পেওনিয়ার থেকে বিকাশ বা উপায়ে টাকা আদান প্রদান করার নিয়ম।
পেওনিয়ার থেকে বিকাশ বা উপায়ে টাকা আদান প্রদান এখন আর স্বপ্ন নয় বাস্তব। বর্তমান সময় ফ্রিল্যান্সিংয়ের যুগ বা প্রযুক্তির যুগ এ যুগে মানুষ ঘরে বসে প্রতিনিয়ত ইনকাম করছে হাজার হাজার বৈদেশিক মুদ্রা। কিন্তু দেশের প্রেক্ষাপটে এসব বৈদেশিক অর্থ হাতে পেতে ফ্রিল্যান্সারদের পোহাতে হচ্ছে নানা জটিলতা। পাড়ি দিতে হচ্ছে নানা প্রতিকূলতা।
বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসার একমাত্র মাধ্যম হচ্ছে USD ডলার। যেটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ব্যাংক একাউন্ট দিয়ে সংগ্রহ করা সম্ভব। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র ফ্রিল্যান্সারদের অর্থ সংগ্রহের বিষয়টা দিন দিন আরো জটিল হয়ে পড়েছে।
কাজ করেও হাতে অর্থ পাচ্ছেন না অনেক ফ্রিল্যান্সার। যে কেউ চাইলে সহজে একটি ব্যাংক একাউন্ট তৈরি করতে পারছেন না। আবার পারলেও পাসপোর্টের কারণে সংগ্রহ করতে পারছেন না VISA বা Master Card। ফলে অনলাইন জগতে পিছুপা হঠতে হয় অনেক ফ্রিল্যান্সারকে।
আরোও পড়ুনঃ অনলাইনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই ঋণ (eRin) নেওয়ার উপায়।
এসব ক্ষুদ্র ফ্রিল্যান্সারদের দুর্ভোগের কথা ভেবে বিশ্বের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা লেনদেন প্ল্যাটফর্ম Payoneer নিয়ে আসল এক অসাধারণ উপায়। যেখানে সুধু মাত্র এক কপি NID দিয়ে একাউন্ট তৈরি করতে পারছেন যেকেউ এবং সাধারণ কিছু শর্ত সাপেক্ষে সংগ্রহ করতে পারছেন ভার্চুয়াল ও ফিজিক্যাল ভিসা বা মাস্টার কার্ড। যার সাহায্যে একজন ফ্রিল্যান্সার খুব সহজে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবেন।
আর এই বিশাল সুযোগটাকে আরেকটু সহজলভ্য করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে আসলেন বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশ ও উপায়। এখন থেকে যেকেউ পেওনিয়ার একাউন্ট থেকে ঐসব বৈদেশিক USD ডলারকে টাকায় রূপান্তর করে পেওনিয়ার থেকে বিকাশ বা উপায় একাউন্টে সংগ্রহ করতে পারবেন খুব সহজে। আজকে পোস্টে আমরা সেই অসাধারণ উপায়টি সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি।
পেওনিয়ার থেকে বিকাশে অর্থ লেনদেন করার নিয়ম
আপনি যদি পেওনিয়ার এর একজন সম্মানিত গ্রাহক হয়ে থাকেন এবং একই সাথে আপনার ফোনে যদি বিকাশ অথবা উপায় একাউন্ট থাকে তাহলে আপনি খুব সহজে পেওনিয়ার থেকে বিকাশ টাকা ট্রান্সফার সার্ভিসটি উপভোগ করতে পারবেন। যদি পেওনিয়ারে একাউন্ট না থাকে তাহলে চলুন জেনে নি কিভাবে একাউন্ট তৈরি করবেন।
পেওনিয়ার একাউন্ট তৈরি প্রক্রিয়া
প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি সচল রেখে চলে আসুন যেকোন ব্রাউজারে। তারপর সার্চ অপশনে Payoneer লিখে সার্চ করুন। এবারে গুগল সার্চ রেজাল্টের প্রথম ওয়েব সাইটে প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করুন। এখন আপনার সামনে এরকম একটি পেইজ প্রদর্শিত হবে।
এবারে Sign up and earn 25$ অপশনটিতে ক্লিক করুন। তারপর ওপরের ডান পাশের Sign In অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আরেকটি পেইজ শো করবে। এবারে পেইজটির নিচে Sign up! আরেকটি অপশন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করে একাউন্টের ধরণ নির্বাচণ করুন। অর্থাৎ আপনি কোন কাজে একাউন্টি ব্যবহার করতে চাচ্ছেন। সিলেক্ট করার পর রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার ব্যাক্তিগত কিছু তথ্য সাবমিট করুন। যেমন:
- নামের প্রথম অংশ
- নামের শেষের অংশ
- একটিভ জিমেইল ও
- জন্ম তারিখ
তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার NID কার্ডটি ফলো করুন। অন্যথায় আপনার একাউন্টি সফলভাবে ভেরিফিকেশন হবে না এবং পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা নিতে পারবেন না।
সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পর নিচে থেকে NEXT অপশনে ক্লিক করুন। তারপর ইংরেজিতে আপনার বর্তমান ঠিকানা ও একটি একটিভ মোবাইল নাম্বার দিয়ে Send code অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া প্রদত্ত নাম্বারে একটি কোর্ড যাবে সেটি সংগ্রহ করে সঠিকভাবে বসিয়ে আবারও নিচে থেকে NEXT অপশনে ক্লিক করুন।
৩য় ধাপঃ পেওনিয়ার থেকে বিকাশ টাকা নিতে এই ধাপে আপনাকে আরোও কিছু তথ্য সাবমিট করতে হবে যেমন:
- পাসওয়ার্ড
- রিপাসওয়ার্ড
- সিক্রুটি কোশ্চেন ও
- NID নাম্বার
সবগুলো তথ্য বসানোর পর I’m not robot সিলেক্ট করে NEXT অপশনে ক্লিক করুন।
৪র্থ ধাপঃ এই পর্বে আপনার দেশ, কারেন্সি ও একটি সচল ব্যাংক একাউন্ট যুক্ত করতে বলবে। আপনার নামে যদি ব্যাংক একাউন্ট না থাকে কিন্তু পরিবারের অন্য কোন সদস্যের নামে একাউন্ট থেকে থাকে তাহলে সেটি যুক্ত করতে পারবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই যার নামে ব্যাংক একাউন্টি তার নাম এবং NID দিয়ে একাউন্ট খোলা বেটার হবে।
আর যদি পরিবারের কোন সদস্যের ব্যাংক একাউন্ট না থাকে তাহলে আপনি যেকোন ব্যাংক থেকে একটি ফ্রি স্টুডেন্ট একাউন্ট তৈরি করে সেটি দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। আরেকটা কথা আপনি যেকোন একটি ব্যাংক একাউন্ট যুক্ত করলেই হবে। কিন্তু পরবর্তীতে পেওনিয়ার এর টাকা বিকাশ বা উপায় একাউন্টে উঠাতে পারবেন।
আরোও পড়ুনঃ বিকাশ রকেট ও নগদ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নিন।
যাই হোক সবগুলো তথ্য দেওয়া শেষে Submit অপশনে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার Application টি পেওনিয়ার টিমের কাছে রিভিউতে চলে যাবে। তারা রিভিউ করে দেখবে। সবগুলো তথ্য ঠিক থাকলে তারা আপনার আবেদনটি অনুমোদন করে দেবে।
আপনার একাউন্টি এপ্রুভালের পর এই পর্যায়ে আপনি চাইলে আপনার একাউন্টের সাথে বিকাশ বা উপায় একাউন্ট যুক্ত করতে পারবেন। পেওনিয়ার থেকে বিকাশ টাকা ট্রান্সফার করতে এখন বিকাশ একাউন্ট সংযুক্ত পদ্ধতিটি শেয়ার করছি।
পেওনিয়ারের সাথে বিকাশ সংযুক্ত প্রক্রিয়া
পেওনিয়ার থেকে বিকাশ নিতে প্রথমে বিকাশ অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর আপনার নাম্বার দিয়ে লগইন করে নিন। এরপর বিকাশের হোম পেইজ এ রেমিট্যান্স একটি অপশন পাবেন। সেটাতে ক্লিক করে পেওনিয়ার সিলেক্ট করুন।
তারপর আপনার পেওনিয়ার একাউন্টের লগইন তথ্য দিয়ে সাইটে প্রবেশ করলে আপনার একাউন্টি স্বয়ংক্রিয়ভাবে বিকাশের সাথে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে আপনি বিকাশ অ্যাপের রেমিট্যান্স অপশন থেকে পেওনিয়ারের ডলার গুলো তুলতে পারবেন। যেটি সরাসরি আপনার বিকাশ অ্যাপে এসে জমা হবে।
বিঃদ্রঃ আপনার পেওনিয়ার ও বিকাশ একাউন্টি যদি একই NID দ্বারা তৈরি করা না হয় তাহলে আপনি বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট সফলভাবে সংযুক্ত করতে পারবেন না।
পেওনিয়ার VISA বা MasterCard
পেওনিয়ার থেকে বিকাশ টাক ট্রান্সফার তো জানলাম। আপনি যদি আন্তর্জাতিক লেনদেনের জন্য পেওনিয়ার ভিসা বা মাষ্টারকার্ড সংগ্রহ করতে চান, তাহলে একাউন্ট তৈরির পর থেকে যেকোন বড় মার্কেটপ্লেস যেমন: ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার থেকে কমপক্ষে ১০০$ ডলার আপনার পেওনিয়ার একাউন্টে নিয়ে আসতে হবে। এটি আপনি একসাথে বা ভেঙ্গে ভেঙ্গে অর্থাৎ ২০$ / ৫০$ করেও মোট ১০০$ সংগ্রহ করতে পারলেই একটি ভিসা বা মাষ্টার কার্ড সংগ্রহ করতে পারবেন।