পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন সহজে।

শেয়ার করুন

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনার যারা পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করেছেন তারা অনেকেই জানেন না, কিভাবে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে হয়। অর্থাৎ, আপনার পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা। কিংবা পাসপোর্টি পেন্ডিং আছে কিনা এবং আপনার পাসপোর্টি ইস্যু হয়েছে কিনা। সেটি কিভাবে চেক করবেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে epassport.gov.bd লিখে সার্চ করুন। সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

পাসপোর্ট হয়েছে কিনা চেক

ওয়েবসাইটে প্রবেশের পর সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Apply online.
  • 5 steps to e passport.
  • Urgent application’s.
  • Instructions.
  • Passport fees.
  • Check status.
  • Contact.

এখন আপনি ‘Check status’ অপশনে ক্লিক করুন। ( আপনি যদি মোবাইল ফোন দিয়ে পাসপোর্ট চেক করেন, তাহলে ওয়েবসাইটে আসার পরে 3 মেনু অপশনে ক্লিক করুন। সেখানে Check status অপশনে পেয়ে যাবেন।) নিচের অপশনগুলো দেখতে পাবেন। যেমন:

  1. Online registration I’d.
  2. Application I’d.
  3. Application I’d/online registration I’d/email address.
  4. Date of birth.

পাসপোর্ট হয়েছে কিনা চেক

এখন আপনাকে উপরে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Application ID এবং date of birth দিতে হবে। এই Application ID নম্বরটি আপনি আপনার ডেলিভারি স্লিপের উপরের অংশে পেয়ে যাবেন।

এখন আপনি Application ID টি সঠিকভাবে বসিয়ে দিন এবং date of birth অপশন পূরণ করুন। তারপর নিচের ‘I am human’ অপশনে টিক চিহ্ন দিয়ে নিচে থেকে check অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা চলে আসবে।

আপনি এখানে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা দেখতে পাবেন। অর্থাৎ আপনার পাসপোর্টটি কোন অবস্থায় আছে সেটি দেখতে পাবেন। যদি দেখেন আপনার পাসপোর্ট স্ট্যাটাসটি ‘in process at local passport office’ দেখাচ্ছে তাহলে ভাববেন আপনার পাসপোর্টটি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। যেটি এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।

আবার যদি আপনার পাসপোর্ট স্ট্যাটাসটি “arrived at the local passport office” দেখায়। তাহলে বুঝতে পারবেন আপনার পাসপোর্টটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে এবং সেটি আপনার পাসপোর্ট অফিসে ডেলিভারি করা হয়েছে। এখন আপনি পাসপোর্ট স্লিপ সাথে নিয়ে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। এই নিয়মে খুব সহজে আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন।

রেজিস্ট্রেশন আইডি দিয়ে পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন

রেজিস্ট্রেশন আইডি দিয়ে পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। পুর্বের নিয়মে ওয়েব সাইটে প্রবেশ করুন। আবারো নিচের অপশনগুলো দেখতে পাবেন।

  1. Apply online
  2. 5 steps to e passport
  3. Urgent application’s
  4. Insurance
  5. Passport fees
  6. Check status
  7. Contact

এখন আপনি Check status অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে Registration ID এর স্থলে আপনার অনলাইন পাসপোর্ট রেজিস্ট্রেশন আইডিটি দিয়ে দিন। তারপর Date of birth এবং I am human অপশন সঠিকভাবে পূরণ করে check অপশনে ক্লিক করুন।

আপনার পাসপোর্টি বর্তমান স্ট্যাটাস চলে আসবে। যদি স্ট্যাটাসটটি Your passport has been issued লেখ দেখায়, তাহলে আপনি বুঝবেন পাসপোর্টি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে ডেলিভারি স্লিপ সাথে নিয়ে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট স্ট্যাটাস চেক করা জরুরি কেন?

পাসপোর্ট আমাদের সকলের কাছে অতি জরুরি একটি ডকুমেন্ট। বিশেষ করে যারা বিদেশে গমনের জন্য পাসপোর্ট আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা বেশি জরুরি হয়ে পড়ে। সঠিক সময় পাসপোর্ট তৈরি না হলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা ওয়ার্ক পারমিট আবেদন করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই নির্দিস্ট সময়ে পাসপোর্ট হয়েছে কিনা চেক করে জেনে নেওয়া উচিত।

আবার অনেক ক্ষেত্রে পাসপোর্টের সকল ধাপ অতিক্রম করে আবেদন করার পরেও বা সঠিক সময়ে পাসপোর্ট ডেলিভারি না পেলেও পাসপোর্ট স্ট্যাটাস চেক করা জরুরি হয়ে পড়ে। মোট কথা পাসপোর্ট এর বর্তমান অবস্থা যাচাই করার জন্য পাসপোর্ট স্ট্যাটাস চেক করা প্রয়োজন।

বাটন ফোন দিয়ে পাসপোর্ট চেক

অনেক সময় আমাদের স্মার্টফোন না থাকলে বা স্মার্টফোনে সমস্যা দেখা দিতে পারে। তখন জরুরি ভিত্তিতে বাটন ফোন দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মটি।

আপনার বাট ফোনের মেসেজ অপশনে EPP<Space>Application-Id লিখে ১৬৪৪৫ নম্বরে সেন্ড করুন।

ফিরতি SMS এ আপনার পাসপোর্ট হয়েছে কিনা জানিয়ে দেওয়া হবে। এভাবে খুব সহজে বাটন ফোন থেকেও পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যাবে।

পাসপোর্টের কোন স্ট্যাটাসের অর্থ কি? জেনে নিন।

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার পর আমরা সেখানে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস দেখতে পাই। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছেন পাসপোর্টের কোন স্ট্যাটাসের মানে কি সেটা জানে না। তাই তাদের সুবিধার্থে সবচেয়ে বেশি কমন কিছু স্ট্যাটাসের মানে তুলে ধরা হল:

  • Pending SB Police Clearance : আপনার আবেদনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য pending রয়েছে।
  • Pending for Passport Personalization : আপনার পার্সপোর্ট প্রেসেসিং কমপ্লিট এখন সেটি Delivery জন্য প্রস্তুত হচ্ছে।
  • Passport has been issued from local passport office : আপনার পাসপোর্ট স্থানীয় পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয়েছে। এখন আপনি চাইলে সেটি সংগ্রহ করতে পারবেন।

উপরে উল্লেখিত তিনটি নিয়ম অনুসরণ করে আপনি চাইলে খুব সহজেই আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস যাচাই করতে পারবেন। অর্থাৎ আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করে দেখতে পারবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

আরো জানুনঃ

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *