প্রাথমিক ইউনিক আইডির ওয়েবসাইটের ঠিকানা ও লিংক।
ইউনিক আইডির ওয়েবসাইটের ঠিকানা ও লিংকঃ প্রাথমিক ইউনিক আইডি তৈরীর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি উক্ত ওয়েবসাইটে ঢুকবেন, লগইন করবেন এবং প্রাথমিক শিক্ষার্থীর ইউনিক আইডি তৈরি করার কিছু পোষ্টের লিংক। চলুন প্রথমে আমরা দেখি ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয়।
প্রাথমিক ইউনিক আইডির ওয়েবসাইটে লগইন পদ্ধতিঃ
আপনি চাইলে দুইটি উপায়ে প্রাথমিক ইউনিক আইডি তৈরীর ওয়েবসাইটে ঢুকতে পারবেন।
প্রথম পদ্ধতিঃ
প্রথমে আমি দেখাবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে উক্ত ওয়েবসাইটে ঢোকার উপায়।
মজিলা ফায়ারফক্স অথবা ক্রোমো ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন হলে অ্যাড্রেস বারে www.dpe.gov.bd এই ঠিকানা লিখে ল্যাপটপ কিংবা কম্পিউটারের ইন্টার বাটন চাপুন। কিছুক্ষণ পর নিজের পেজটি দেখতে পাবেন।
এখন এই পেজের বাম পাশের উপরের কোনায় শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি বাটনে ক্লিক করুন। হ্যাঁ আপনি শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির ওয়েব সাইটে ঢুকে গেছেন। নিচের পেজটি দেখতে পাবেন।
এই পেজে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন। পাসওয়ার্ড এবং ইউজার আইডি কোথায় পাবেন? এ বিষয়ে আমি এই ওয়েবসাইটে একটি পোস্ট দিয়েছি আপনি চাইলে এখানে ক্লিক করে পোস্টটি পড়ে নিতে পারেন।
আরো পড়ুনঃ প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষার্থীর ছবি আপলোড করার নিয়ম।
দ্বিতীয় পদ্ধতিঃ
প্রাথমিক ইউনিক আইডির তৈরীর ওয়েবসাইটে প্রবেশ করার দ্বিতীয় পদ্ধতি হলো মজিলা কিংবা গুগল ক্রম ব্রাউজার ওপেন করুন। অ্যাড্রেস বারে crvs.dpe.gov.bd এই ঠিকানা লিখে পূর্বের ন্যায় ইন্টার বাটনে ক্লিক করুন। পেয়ে যাবেন আপনার ইউনিক আইডির ওয়েবসাইট।এবার লগইন করার নিয়ম অনুসরণ করে লগইন করে কাজ করুন।
শেষ কথাঃ
সম্মানিত ভিজিটর, প্রাথমিক ইউনিক আইডির কাজ চলমান রয়েছে। এই ইউনিক আইডির কাজ করতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি আমার এই ওয়েবসাইটে সকল সমস্যার সমাধানের জন্য কিছু পোস্ট লিখেছি।আপনি চাইলে পোস্টগুলো পড়ে সমস্যা সমাধান করতে পারবেন। এছাড়াও কোথাও বুঝতে সমস্যা হলে, আপনি আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি যথা সম্ভব আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।