প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা প্রদানের নিয়ম।
অনলাইনে পাঠ্যপুস্তক চাহিদা প্রদান করা খুবই সহজ। প্রতি বছর ১লা জানুয়ারি বই উৎসব পালিত হয়। এই দিনে সকল শিক্ষার্থীর হাতে সরকারিভাবে নতুন বই তুলে দেয়া হয়। প্রাথমিক বিদ্যালয়র সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে প্রতিটি বিদ্যালয় হতে বইয়ের চাহিদা প্রদান করতে হয়। সুতরাং বইয়ের চাহিদা অনলাইনে কিভাবে দিতে হবে এটা আমাদের সকলের জানা উচিত।
আজ এই পোস্টে আমি দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পাঠ্যপুস্তক চাহিদা প্রদান করতে হয়। এই চাহিদা প্রদানে প্রধান শিক্ষকের PEMIS এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। তো চলুন দেখে নেই কিভাবে এই কাজটি করতে হয়।
অনলাইনে পাঠ্যপুস্তক চাহিদা/বইয়ের চাহিদা প্রদানের নিয়মঃ
প্রথমে স্কুলের ল্যাপটপ ওপেন করে WiFi কিংবা ইন্টারনেট সংযোগ দিন।
ক্রোমো ব্রাউজার ওপেন করে ব্রাউজারের এড্রেস বারে ipemis.dpe.gov.bd এই ঠিকানাটা লিখে ইন্টার বাটনে ক্লিক করুন।
সাইন ইন এ ক্লিক করুন।
সরাসরি পেজটিতে ঢুকতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ে এখানে ক্লিক করুন।
এবার প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
লগইন করার পর ড্যাশবোর্ডের নিচে বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ এ ক্লিক করুন।
এবার বইয়ের চাহিদা অপশনটিতে ক্লিক করুন।
নিজের পেজটি দেখতে পাবেন।
এই পেজটিতে আপনাকে প্রত্যেক শ্রেণীর মোট ছাত্র ছাত্রীর বইয়ের তথ্য প্রদান করতে হবে।
এখানে আপনার বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা দেওয়া থাকবে শুধুমাত্র বিদ্যালয়ের কোনো শ্রেণীর বই উদ্বৃত্ত থাকলে সেটির সংখ্যা এখানে লিখতে হবে।
এভাবে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর বই এর তথ্য প্রদান করতে হবে।
তথ্য প্রদান শেষে আপনি চাইলে ড্রাফট করুন অপশনটিতে ক্লিক করে তথ্যটি ড্রাফট করে রাখতে পারেন।
তথ্যটি সাবমিট করতে চাইলে সাবমিট করুন বাটনে ক্লিক করুন।
এখন হয়ে গেল আপনার বিদ্যালয়ের বার্ষিক পাঠ্যপুস্তক চাহিদা প্রদান।
শেষ কথাঃ
প্রতিবছর প্রতিটি বিদ্যালয়ে বইয়ের চাহিদা অনলাইনে দিতে হয় বিধায় এই নিয়মটি মনে রাখা খুবই জরুরী। প্রধান শিক্ষক তার নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে কাজটি করবেন। আশাকরি এই পোস্টটি পড়ে আপনি খুব সহজে অনলাইনে আপনার বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা প্রদান করতে পারবেন। লেখাটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।
আরো তথ্য জানতে পড়ুনঃ
উপবৃত্তি পোর্টালে মোবাইল নং পরিবর্তন করার নিয়ম।
PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করার সহজ নিয়ম।