয়া যেতে পারছেন।

দক্ষিণ কোরিয়ায় মাসিক বেতন কত?

এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে। সরকারিভাবে দক্ষিণ কোরিয়া গেলে বেসিক সেলারি/মাসিক বেতন কত? তাদের জন্য বলে রাখি দক্ষিণ কোরিয়ার বেতন শুনলে আপনি অবাক হবেন। কেননা দক্ষিণ কোরিয়া বেসিক সেলারি/মাসিক বেতন হলো 2145021.74 কোরিয়ন ওন। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।

দক্ষিণ কোরিয়া কাজের সুযোগ সুবিধা

সরকারিভাবে যারা দক্ষিণ কোরিয়া ভিসায় কাজে নিয়োগ পান তারা সাধারণত যেসব কাজ করে থাকেন তাহলো:

  1. কৃষি
  2. মৎস্য
  3. গার্মেন্টস
  4. ফ্যাক্টরি
  5. খামার
  6. ফুড ইত্যাদি

বলে রাখা ভালো দক্ষিণ কোরিয়ায় অনেক হালকা ও ভারী কাজ রয়েছে। তবে বেশিরভাগ সময় দেখা যায় যে ভারী কাজ গুলোর জন্য তারা অন্যদেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। সুতরাং সবার কাজ যে এক রকম হবে তা কিন্তু নয়।

ভিসা, পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও NID সম্পর্কিত নানা গুরুত্বপূূণ তথ্য ও ইনফরমেশন পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়াও আজকের পোস্ট সম্পর্কিত কোন প্রশ্ন বা তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ!

আরো তথ্য পেতে পড়ুনঃ

ই পাসপোর্ট চেক করুন অনলাইনে খুব সহজে।

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম।

বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত সময় লাগে ও কত দূর?

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *