নষ্ট অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ পাঁচটি ব্যবহার টিপস।

শেয়ার করুন

নষ্ট অ্যান্ড্রয়েড ফোন ফেলে দেয়া উচিৎ নয়। বর্তমান সময়ে কম বেশি সকলের বাড়িতে দু একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে সেগুলো ব্যবহার করে থাকি। যেমন ধরুন: কথা বলা, চ্যাট করা, ছবি তোলা, গান শোনা, ভিডিও দেখা, এবং নেট ব্রাউজিং করা ইত্যাদি।অনেক সময় আমরা সেই পুরাতন মোবাইল এর পরিবর্তে মার্কেটে আসা নতুন ব্র্যান্ডের ফোন কিনে থাকি।

নষ্ট অ্যান্ড্রয়েড ফোন এর দু একটা সমস্যার কারণে আমরা নতুন মোবাইল ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন?  আপনার বাসা বাড়িতে রেখে দেওয়া সে অব্যবহৃত পুরনো নষ্ট মোবাইল গুলো কে আপনি বিভিন্ন কাজ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনি সেই পুরাতন মোবাইল গুলোকে বিভিন্ন কাজে লাগাতে পারেন। যেমন: পুরনো মোবাইল দিয়ে সিসিটিভি তৈরি, বিক্রি করে নগদ টাকা, ইত্যাদি।

নষ্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সিসিটিভি তৈরিঃ

আপনি চাইলে পুরাতন মোবাইলটি দিয়ে খুব সহজেই সিসিটিভি তৈরি করতে পারেন এবং যেটি দিয়ে আপনি ইমার্জেন্সি ভাবে আপনার বাসা বাড়ি কিংবা দোকান মনিটর করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন।

প্রথমে যে ফোনকে আপনি সিসিটিভি বানাতে চান। মানে পুরাতন ফোনটিতে ইন্টারনেট সংযোগ দিন। তারপর গুগল প্লেস্টোরে গিয়ে Seecitv লিখে সার্চ করুন। এবার আপনার সামনে Make your old phone as a home security camera একটি অ্যাপস আসবে। অ্যাপটি ins-tall করে ওপেন করুন।

এ পর্যায়ে অ্যাপসটি কিছু পারমিশন চাইবে যেগুলোকে অনুমতি দিতে হবে যেমন আপনার ফোনের অডিও, ভিডিও, র্টামস এন্ড কন্ডিশন ইত্যাদি। সবগুলো পারমিশন অনুমোদন দেওয়ার পর একটি জিমেইল একাউন্ট দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস দিলে আপনার একাউন্ট তৈরির কাজ সম্পন্ন হবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনার সামনে অ্যাপসটি ব্যবহারের ইউজার মেনু শো করবে। যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কিভাবে আপনার অ্যাপসটি ব্যবহার করতে হবে।

আরো পড়ুনঃ স্মার্টফোনের সেরা ৫টি সিক্রেট টিপস যা আপনার জানা উচিত।

এ পর্যায়ে ফোনটিকে এভাবে রেখে। দ্বিতীয় ফোনটি অর্থাৎ আপনার নতুন ফোনটি যেটা আপনি মনিটর হিসেবে ব্যবহার করবেন সেটাতেও ঐ একইভাবে অ্যাপসটি ইন্স-টল করে পারমিশন দিয়ে সব কাজ সম্পন্ন করে নি। এবার আবারও পুরাতন মোবাইলে ফিরে যান।

এখন পুরনো মোবাইলটির অ্যাপস এর ভিতর থেকে থ্রি ডটের বাম পাশের অপশনটিতে ক্লিক করে Run অপশন Enable করে দিন।

নষ্ট-অ্যান্ড্রয়েড-ফোনের-অসাধারণ-ব্যবহার-onlinesheba24.jpg

এবার আবারও নতুন ফোনটিতে চলে আসুন। তারপর অ্যাপের বিতর থেকে Click here to connect অপশনে ক্লিক করুন।

নষ্ট-অ্যান্ড্রয়েড-ফোনের-পাঁচটি-ব্যবহার-onlinesheba24

ক্লিক করার সাথে সাথে এটি আপনার পুরনো মোবাইলটির সাথে কানেক্ট হয়ে যাবে। এবং মোবাইলের দুটি ক্যামেরাই অন হয়ে যাবে। এখন আপনি চাইলে পুরাতন মোবাইলটিকে আপনার বাস-বাড়ি, অফিস, কিংবা দোকানে এমন ভাবে সেট করে বসিয়ে দিতে পারেন যেন আপনি সম্পূর্ণ Place টি মনিটর করতে পারেন। এখন আপনি চাইলে বিশ্বের যেকোন স্থানে বসে আপনি ঐ নির্দিষ্টি স্থানটিতে কি হচ্ছে সবকিছু দেখতে পাবেন।

এছাড়াও আপনার নতুন ফোনটি অর্থাৎ যেটি দিয়ে পুরাতন মোবাইলটিকে কন্ট্রোল করবেন সেখানে আরোও অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেগুলো ব্যবহার করে আপনি আপনার সিসিটিভির সামনের ক্যামেরা বা পিছনের ক্যামেরা ব্যবহার করতে পারবেন। সিসিটিভির সাউন্ড অপশন কিংবা রেকর্ড অপশনটি অন করে ছোট ছোট ভিডিও ক্লিপস রেকডিং করে সংগ্রহ করে রাখতে পারেন।

নষ্ট-ফোন-দিয়ে-সিসিটিভি-তৈরি-onlinesheba24

পুরনো মোবাইল বিক্রি করে ইনকামঃ

পুরাতন মোবাইলটিকে বাসায় ফেলে না রেখে একটু খোঁজ খবর নিয়ে সেটিকে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারেন। তবে ফোনটির দু একটা সমস্যা থাকলে সেগুলো আপনি ঠিক করিয়ে তারপর বিক্রি করতে পারেন এবং বেশি অর্থ উপার্জন করতে পারবেন। সেটি হতে পারে আপনার নতুন ফোনের ৩/৪ ভাগের একভাগ সমপরিমাণ অর্থ।

পুরাতন মোবাইল দিয়ে কনটেন্ট তৈরিঃ

বর্তমান সময়ে অনেকে ইউটিউব এ কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। আপনি হয়তো ভাবছেন ইউটিউবিং শুরু করবেন। কিন্তু ভালো ক্যামেরা বা স্টুডিও সেটাপের এর জন্য ইউটিউবিং শুরু করতে পারছেন না।

তাদের জন্য নষ্ট অ্যান্ড্রয়েড ফোন হতে পারে আশীর্বাদ স্বরুপ। অর্থাৎ আপনার পুরাতন মোবাইলটির যদি ক্যামেরা ভাল থাকে তাহলে আপনি সেটির সাহায্যে ইউটিউবের জন্য বেশ ভালো কনটেন্ট তৈরি করতে পারবেন। যেগুলো ইউটিউবে ছেড়ে আপনি মাস শেষে লক্ষাধিক টাকা আয় করতে পারেন।

এছাড়াও আপনার পুরাতন মোবাইলটি আর্টিকেল রাইটিং এর কাজ কাজ করেও অনেক টাকা আয় করতে পারেন। পুরাতন মোবাইলের সাথে OTG ব্যবহার করে কম্পিউটার কিবোর্ড সংযোগ করতে পারেন। তারপর আপনি সেখানে আর্টিকেল রাইটিং অথবা আপনার কম্পিউটার টাইপিং প্রাক্টিস করতে পারেন।

পুরাতন মোবাইল দিয়ে শিক্ষাদানঃ

আপনি চাইলে বাসায় রেখে দেওয়া ফোনটিকে কিছুটাকা খরচ করে মেরামত করার পর আপনার বাচ্চার শিক্ষাদানে সেটি ব্যবহার করতে পারেন। বর্তমানে ইন্টারনেটে অনেক ভালো ভালো শিক্ষণীয় অ্যাপ্লিকেশন ও ভালো ভালো শিক্ষকদের ক্লাসের ভিডিও পাওয়া যায়।

যেগুলো দেখে য়াপ্নার শিশু ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে। এছাড়াও মোবাইলে ক্লাস করালে শিশুরা আন্দনসহকারে সেগুলো দেখবে এবং খুব দ্রুত নিজের বুদ্ধির বিকাশ ঘটাতে পারবে।

এমনি করে আপনি একটা পুরাতন মোবাইলকে ব্যবহার করে আরো অনেক ধরনের কাজ করতে পারবেন। এরকম আরো প্রয়োজনীয় কনটেন্ট পেতে চোখ রাখুন Onlinesheba24 ডট কম এ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *