নগদ একাউন্ট দেখার নিয়ম জেনে নিন সহজে।

শেয়ার করুন

নগদ একাউন্ট দেখার নিয়ম আমরা অনেকেই জানিনা। নগদ একাউন্ট খোলা খুব সহজ বিধায় দেশের প্রতিটা ব্যক্তির মোবাইলে এই অ্যাকাউন্টটি চালু আছে। তাছাড়া নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট সহ সকল প্রকার সেবাতে খরচ কম বিধায় নগদ একাউন্টের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

দেশের প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নগদ একাউন্টের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান করে ফলে নগদের সকল সেবাসহ ব্যালেন্স কিভাবে চেক করতে হয় তা আমাদের জানা দরকার।

আজ আমি আপনাদের নগদ একাউন্ট দেখার নিয়ম শিখিয়ে দেবো । নগদ একাউন্ট বিভিন্নভাবে দেখা যায় আমি দুটি উপায় আপনাদের দেখাবো। একটি নগদ অ্যাপের মাধ্যমে অন্যটি মোবাইলে কোড ব্যবহার করে।

অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম

  • অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ দিন।
  • গুগল প্লে স্টোর ওপেন করুন এবং সার্চ বাটনে নগদ অ্যাপ লিখন লিখে সার্চ করুন।
  • এবার নগদ অ্যাপটি ইন্সটল করুন।
  • এবার নগদ অ্যাপটি ওপেন করুন।
  • আপনার মোবাইল নাম্বারটি লিখুন।

নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট দেখার নিয়ম।Onlinesheba24

  • এবার নগদের পিন নাম্বারটি দিয়ে লগ ইন এ ক্লিক করুন।
  • লগইন হয়ে গেলে উপরে ব্যালেন্স জানতে ট্যাগ করুন অপশনে ক্লিক করুন।
  • এখানে আপনি আপনার নগদের ব্যালেন্স দেখতে পাবেন।

মোবাইলে কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম

স্মার্ট ফোন কিংবা বাটন ফোন দিয়ে কোড ব্যবহার করে আপনি নিচের নিয়মে নগদের অ্যাকাউন্ট দেখতে পারেন।

অনলাইনে বইয়ের চাহিদা প্রদানের নিয়ম।Onlinesheba24

  • প্রথমে মোবাইলে *১৬৭# এই কোডটি লিখে ডায়াল বাটন চাপ দিন।
  • My Nagad ৭ নং এ আছে তাই লিখে Send বাটনে ক্লিক করুন।
  • এবার Balance Enquiry ১ নং এ আছে বিধায় লিখে Send বাটনে চাপ দিন।
  • তারপর আপনার নগদ পিন নাম্বার দিয়ে Send বাটনে ক্লিক করুন।
  • হ্যাঁ, এবার আপনার মোবাইলর স্ক্রীনে দেখতে পাবেন নগদ অ্যাকাউন্টে মোট কত টাকা আছে।

নগদ অ্যাপের বিভিন্ন সেবা সমুহঃ

নগদ একাউন্ট দেখার নিয়ম জানার পর এবার আমরা জানবো নগদের সেবা সমুহ  নগদ  আমাদের বিভিন্ন সেবা দিয়ে থাকে। সেবা সমূহ নিন্মরুপঃ

সেন্ড মানি:

এই অপশন থেকে আপনি আপনার একাউন্ট থেকে যেকোনো নাম্বারে টাকা সেন্ড করতে পারবেন।

ক্যাশ আউট:

এই অপশনটি আপনি ব্যবহার করে আপনার একাউন্টে জমা টাকা অল্প খরচে আপনি ক্যাশ আউট করতে পারবেন।

মোবাইল রিচার্জ:

এই অপশনে ক্লিক করে আপনি আপনার নিজের মোবাইল রিচার্জ সহ যেকোন নাম্বারে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করতে পারবেন।

অ্যাড মানিঃ

এই অপশন ব্যবহার করে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে আপনি নগদ একাউন্টে জমা করতে পারেন।

বিল পেঃ

বিল পে অপশনটি সাধারণত বেশি ব্যবহার হয়। এখানে আপনি বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, পানির বিল, টিভি ও টেলিফোন বিল,  শিক্ষা প্রতিষ্ঠানের বিল, ইনস্যুরেন্স,ব্যাংক ও এফ আই, Covid19 নমুনা সংগ্রহের বিল, একপে, ভূমি মন্ত্রণালয়ের বিল, ক্রেডিট কার্ড সহ বিভিন্ন বিল প্রদান করতে পারবেন।

ইনস্যুরেন্স পলিসিঃ 

এই অপশনটি থেকে আপনি বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানিতে ইন্সুরেন্স অ্যাকাউন্ট খুলে টাক জমা করতে পারবেন।

অন্যান্য সেবা সমূহঃ

নগদ অ্যাপের এই অপশনটিতে ঢুকে আপনি বাস , ট্রেন, লঞ্চ, এবং ফ্লাইটের টিকেট বুকিং দিতে পারবেন। এছাড়াও ফ্লাইওভারের টোল প্রদান করতে পারবেন।

মার্চেন্ট পেঃ

এখানে আপনি যেকোনো মোবাইল নাম্বার বসিয়ে অথবা QR কোর্ড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।

ইএমআই পেমেন্টঃ

এই অপশনটি ব্যবহার করে আপনি বিভিন্ন  উন্নয়ন সংস্থা ,ফাউন্ডেশন ,মানবিক উন্নয়ন কেন্দ, সমাজ উন্নয়ন সংস্থা ইত্যাদি সংস্থায় দান করতে পারবেন। আপনি চাইলে দানের রিসিট ও সংগ্রহ করতে পারবেন এখান থেকে।

নগদ মেলাঃ

এখানে আপনি বিভিন্ন মেলা যেমন বইমেলা, ই-কমার্স মেলা, রি-কমার্স মেলা ইত্যাদি থেকে সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। এখানে প্রায় প্রতিটি পণ্যের ক্যাশ ব্যাক পাবেন।

যোগাযোগ করুনঃ

এই অপশন থেকে আপনি নগদের সকল অফিসের ঠিকানা, মোবাইল নাম্বার, লোকেশন ইত্যাদি দেখতে পারবেন। প্রয়োজনে ম্যাপে লোকেশন দেখতে চাইলে তার অপশনও দেওয়া রয়েছে।

ডোনেশনঃ এখান থেকে আপনি বিভিন্ন ফান্ডে ডোনেশনের টাকা প্রদান করতে পারবেন।

নগদের যাকাত ক্যালকুলেটর

নগদ একাউন্ট দেখার নিয়ম তো জানলাম। এবার যাকাত ক্যালকুলেটর অপশনটিতে ক্লিক করে আপনি পুরো বছরের সম্পদের বিবরণ দিয়ে কতটুকু পরিমাণ যাকাত আপনাকে দিতে হবে অথবা যাকাত দেয়ার উপযুক্ত আপনি হয়েছেন কিনা সেটা খুব সহজে জানতে পারবে। এখানে উল্লেখ্য যে যাকাত বন্টনের নির্ধারিত খাত , জাকাত ফরজ হওয়ার শর্ত, নিসাব এবং যাকাত সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এছাড়াও নামাজের সময়সূচী, পবিত্র কোরআন,ইলমে আমল, ইসলামিক ক্যালেন্ডার দেওয়া আছে।

ইসলামিক জীবন গড়তে রাসূল (সাঃ) এর জীবন ও শিক্ষা, আশুরার তাৎপর্য, সহিহ হাদিস, প্রতিদিনের দোয়া, আল্লাহর ৯৯ টি নাম, ইসলামিক নাম, ইসলামিক ওয়ালপেপার, হজ্জ গাইড, লাইভ মক্কা মদিনা সহ অনেক তথ্য এখান থেকে আপনি পাবেন।

লিমিট ও চার্জঃ

লিমিট ও চার্জ অপশনটিতে আপনি ক্লিক করে নগদ যে যে সেবা প্রদান করে থাকে সেই সকল সেবার চার্জ কত টাকা সেটা দেখতে পাবেন। উদাহরণ স্বরূপ সেন্ড মানি করলে ভ্যাট সহ ৫ টাকা খরচ হবে। ট্রান্সফার মানি করলে ভ্যাটসহ ১.৫% খরচ হবে। এছাড়া নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে ১২ টাকা ৫০ পয়সা খরচ হবে। এভাবে সকল চার্জ এখানে দেখতে পাবেন।

শেষ কথাঃ

নগদ একাউন্ট দেখার নিয়ম সহ নগদের সকল সেবা সম্পর্কে আমি এই পোস্ট এ আলোচনা করেছি। আশাকরি আপনাদের আনেক উপকারে আসবে। ভালো লাগলে লেখাটি শেয়ার করুন। ধন্যবাদ।

আরো তথ্য পেতে পড়ুনঃ

নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় জেনে নিন সহজে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *