পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৫

শেয়ার করুন

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার পর। আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্য পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার প্রয়োজন হয়ে পড়ে। তাই আজকের পোস্টে আমরা দেখব কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করবেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা ক্রম ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে http:www.rebpbs.com লিখে সার্চ করুন। তাহলে পল্লী বিদ্যুতের মিটারের আবেদনের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • হোম
  • আবেদন
  • শিল্প সংযোগের আবেদন
  • জামানাত ও ফি জমা
  • অভিযোগ দিন
  • ওয়্যারিং পরিদর্শকদের তালিকা
  • লগইন
  • Privacy policy

যারা মোবাইল থেকে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করবেন। তাদের অনেকের ক্ষেত্রে 3 মাইনাসে উপরের অপশন গুলো থাকতে পারে। তাই 3 মাইনাইস চিহ্ন আসলে সেখানে ক্লিক করুন। তাহলে উপরের অপশন গুলো দেখতে পাবেন। অথবা আবেদন অপশনে ২/৩ সেকেন্ড ট্যাপ করে ধরলেও অপশন গুলো চলে আসবে।

এখন উপরে উল্লেখিত অপশনগুলো থেকে ‘আবেদন’ অপশনটিতে ক্লিক করুন। সেখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • আবেদন করুন
  • আবেদন পরিবর্তন করুন
  • আবেদন ডাউনলোড করুন
  • হাউজ ওয়্যারিং নিশ্চিত করুন
  • ওয়্যারিং পরিদর্শকদের তালিকা
  • আবেদনের সর্বশেষ অবস্থা জানুন
  • অফিস কর্তৃক প্রদত্ত সকল এসএমএস দেখুন

উপরে উল্লেখিত প্রত্যেকটি তথ্যগুলো চেক করার জন্য আবেদন কপিতে থাকা ট্রাকিং আইডি ও পিন নাম্বার প্রয়োজন হবে। এখন পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার জন্য আবেদন অপশন থেকে ‘আবেদনের সর্বশেষ অবস্থা’ অপশনটি ক্লিক করুন। নীচের সামনে একটি ফর্ম ওপেন হবে।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করুন

সেখানে আবেদনের ট্রাকিং আইডি ও পিন নাম্বার দিতে বলা হবে। এখন আপনি আপনার পল্লী বিদ্যুৎ আবেদনকৃত অনলাইন কপি থেকে ট্রেকিং নম্বর ও পিন নাম্বার কপি করে সঠিক স্থানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার আবেদনের সকল ডকুমেন্ট দেখতে পাবেন এবং নিচে আবেদনের দশটি ধাপ রয়েছে সেগুলো দেখতে পেবেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান১

এখানে আপনি কয়টি ধাপ অতিক্রম করেছেন সেটাও দেখতে পাবেন। আপনি যে ধাপগুলো অতিক্রম করেছেন সেই ধাপগুলো সবুজ রঙের এবং যে ধাপগুলো এখনো অতিক্রম করেননি সেটি লাল রঙের। উদাহরণ স্বরূপ, উপরের দেয়া ধাপসমূহ:

  • আবেদন করা হয়েছে
  • হাউজ ওয়্যারিং সম্পন্ন
  • মেম্বার সার্ভিস কর্তৃক প্রাথমিক অনুমোদিত
  • ওয়্যারিং পরিদর্শক নিয়োগ সম্পন্ন
  • ওয়্যারিং পরিদর্শক কর্তৃক পরিদর্শন সম্পন্ন
  • ডিমান্ড নোট এসু ও এসএমএস প্রদান

আর কয়টি ধাপ অতিক্রম করতে বাকি রয়েছে সেটিও দেখতে পাবেন। উদাহরণস্বরূপ,

  • ডিমান্ড নোটের টাকা জমা
  • মিটার অর্ডার সরবরাহ (সিএমও ইস্যু)
  • লাইনম্যান নিয়োগ
  • সংযোগ প্রদান

সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করার পর আপনি পল্লী বিদ্যুৎ মিটার সংযোগ পাবেন। এখানে সকল অবস্থান গুলো ট্যাকিং আইডি এবং পিন নম্বর দিয়ে দেখতে পারবেন। পল্লী বিদ্যুতের আবেদন করার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে পল্লী বিদ্যুৎ অফিস থেকে আমাদের ফোনে এসএমএস পাঠানো হয়।

কিন্তু অনেক সময় আমরা ভুলবশত সেসব এসএমএস ডিলিট করে দেই। অথবা সেগুলো হারিয়ে যায়। এমতবস্তায়, আপনি চাইলে ‘অবেদন’ অপশন থেকে ‘অফিস কর্তৃক প্রদত্ত সকল এসএমএস দেখুন’ অপশনে ক্লিক করে আপনার কাছে পাঠানো এসএমএস গুলো আরো একবার দেখে নিতে পারেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

এসএমএস গুলো পুনরায় বের করার জন্য অফিস কর্তৃক প্রদত্ত সকল এসএমএস দেখুন অপশনে ক্লিক করুন। তারপর ট্যাকিং আইডি এবং পিন নম্বর বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। পুনরায় আপনার এসএমএসটি দেখতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করে আপনি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করতে পারবেন।

আশাকরি, আর্টিকেলটি পড়ে আপনি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করুন সহজে।

পল্লী বিদ্যুৎ বিল চেক অনলাইনে।

NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধের নিয়ম।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *