নগদে ক্যাশ আউট চার্জ কত।Nagad Cash Out Charge

শেয়ার করুন

নগদে ক্যাশ আউট চার্জ কত বা নগদ থেকে টাকা তুলতে প্রতি হাজারে কত টাকা চার্জ কাটবে। নগদে ভ্যাট সহ ক্যাশ আউট চার্জ এসব বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং গুলোর অন্যতম একটি নগদ। যেকোনো প্রয়োজনে বা ইমারজেন্সি লেনদেনের জন্য আমরা অনেকেই নগদ ব্যবহার করে থাকি। কিন্তু নগদে ক্যাশ আউট চার্জ। এটি অনেকের অজানা। তাই আজকে পোস্টে আমরা নগদে ক্যাশ আউট চার্জ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

নগদে ক্যাশ আউট চার্জ

বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের Mobile ফোন ভিত্তিক একটি ডিজিটাল আর্থিক সেবা প্রদান কারী প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটি সবচেয়ে কম খরচে ক্যাশ আউট চার্জ কাটার জন্য খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে।

যার ফলশ্রুতিতে বাংলাদেশের অসংখ্য মানুষ নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করছে। কিন্তু ২০২৪ সালে নগদে ক্যাশ আউট চার্জ কত। এটি অনেকে জানেন না। বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে নগদে ক্যাশ আউট চার্জ কত তা নির্ধারণ করা হয়েছে। আপনি যদি নগদ regular app থেকে ১,০০০ ক্যাশ আউট করেন। তাহলে আপনাকে প্রতি হাজারে ১২.৫০ টাকা নগদে ক্যাশ আউট চার্জ দিতে হবে।

আর আপনি যদি নগদ Islamic অ্যাপ থেকে ১,০০০ টাকা ক্যাশ আউট করেন। তাহলে প্রতি হাজারে আপনাকে ১৫.০০ টাকা ক্যাশ আউট চার্জ প্রদান করতে হবে। আবার আপনি যদি নগদ USSD (Regular + Islamic) ব্যবহার করে ১,০০০ টাকা ক্যাশ আউট করেন। তাহলে প্রতি হাজারে আপনাকে ১৫.০০ টাকা ক্যাশ আউট চার্জ প্রদান করতে হবে। উল্লেখিত ক্যাশ আউট চার্জ এর সাথে সরকার কর্তৃক নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে।

নগদে ক্যাশ আউট চার্জ কত

USSD কোড ব্যবহার করে নগদ থেকে টাকা ক্যাশ আউট দেওয়ার নিয়ম

মাত্র সহজ ৭টি ধাপ অতিক্রম করে খুব সহজে আপনি নগদ থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন। USSD Code ব্যবহার করে অর্থাৎ ডায়ালপ্যাড থেকে যেভাবে টাকা ক্যাশ আউট করবেন।

  • ফোনের ডায়ালপ্যাড থেকে *১৬৭# লিখে ডায়াল করুন।
  • তারপর, 1 (Cash out) সিলেক্ট করুন।
  • নগদ উদ্যোক্তা নম্বর দিন।
  • কত টাকা ক্যাশ আউট করবেন তা লিখুন।
  • আপনার পাসওয়ার্ড লিখুন। (আপনার পাসওয়ার্ডটি সবসময় গোপন রাখুন)।
  • ক্যাশ আউট Confirm (1) করুন।
  • আপনার ক্যাশ আউটি সফল হয়েছে।

নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ?

আমাদের ভিতরে অনেকে নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ জানতে চান। উপরে আমরা নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট আলোচনা করেছি। বিষয়টি আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও আলোচনা করা হলো।

সাধারণত, নগদে প্রতি হাজারে রেগুলার app ক্যাশ আউট চার্জ 11.48 টাকা। এর সাথে সরকার কর্তৃক 1.02 টাকা ভ্যাট যুক্ত হবে। অর্থাৎ নগদে ভ্যাট সহ ক্যাশ আউট চার্জ (Regular app) প্রতি হাজারে 12.50 টাকা।

নগদে ক্যাশ আউট চার্জ কত1

নগদ থেকে প্রতিদিন কত টাকা ক্যাশ আউট করা যায়?

আপনাদের ভিতর অনেকেই জানতে চান নগদ থেকে প্রতিদিন কত টাকা ক্যাশ আউট করা যায়? বা নগদে দৈনিক লেনদেনের লিমিট কত? তাদের সুবিধার্থে এ পর্যায়ে আমরা নগদ থেকে প্রতিদিন কত টাকা ক্যাশ আউট করা যায় এ বিষয়ে আলোচনা করব।

Nagad.com তাদের ওয়েবসাইটে উল্লেখ করে। একজন নগদ একাউন্ট হোল্ডার নগদ থেকে দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং মাসিক সর্বোচ্চ ১,৫০,০০০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন।

আশাকরি, আর্টিকেলটি পড়ে নগদে ক্যাশ আউট চার্জ কত বা নগদ থেকে টাকা তুলতে প্রতি হাজারে কত টাকা চার্জ কাটবে। নগদে ভ্যাট সহ ক্যাশ আউট চার্জ এসব বিষয় বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন সহজে।

নগদ একাউন্ট দেখার নিয়ম

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *