প্রাথমিক ডিজিটাল কনটেন্ট বিস্তারিত ও ডাউনলোড লিংক।
মানসম্মত প্রাথমিক শিক্ষায় ডিজিটাল কনটেন্ট এর ভূমিকা অপরিসীম । প্রতিটি শিশু উপকরণ দেখে দ্রুত শিখে থাকে। এরই আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত প্রাথমিক ডিজিটাল কনটেন্ট অনলাইনে আপলোড করা আছে। প্রতিটি শিক্ষক খুব সহজে অনলাইন থেকে তার প্রয়োজনীয় কনটেন্ট ডাউনলোড করে খুব অল্প সময়ে সঠিক নিয়ম মেনে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এই পোস্টে আমি আপনাদের শিখাবো কিভাবে প্রাথমিক ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করবেন? কিভাবে জিপ ফাইল ভেঙ্গে অর্থাৎ আনজিপ করে ফাইলটি ওপেন করবেন। শিক্ষক নির্দেশণা কোথায় পাবেন? শিখনফল কোথায় পাবেন? সর্বোপরি আপনি কিভাবে শ্রেণি পাঠদান করবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই লেখা।
ডিজিটাল কনটেন্ট ডাউনলোড করার সহজ নিয়মঃ
ডিজিটাল কনটেন্ট ডাউন-লোড করার পূর্বে ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিয়ে Google Chrome ব্রাউজার ওপেন করে নিন। Chrome ব্রাউজার এর এড্রেসবারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিখে সার্চ করুন এবং উক্ত অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে আপনি লিংকটি পাবেন আথবা এই লিংক এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনি নিচের পেজটি দেখতে পাবেন।
এই পেজে আপনি ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় সব বিষয়গুলো দেখতে পাবেন। ধরুন আপনি ১ম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ ১ কনটেন্টটি ডাউনলোড করতে চাচ্ছেন এ ক্ষেত্রে আপনাকে ১ম শ্রেণির বাংলা বিষয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের পেজটি দেখতে পাবেন।
এবার আপনি কনটেন্টটি বিভিন্ন ভার্সন এ ডাউনলোড করতে পারবেন। আপনি কনটেন্টটি কি ডিভাইসে দেখতে চান? যেমন কম্পিউটার ভার্সন, মোবাইল ভার্সন এবং দেখুন ওয়েব ভার্সন। এক্ষেত্রে আপনি কম্পিউটার ভার্সন এ ডাউন-লোড করে প্রোজেক্টর এর মাধ্যমে শিখন শেখানোর কাজে ব্যবহার করতে পারেন।
কনটেন্টটি মোবাইলে দেখতে মোবাইল ভার্সন এবং সরাসরি দেখতে ওয়েব ভার্সন সিলেক্ট করতে পারেন। তবে কম্পিউটার ভার্সন এ ডাউনলোড করে ব্যবহার করাই ভাল। কেননা পরবর্তীতে আপনি যে কোন সময়ে এটি ব্যবহার করতে পারবেন।
১ম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ ১ কনটেন্টটি ডাউন-লোড করতে ডাউনলোড কম্পিউটার ভার্সন এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবো কনটেন্টটি ডাউনলোড হয়ে গেছে। কম্পিউটারে ফাইলটি খুঁজে পেতে My computer ওপেন করে বাম পাসের Down-load Option এ ক্লিক করুন। এখানে আপনি আপনার কনটেন্টটি পেয়ে যাবেন।
Zip করা ডিজিটাল কনটেন্ট Unzip করার নিয়মঃ
Download করা কনটেন্ট সর্বদা জিপ আকারে থাকে। একে ভেঙ্গে বা আনজিপ করে তারপর ওপেন করতে হয়। ফাইল ভাঙ্গার ক্ষেত্রে কম্পিউটারে আপনি WinRAR সফটওয়্যারটি ডাউনলোড করে Install করে নিন। এবার ডাউনলোড করা জিপ কন্টেন্ট এর উপর মাউস রেখে অপশন/রাইট বাটনে ক্লিক করে Extract Here সিলেক্ট করুন।
এবার আপনি দেখতে পারবেন একটি ফাইল ভেঙ্গে ২ টি ফাইল হয়েছে। লাল রঙের ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন। হ্যাঁ আপনার কনটেন্ট টি শিখন শেখানোর জন্য প্রস্তুত।
আরো পড়ুনঃ প্রাথমিক ইউনিক আইডিতে শিক্ষার্থীর ছবি আপলোড করার নিয়ম।
ডিজিটাল কনটেন্ট এর বিভিন্ন অপশন এর বিবরণঃ
ডিজিটাল কনটেন্ট ওপেন করার পর সঠিক ভাবে ক্লাস নেয়ার জন্য এখানে কিছু অপশন দেখতে পাবো। এই অপশন গুলো ধারাবাহিক ভাবে ব্যবহার না করলে শিখন শেখানো কাজে সমস্যা হতে পারে। সুতারাং ভালোভাবে অপশন গুলো নিচের ছবি থেকে জেনে নেই।
উপরের ছবিতে নিচের বাম পাশের কোনায় ১ম শ্রেণির একটি বইএর ছবি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আপনি উক্ত বিষয়ের কোথায় অর্থাৎ কোন পেজে পড়াচ্ছেন সেটা দেখতে পারবেন।
এরপর তার পাশে একটি খোলা বই যেটিতে ক্লিক করলে উক্ত পাঠের শিখনফল জানতে পারবেন। কোন একটি পাঠের শেষে ছাত্র- ছাত্রী যা শিখবে বলে আশা করা যায় সেটি শিখনফল। এই শিখন ফল টার্গেট করে আপনি শিখন শেখানো কাজ সহজে করতে পারবেন।
৩য় চিহ্নটি একটি কলম ধরা হাত দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে দেখতে পাবেন শিখন শেখানো কার্যাবলী । একজন শিক্ষক কিভাবে ক্লাসে শিখন শিখানো কাজ করবেন তার বিশদভাবে বর্ণনা করা আছে।
এছাড়া ডান পাশের নীচে তীর চিহ্ন আছে। এটিতে ক্লিক করে আমরা পরবর্তী পাঠে যেতে পারবো।
উপরের ডান কোনায় ঘর চিহ্নিত স্থানে ক্লিক করলে পাঠের প্রথমে চলে আসবে। স্পিকার আইকনে ক্লিক করে পাঠের শব্দ বন্ধ করতে পারবেন। পাঠের শেষে ক্রস বাটনে ক্লিক করে পাঠ সমাপ্ত করা যাবে।
ডিজিটাল কনটেন্ট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
শেষ কথাঃ
আনন্দঘন পরিবেশে শিশু সবকিছু শিখতে চায়। ডিজিটাল কনটেন্ট উপরিউক্ত নিয়মে ডাউনলোড করে আপনি খুব সহজে সঠিক নিয়ম মেনে ক্লাস নিতে পারবেন। এতে করে সকলেই শিখতে পারবে বলে আমি আশাকরি।