উপবৃত্তি পোর্টালে মোবাইল নং পরিবর্তন করার নিয়ম।
উপবৃত্তি পোর্টালে মোবাইল নং পরিবর্তন করা কিছু কিছু ক্ষেত্রে খুবই জরুরী। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বর্তমান সময়ে নগদ ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। বর্তমান সময়ে ৬ মাস পরপর এই উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকের কাছে পৌঁছায়। কিন্তু দুঃখের বিষয় অভিভাবকের অসচেনতার কারণে মোবাইল নাম্বার পরিবর্তন করে থাকে।
কিছু কিছু অভিভাবক সে নিজেও জানে না কার এনআইডি দিয়ে সিম কেনা হয়েছে ফলে নষ্ট বা হারিয়ে যাওয়া সিম পুনরায় তোলা অসম্ভব হয়ে পড়ে। উপবৃত্তির টাকা প্রদান করার পর কিছু অভিভাবক স্কুলে এসে বলে তার মোবাইল নাম্বারে কোন টাকা আসেনি। ফলে পুনরায় উপবৃত্তির টাকা পেতে অভিভাবকের মোবাইল নাম্বার পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে।
আজ আমি এই পোস্টে উপবৃত্তি পোর্টালে মোবাইল নং পরিবর্তন কিভাবে করতে হয় তা আপনাদের দেখাবো। তবে কাজটি করতে আপনাকে অবশ্যই সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার এর আইডি এবং পারওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
উপবৃত্তি পোর্টালে মোবাইল নং পরিবর্তন করার নিয়ম
পোর্টালে মোবাইল নং পরিবর্তন করতে প্রথমে আপনার ল্যাপটপ কিংবা মোবাইলে ইন্টারনেট সংযোগ ওপেন করুন।
ক্রম ব্রাউজারের অ্যাড্রেস বারে/সার্চ বারে pesp.finance.gov.bd এই ঠিকানাটা লিখে ইন্টার বাটনে একবার প্রেস করুন।
প্রথমে থাকা pesp finance অপশনে ক্লিক করুন।
এবার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করুন।
লগইন করার পর বামপাশের ড্যাসবোর্ডের নিচে বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশনে ক্লিক করুন।
তারপর শিক্ষার্থীর তথ্য আপডেট এ ক্লিক করুন।
নিচের পেজটি আপনি দেখতে পাবেন।
এবার পেজের উপরে বিদ্যালয়ে নাম সিলেক্ট করুন।
যে শ্রেণীর শিক্ষার্থীর মোবাইল নাম্বার পরিবর্তন করবেন সেই শ্রেণি সিলেক্ট করুন।
খুঁজুন বাটনে ক্লিক করুন।
আপনার সামনে সিলেক্টকৃত শ্রেণীর সকল শিক্ষার্থীর তথ্য দেখতে পাবেন।
এবার যে শিক্ষার্থীর মোবাইল নাম্বার পরিবর্তন করবেন তাকে খুঁজে নিন এবং ডান পাশে কলম আইকনে ক্লিক করুন।
আপনার সামনে উক্ত শিক্ষার্থীর সকল তথ্যের এডিট অপশন চলে আসবে।
এবার আপনার ইচ্ছেমতো মোবাইল নাম্বার সহ যেকোনো তথ্য পরিবর্তন করুন।
শিক্ষার্থীর সকল তথ্য আপডেট করার পর নিচে থাকা সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
তথ্যটি সংরক্ষণ হয়ে গেলে আপনার কাজ শেষ।
এভাবে খুব সহজে আপনি যে কোন শিক্ষার্থীর পোর্টালে মোবাইল নং পরিবর্তন সহ সকল তথ্য খুব সহজে পরিবর্তন করতে পারবেন।
আরো জানুনঃ PEMIS এ শিক্ষার্থীর তথ্য আপডেট করার সহজ নিয়ম।
শেষ কথাঃ
প্রাথমিক উপবৃত্তি পোর্টালে মোবাইল নং পরিবর্তন করার নিয়ম খুব সহজ হলেও প্রধান শিক্ষকের আইডি হতে এই পরিবর্তন করা আপাতত সম্ভব নয়। আপনার কোন শিক্ষার্থীর তথ্য এবং মোবাইল নাম্বার পরিবর্তন করতে হলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসারের শরণাপন্ন হতে হবে।
যদিও পোর্টালে মোবাইল নং পরিবর্তন খুব সহজ কিন্তু উদ্ধতন কর্তৃপক্ষের আইডিতে কাজটি করতে হয় বিধায় প্রধান শিক্ষকদের নিকট কাজটি কিছুটা হলেও কঠিন। তাই অভিভাবকদেরকে সচেতন করুন এবং নিজে নির্ভুলভাবে উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থীর তথ্য প্রদান করার চেষ্টা করুন। ধন্যবাদ ।
আরো তথ্য পেতে পড়ুনঃ
প্রাথমিক উপবৃত্তির টাকা না আসার কারণ চেক করুন সহজে।
প্রাথমিক উপবৃত্তি পোর্টালে নুতন শিক্ষার্থী এন্ট্রি করার নিয়ম।
মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম।