নরওয়ে যেতে কত টাকা লাগে। নরওয়ে সর্বনিম্ন বেতন কত?
নরওয়ে যেতে কত টাকা লাগে। নরওয়ে সর্বনিম্ন বেতন কত জানেত সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। আপনারা যারা বাংলাদেশ থেকে উত্তর ইউরোপের দেশ নরওয়ে যাওয়ার কথা ভাবছেন, তাদের সকলের জানা উচিত নরওয়ে যেতে কত টাকা লাগে এবং নরওয়ে সর্বনিম্ন বেতন কত। আজকের পোস্টে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
নরওয়ে যেতে কত টাকা লাগে
নরওয়ে যেতে কার কত টাকা লাগবে এটি স্পষ্ট করে বলা সম্ভব না। কেননা নরওয়ে যেতে কত টাকা লাগবে এটি আপনার ভিসার ধরন ও ভিসার প্রকারের উপর নির্ভর করবে। এছাড়াও আপনি কিভাবে নরওয়ে যাচ্ছেন, তার উপরেও নির্ভর করে টাকার পরিমান কম বেশি হতে পারে। নরওয়েতে বিভিন্ন ধরনের ভিসা চালু আছে যেমন:
- ওয়ার্ক পারমিট ভিসা।
- স্টুডেন্ট ভিসা।
- টুরিস্ট ভিসা।
- মেডিকেল ভিসা।
- বিজনেস ভিসা ও
- ফ্যামিলি ভিসা।
আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় নরওয়ে যেতে চান তাহলে আপনার কমপক্ষে ৮-১০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসায় স্কলারশিপ নিয়ে নরওয়ে যেতে চান, তাহলে এই টাকার পরিমান আপনার স্কলারশিপের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। তবে আপনি যদি fully funded scholarship নিয়ে নরওয়ে যেতে পারেন তাহলে মোটামুটি ৪-৮ লাখ টাকার মধ্যে আপনি নরওয়ে উচ্চ শিক্ষার জন্য যেতে পারবেন।
নরওয়ে সর্বনিম্ন বেতন কত?
নরওয়ে যেতে কত টাকা লাগে জানলাম। এবার জানবো নরওয়ে সর্বনিন্ম বেতন কত। নরওয়ে একজন পার্ট টাইম ও ফুল টাইম শ্রমিকের সর্বনিম্ন বেতন কত? নরওয়ে একটি উন্নতশীল দেশ হওয়ায় অন্যান্য দেশের তুলনায় এখানে কাজের সুযোগ সুবিধা বেশি। বাংলাদেশের অনেক নাগরিক নরওয়েতে পার্ট টাইম ও ফুল টাইম শ্রমিক হিসেবে কাজ করে আসছে। take-profit.org তথ্য অনুযায়ী নরওয়েতে একজন ফুল টাইম কর্মীর মাসিক ইনকাম বৃদ্ধি করে ৫৪,০০০ NOK করা হয়েছে। যা প্রায় ৪৯৭৬ USD সমান। বাংলাদেশি টাকায় প্রায় ৪-৫ লক্ষ টাকা।
নরওয়ে দৈনিক সর্বনিম্ন বেতন কত?
অনেকে নরওয়ে দৈনিক সর্বনিম্ন বেতন কত সেই সম্পর্কে জানতে চান। দেখুন নরওয়ে একটি ইউরোপের দেশ। আর ইউরোপের দেশ গুলোতে সাধারণত দৈনিক ৮ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন কাজ করতে হয়। সেই হিসেবে একজন ব্যক্তি মাসে মোট কাজ করেন ২০ দিন অর্থাৎ ১৬০ ঘন্টা। আর আমরা জানি নরওয়ে মাসিক অর্থাৎ ১৬০ ঘন্টার সর্বনিম্ম বেতন ৫৪,০০০ NOK। তাহলে প্রতিঘন্টায় বেতন পড়ে ৩৩৭.৫ NOK। তার মানে নরওয়ে একজন ফুল টাইম কর্মীর দৈনিক ৮ ঘন্টায় ইনকাম হয় ২,৭০০ NOK বা ২৫৮ USD যা বাংলাদেশি টাকায় ২৫-৩০ হাজার টাকা।
নরওয়ে সুযোগ সুবিধা সমূহ
নরওয়ে যেতে কত টাকা লাগে। নরওয়ে সর্বনিম্ন বেতন কত জানার পর এবার এখানকার সুযোগ সুবিধা জানবো। প্রকৃত সৌন্দর্য এবং আধুনিক ও উন্নত জীবন যাপনের জন্য ইউরোপের অনেক দেশ থেকে এগিয়ে রয়েছে ইউরোপের উত্তর প্রদেশের দেশ নরওয়ে। বেশি আয় ও সমাজিক নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকায় ইউরোপের অনেক নাগরিকরাও স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে নরওয়েতে বসবাস করতে পছন্দ করেন। সুধু ইউরোপ নয়, বাংলাদেশ থেকেও অনেকে উচ্চ শিক্ষা ও কাজের উদ্দেশ্যে প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন নরওয়ে।
নরওয়ে ইনকামের তুলনায় Living cost কম হওয়ায় একজন স্টুডেন্ট খুব সহজে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে থাকে। নিজের পড়ালেখার যোগান দিতে পারে বলে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে জনপ্রিয়তা বেড়েছে নরওয়ের।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি নরওয়ে যেতে কত টাকা লাগে এবং নরওয়ে সর্বনিম্ন বেতন কত এ বিষয়ে সম্পূর্ণ একটি ধারণা পেয়েছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Onlinesheba24 ওয়েবসাইটে।
আরো জানুনঃ
সুইজারল্যান্ড সর্বনিম্ন বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি
জাপানে সর্বনিম্ন বেতন কত জেনে নিন।