প্রাথমিক উপবৃত্তি পোর্টালে নুতন শিক্ষার্থী এন্ট্রি করার নিয়ম।

শেয়ার করুন

উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে প্রথমে উপবৃত্তির পোর্টালে নুতন শিক্ষার্থী এন্ট্রি করতে হয়। নুতন শিক্ষার্থী স্কুলে ভর্তি হওয়ার পর অর্থাৎ প্রাক-প্রাথমিক শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে তাকে উপবৃত্তি দেওয়ার জন্য উপবৃত্তি পোর্টালে তার বিভিন্ন তথ্য প্রদান করতে হয়। ২০০২ সাল থেকে এই উপবৃত্তির টাকা প্রদানের নিয়ম চালু হয়।

আমাদের মধ্যে অনেকে আছেন যারা উপবৃত্তির পোর্টালে কিভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে হয় তা জানেন না। উপবৃত্তি পোর্টালে কি কি তথ্য এন্টি করতে হয় এবং কিভাবে করতে হয় তা আমি আজ এই পোস্টে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখে নিন সহজ কাজটি।

পোর্টালে নুতন শিক্ষার্থী এন্ট্রি করার নিয়মঃ

নুতন শিক্ষার্থী এন্ট্রি এর জন্য প্রথমে আপনার স্কুলের ল্যাপটপটি ওপেন করে ইন্টারনেট সংযোগ দিন। ক্রমব্রাউজার অথবা যে কোন একটি ব্রাউজার ওপেন করে pesp.finance.gov.bd এই ঠিকানাটা লিখে একবার ইন্টার প্রেস করুন।

ওয়েবসাইটে ঢোকার পর প্রথমে বাম পাশের ড্যাশ বোর্ডের নিচে প্রাথমিক নির্বাচনে ক্লিক করুন।

তারপর নুতন শিক্ষার্থী এন্ট্রি বাটনে ক্লিক করুন।

নিচের পেজটি দেখতে পাবেন।

রাথমিক-উপবৃত্তি-পোর্টালে-নুতন-শিক্ষার্থী-এন্ট্রি-করার-নিয়ম।Onlinesheba24

নুতন শিক্ষার্থী এন্ট্রি পেজে সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর ব্যক্তিগত তথ্য হিসাবে প্রথমে জন্ম সনদের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে পাশে থাকা খুঁজুন বাটনে ক্লিক করুন। জন্ম সনদের তথ্য ও জন্ম তারিখ ঠিক থাকলে জন্ম নিবন্ধন সার্ভার থেকে তার তথ্য এখানে প্রদর্শিত হবে।

এবার ভাই বোনের সংখ্যা, ধর্ম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা সিলেক্ট করুন।

শিক্ষার্থীর মায়ের এনআইডি নাম্বারজন্ম তারিখ লিখে পূর্বের ন্যায় খুঁজুন বাটনে ক্লিক করুন।

ঠিক একইভাবে পিতার এনআইডি নাম্বারজন্ম তারিখ লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। আপনার দেয়া সকল তথ্য ঠিক থাকলে পিতা-মাতার নাম এনআইডি সার্ভার থেকে অটো দেখাবে।

পিতা এবং মাতার মোবাইল নাম্বার প্রদান করুন।

এবার ছাত্রছাত্রীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হলে ডান সাইটের উপরে একই বর্তমান ঠিকানা ঘরে টিক চিহ্ন দিন।

এ পর্যায়ে শিক্ষার্থীর বর্তমান শিক্ষা তথ্য অর্থাৎ শিক্ষার্থী কোন শ্রেণীতে পড়ে, শিফটের নাম, শাখা এবং রোল নম্বর প্রদান করতে হবে।

পরের ঘরে শিক্ষার্থীর বৈধ অভিভাবকের তথ্য দেয়া যেতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থীর পিতা-মাতার অবর্তমানে তথ্যটি প্রদান করতে হয়।

সর্বশেষে মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ নির্বাচন করে নিচে থাকা সংরক্ষণ বাটনে ক্লিক করুন।

উপবৃত্তি-পোর্টালে-নুতন-শিক্ষার্থী-এন্ট্রি-করার-নিয়ম।Onlinesheba24

তথ্য প্রদানে ত্রুটি না থাকলে নুতন শিক্ষার্থী এন্ট্রি হয়ে যাবে।

উপবৃত্তি পোর্টালে নুতন শিক্ষার্থী এন্ট্রি কিছু প্রশ্ন ও উত্তরঃ

১। জন্ম নিবন্ধন না থাকলে কি নুতন শিক্ষার্থী এন্ট্রি করা যাবে?

উত্তরঃ না

২। পিতা মাতার এনআইডি না থাকলে কি শিক্ষার্থী উপবৃত্তি পাবে?

উত্তরঃ হ্যাঁ পাবে। তবে উপবৃত্তি পোর্টালে বিশেষ অপশনটি চালু থাকতে হবে।

৩। শিক্ষার্থীর পিতা-মাতা বেঁচে নেই তাহলে কি সে উপবৃত্তি পাবে?

উত্তরঃ হ্যাঁ পাবে। তবে বৈধ অভিভাবকের তথ্য প্রদান করতে হবে এবং পিতা-মাতার তথ্যও প্রদান করতে হবে।

৪। একই ক্লাসে দুই বছর থাকলে সে কি উপবৃত্তি পাবে?

উত্তরঃ না, পাবে না।

৫। শিক্ষার্থী বিদ্যালয় পরিবর্তন করলে সে কি নুতন বিদ্যালয়ে উপবৃত্তি পাবে?

উত্তরঃ হ্যাঁ পাবে। তবে পূর্বের বিদ্যালয় থেকে শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার করতে হবে এবং নতুন বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ করে উপবৃত্তি পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে।

আরো তথ্য পেতে পড়ুনঃ

উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থী ট্রান্সফার করার সহজ নিয়ম। 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *