ফেসবুক মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন A টু Z গাইড।
ফেসবুক মার্কেটিং কি তা জানতে পোস্টটি পড়তে হবে। বর্তমান সময়ে সবচেয়ে বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া গুলোর অন্যতম হলো ফেসবুক। ফেসবুক কে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন ব্যবসায়ীক সোর্স গুলোর অন্যতম হলো ফেসবুক মার্কেটিং। Facebook marketing মূলত ফেসবুক কে কেন্দ্র করে গড়ে উঠা একটি বিজনেস পদ্ধতি যার মধ্যে যেকোনো ব্যবসার প্রচার-প্রসার ঘটানো হয়।
Facebook marketing হল ডিজিটাল মার্কেটিং এর একটি ধাপ বা পদ্ধতি। ফেসবুক মার্কেটিং কি সেটা শিখে একজন ফ্রিল্যান্সার খুব সহজে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন। আজকের পোস্টে ফেসবুক মার্কেটিং কি সেটা নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরা হলো।
ফেসবুক মার্কেটিং কি?
Facebook marketing হলো এমন একটি সিস্টেম বা পদ্ধতি যার সাহায্যে যেকোন ব্যবসা বা সার্ভিসকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়ে ঐ ব্যবসার প্রচার-প্রসার ঘটানো হয়। ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং গুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়।
ফেসবুক মার্কেটিং এর চাহিদা
ফেসবুক মার্কেটিং এর চাহিদা জানতে হলে প্রথম ফেসবুক ব্যবহারকারী মানুষের সংখ্য নিরুপণ করতে হবে। ২০২২ সালের মেটার প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৯৬ কোটি যা এক বছরের ব্যবধানে প্রায় ২ শতাংশ বেড়েছে। ফেসবুকের এমন বিশাল সংখ্যক ব্যবহারকারীদের জন্য তৈরি হয়েছে F-commerce যার কাস্টমার সংখ্যাও সর্বাধিক।
Facebook marketing করে একজন নতুন ব্যবসায়ী উদ্যোক্তা খুব কম সময়ে কোটি মানুষের কাছে তার ব্যবসাকে পৌঁছে দিতে পারবেন। তেমনি একজন ফ্রিল্যান্সার হিসেবেও এই ইন্ডাস্ট্রিতে কাজ শিখলে খুব কম সময়ে সফল হতে পারেন।
সুতরাং ফেসবুক ব্যবহারকারী ও ফেসবুক এফকমার্স প্রতিষ্ঠানের হিসেব অনুযায়ী Facebook marketing এর গুরুত্ব বোঝা যায়। তাই আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখতে পারেন তাহলে খুব সহজে Facebook marketing এর কাজ পাওয়া যাবে বলে আশা করা যায়।
ফেসবুক মার্কেটিং কত প্রকার?
Facebook marketing সাধারণত দুই প্রকার।
- ফ্রি ফেসবুক মার্কেটিং ও
- পেইড ফেসবুক মার্কেটিং
ফ্রি ফেসবুক মার্কেটিং কি?
যে ফেসবুক মার্কেটিং এ কোন প্রকার অর্থ ব্যয় করতে হয়না তাকে ফ্রি ফেসবুক মার্কেটিং বলা হয়। একজন ডিজিটাল মার্কেটার চাইলে ফ্রি অথবা পেইড দুই ভাবে Facebook marketing করতে পারেন। তবে আপনার ব্যবসাটি যদি ছোট হয় তাহলে আপনি নিজেও ফ্রিতে Facebook marketing শুরু করতে পারেন। তবে এর জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে।
ফ্রি ফেসবুক মার্কেটিং করার নিয়ম
ফেসবুক মার্কেটিং কি সেটা জানার পর ফ্রিতে Facebook marketing করে সফল হতে প্রথমে আপনার ব্যবসার নামে একটি ফেসবুক পেইজ তৈরি করুন। অব্যশই SEO সম্পন্ন পেইজ তৈরি করতে হবে। তাহলে সবচেয়ে বেশি সাড়া পাবেন। পেইজ তৈরি সম্পর্কে জানতে ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন। পেইজ তৈরির পর এবার সেটার মার্কেটিং করতে হবে।
আপনি চাইলে অনেকভাবে Facebook marketing শুরু করতে পারেন। যেমন:
- ফেসবুক পেইজ বন্ধুদের কাছে শেয়ার করে।
- নিয়মিত ফেসবুক পোস্ট দিয়ে।
- পেইজ রিলেটেড গ্রুপে বা পেইজে জয়েন হতে হবে এবং পোস্ট করতে হবে।
- গ্রুপ কমেন্টে নিজের পেইজ শেয়ার করা ইত্যাদি।
এভাবে নানা উপায় অবলম্বন করে খুব সহজে ফ্রিতে আপনার পেইজকে প্রমোট বা মার্কেটিং করতে পারেন।
পেইড ফেসবুক মার্কেটিং কি?
অর্থের বিনিময় ফেসবুকে যে মার্কেটিং করা হয় তাকে Paid Facebook marketing বলা হয়। আপনার ব্যবসাটি যদি বড় হয় এবং খুব কম সময়ে নিজের ব্যবসার মার্কেটিং করতে চান তাহলে Paid Facebook marketing আপনার জন্য বেষ্ট হবে। Paid Facebook marketing করে অল্প সময়ে সফলতা অর্জন ও পরিশ্রম কম ছাড়াই খুবদ্রুত সাড়া পাওয়া যায়।
পেইড ফেসবুক মার্কেটিং করার নিয়ম
পেইড Facebook marketing করতে নিচের ধাপ গুলো অনুসরণ করতে পারেন:
- ফেসবুক অ্যাড চালানো।
- গ্রুপ বা পেইজ দ্বারা প্রমোট করা বা
- অন্য থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্ক দ্বারা পেইজ বুষ্ট করানো ইত্যাদি।
ফেসবুক মার্কেটিং কিভাবে শিখব?
ফেসবুক মার্কেটিং কি তাতো জানলেন এবার আপনি চাইলে নিজের ব্যবসা অথবা ফ্রিল্যান্সিং করার জন্য Facebook marketing শিখতে পারেন। Facebook marketing দুইভাবে শেখা যেতে পারে।
- ফ্রি ফেসবুক মার্কেটিং কোর্স থেকে
- পেইড ফেসবুক মার্কেটিং কোর্স থেকে
ফ্রিতে Facebook marketing শিখতে ইউটিউব, ফেসবুক গ্রুপ ও অন্য ফ্রিল্যান্সারদের সাহায্য নিতে পারেন। আর পেইড Facebook marketing শিখতে Facebook marketing কোর্স বা কোচিং সেন্টারে জয়েন করার মাধ্যমে Facebook marketing শিখতে পারেন।
Facebook marketing করতে কি কি লাগবে?
Facebook marketing আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তবে কম্পিউটার বা ল্যাপটপ হলে প্রফেশনালি Facebook marketing শুরু করতে পারবেন। তবে মনে রাখবেন ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে ভালো নেট কানেকশন থাকলে কাজ করতে সুবিধা হয়। তাই ডিভাইসের পাশাপাশি ইন্টারনেট সংযোগেও নজর দিন।
ফেসবুক মার্কেটিং করে আয়
মার্কেটপ্লেসে ফেসবুক মার্কেটিং এর চাহিদা ব্যপক রয়েছে। আপনি চাইলে Facebook marketing শিখে আপনার ফ্রিল্যান্সার ক্যারিয়ার শুরু করতে পারেন। Facebook marketing শিখে বিভিন্ন মার্কেটপ্লেস যেমন: ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার ইত্যাদিতে একজন ফ্রিল্যান্সার হিসেবে সময় করে কাজ করতে পারেন।
এছাড়াও আপনি চাইলে মার্কেটপ্লেসের বাহির থেকেও ক্লাইন্ট জোগাড় করে তাদের সাথে কাজ করে আয় করতে পারেন। মার্কেটপ্লেসের বাহির থেকে ক্লাইন্ট জোগাড় করতে ফেসবুক, প্রিন্টারেস্ট ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন।
একজন ফেসবুক মার্কেটার মার্কেটপ্লেস ও মার্কেপ্লেসের বাহিরে থেকে প্রতিমাসে সর্বনিম্ন ২০০$ থেকে সর্বোচ্চ ২,০০০$ পর্যন্ত আয় করতে পারেন যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ফেসবুক মার্কেটিং কোর্স কোনটি করবেন?
ফেসবুক মার্কেটিং কি জানার পর অনেকের মনে Facebook marketing কোর্স সম্পর্কে জানতে বা Facebook marketing শিখতে আগ্রহ জেগেছে। কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন কোর্সটি আপনার জন্য ভালো হবে বা কম খরচে সবচেয়ে ভালো। তাদের জন্য সাজেশন হলো: কোন প্রতিষ্ঠান ছাড়া কোর্স করতে যাবেন না। কারণ কোর্স করার নামে অনেক প্রতারকচক্র মানুষের অর্থ আত্মসাৎ করছে। সুতরাং ভালো কোন প্রতিষ্ঠান না পাওয়া পর্যন্ত ইউটিউব দেখে দেখে নিজে নিজে শিখতে থাকুন।
ইনসাআল্লাহ ধারণা করা যায় আপনি খুব কম সময়ে সফল হতে পারবেন। এছাড়াও কোর্স সম্পর্কে জানতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বড় কোন ফেসবুক গ্রুপে জয়েন করে পোষ্ট করতে পারেন। সেখান থেকে অন্য ফ্রিল্যান্সারদের থেকে সাহায্য পাবেন।
সফল ফেসবুক মার্কেটার হওয়ার টিপস
আপনি যদি একজন এক্সপার্ট বা সফল ফেসবুক মার্কেটার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান তাহলে আপনাকে কিছু বিষয়ে অনুসরণ/অনুকরণ করতে হবে। সেগুলো হলো:
- নিয়মিত কাজ শিখা।
- ধৈর্যশীল হওয়া ও কাজে মনোযোগ দেওয়া।
- দৃঢ় সংকল্প করা।
- অর্থের চেয়ে সার্ভিসে মনোযোগ দেওয়া।
- ক্লাইন্ট সেটিসফেকশন অর্জন করা।
- সৎ ও আত্ন নির্ভরশীল হওয়া ইত্যাদি।
শেষ কথাঃ
আপনার মধ্যে যদি উপরে উল্লেখিত গুণ গুলো লালন করতে পারেন। তবে খুব দ্রুত আপনি একজন সফল ফেসবুক মার্কেটার হতে পারবেন। মনে রাখবেন অনলাইন কাজ বা ফ্রিল্যান্সিং এটি একটা দীর্ঘ সময়ের রাস্তা এখানে যেই ধৈর্য ধরে লেগে থাকতে পারবে সেই সফল হবে।
আশা করি আজকের পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন। এরকম আরোও নানা মার্কেটিং সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ!
আরো জানতে পড়ুনঃ
ডিজিটাল মার্কেটিং কি ও কত প্রকার? বিস্তারিত জেনে নিন।