নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক।

শেয়ার করুন

নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি হরিয়ে ফেলেন। কিংবা যদি ড্রাইভিং লাইসেন্স নষ্ট হয়ে যায়। অথবা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও ফিজিক্যাল স্মার্ট কার্ডটি হাতে পাননি তাহলে কিভাবে ড্রাইভিং লাইসেন্স নম্বর ছাড়াই সুধু মাত্র নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। জানতে আমাদের সাথেই থাকুন।

নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক (Check driving license by Name) করতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর ফোনে থাকা যেকোন একটি ব্রাউজারের সার্চ বারে ‘Parivahan’ লিখে সার্চ করুন। তাহলে সবার প্রথমে parivahan.gov.in একটি ওয়েবসাইট দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। সরাসরি ওয়েবসাইটে ঢুকতে  সম্পূর্ণ পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন।

ক্লিক করার সাথে সাথে আপনি ভারত সরকারের Ministry of road transport & highways ওয়েবসাইটে চলে আসবেন। এখন কোন রকম তথ্য ছাড়াই সুধুমাত্র নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য একটু নিচের দিকে স্ক্রোল করুন। তাহলে Driver/learners license একটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে More অপশনে ক্লিক করুন।

আপনাকে নতুন আরেকটি পেইজে নিয়ে আসা হবে সেখান থেকে select state name অর্থাৎ আপনি যেই রাজ্যের বাসিন্দা সেটি নিশ্চিত করুন। উদাহরণস্বরূপ আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছেন তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।

নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

এখানে অনেক গুলো অপশন রয়েছে। আপনি যেহেতু সুধুমাত্র নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন তাই উপরে Licence menu থেকে Others অপশনে ক্লিক করুন। আরোও কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে DL Search অপশনে ক্লিক করুন। DL Search অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ফর্ম শো করবে। এখন ফর্ম থেকে সর্বনিম্ন ২টি তথ্য পূরণ করতে হবে। আপনার জন্য প্রযোজ্য ২টি তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নিন।

নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

এখন License Holder Name অপশনে আপনার নামটি বড় হাতের অক্ষরে সঠিকভাবে বসিয়ে দিন এবং Date Of Birth অপশনে আপনার জন্ম তারিখ পূরণ করুন। দুটি তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচে থেকে Search অপশনে ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সকল তথ্য দেখতে পাবেন। যেমন লাইসেন্স নম্বর, পিতা-মাতার তথ্য ইত্যাদি।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন রকম ডকুমেন্ট ছাড়াই কিভাবে সুধু মাত্র নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয়। এরকম আরোও গুরুত্বপূ্র্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

বিশেষ দ্রষ্টব্য: এই পদ্ধতিটি সুধুমাত্র ইন্ডিয়ান নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনি যদি বাংলাদেশ থেকে নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব খুব দ্রুত এই রিলেটেড আরেকটি পোস্ট পাবলিশ করতে। ধন্যবাদ!

আরো জানুনঃ

ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট প্রাইস।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ও বিস্তারিত তথ্য।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *