দুবাই আইডি দিয়ে জরিমানা চেক।

শেয়ার করুন

দুবাই আইডি দিয়ে জরিমানা চেক বা আমিরাতে আইডির উপর জরিমানা চেক করার নিয়ম শেয়ার করব আজকের পোস্টে। অনেক বাংলাদেশী ভাইয়েরা আছেন দুবাই ড্রাইভার হিসেবে নিয়োজিত আছেন। অনেক সময় নিজের অজান্তে বা ইচ্ছাকৃতভাবে ট্রাফিক আইন অমান্য করেছেন। এখন জানতে চাইছেন কিভাবে দুবাই আইডি দিয়ে জরিমানা চেক করবেন। তাই আজকের পোস্টে দুবাই আইডি দিয়ে জরিমানা চেক (Fine Check by Dubai id ) সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

দুবাই আইডি দিয়ে জরিমানা চেক করার নিয়ম

দুবাই আইডি দিয়ে জরিমানা চেক যদি না জানা থাকে তাহলে অনেক সময় দুবাই বিভিন্ন অফিসে গিয়ে আইডি দিয়ে জরিমানা চেক করতে হয়। যার জন্য কিছু টাকা খরচ করতে হয়। আপনি যদি অনলাইনে দুবাই আইডি দিয়ে অনলাইন জরিমানা চেক করতে পারেন তাহলে সেই খরচের হাত থেকে বেচে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে দুবাই আইডি দিয়ে জরিমানা চেক করবেন।

আইডি দিয়ে জরিমানা চেক করার জন্য সবার প্রথমে আপনার ফোন অথবা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজারে চলে আসুন। তারপর সার্চবারে Fines Inquiry and Payment dubai /dubaipolice.gov.ae লিখে সার্চ করুন এবং সবার প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা এখানে ক্লিক করে সরাসরি দুবাই পুলিশ ফাইন চেক অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন।

ওয়েবসাইটে প্রবেশের পর একটু নিচের দিকে T.C No. একটি অপশন দেখতে পাবেন সেই অপশনে আপনি ক্লিক করুন।

দুবাই আইডি দিয়ে জরিমানা চেক

তাহলে আপনার সামনে ছোট্ট একটি ফর্ম ওপেন হবে। এখন TC#s* অপশনে আপনার দুবাই আইডি কার্ডের প্রথম ৮টি সংখ্যা সঠিকভাবে বসিয়ে নিন। তারপর নিচে থেকে ক্যাপচা নামের সাথে সঠিক ক্যাপচাটি সিলেক্ট করুন।

সঠিকভাবে আইডির নাম ও ক্যাপচা পূরণের পর Search বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার আইডি কার্ডের ফাইন স্ট্যাটাস দেখতে পাবেন। যদি কোন ফাইন থাকে তাহলে কত টাকা ফাইন আছে সেটি দেখতে পাবেন। আর যদি ফাইন না থাকে তাহলে No Fines Found দেখতে পাবেন।

দুবাই আইডি দিয়ে জরিমানা চেক।

আশা করি আর্টিকেলটি পড়ে খুব সহজে দুবাই আইডি দিয়ে অনলাইন জরিমানা চেক করতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূ্র্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

দুবাই লেবার কার্ড চেক করুন ১ মিনিটে।

দুবাই ভিজিট ভিসা চেক করুন ১ মিনিটে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *