বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার সঠিক নিয়ম।
কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি যোগত্যা লাগবে এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম
আপনাদের মধ্যে যাদের পিতা-মাতা বা নিকটস্থ আত্মীয়-স্বজনদের বয়স ৬২-৬৫ মধ্যে পড়েছে। তারা চাইলে অনলাইনে বয়স্ক ভাতা আবেদন করতে পারবেন। তবে এই ভাতা সুধু মাত্র দরিদ্র ও বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আজকের পোস্টে বয়স্ক ভাতা অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার জন্য যেকোন ব্রাউজারের সার্চবারে mis.bhata.gov.bd লিখে সার্চ করুন। অথবা এখানে ক্লিক করুন। তাহলে আপনি সরাসরি ‘সমাজ সেবা অধিদফতর’ এর মেইন ওয়েবসাইটে পৌঁছে যাবেন।( প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে অপশনটি থাকে )
ওয়েবসাইটে প্রবেশের পর ‘কার্যক্রম’ অপশন থেকে বয়স্ক ভাতা সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তী পেইজে নিয়ে আসা হবে। এখন শুরুতে যে ব্যক্তির জন্য বয়স্ক ভাতা করবেন তার NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে ‘যাচাই করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে উক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য গুলো প্রদর্শিত হবে। এখন বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। যেমন:
- বৈবাহিক অবস্থা।
- শিক্ষাগত যোগ্যতা।
- খানার সদস্য (পুরুষ)।
- খানার সদস্য (মহিলা)।
- খানার সদস্য (হিজড়া)।
- বার্ষিক আয়।
- পেশা।
- বাসস্থান।
- স্বাস্থ্যগত/কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য।
- ভূমির মালিকানা।
- যোগাযোগের ঠিকানা।
- বর্তমান ঠিকানা।
- স্থায়ী ঠিকানা।
- মোবাইল নং।
- Nagad Settlement account
- মোবাইলের মালিকানা ইত্যাদি।
সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করে কয়েকবার চেক করে নিন। কোন তথ্যের ভুল থাকলে সেটি সংশোধন করে নিন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে থেকে ‘সংরক্ষণ’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি PDF ফর্ম ওপেন হবে। এখন PDF ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
তারপর এই কপিটি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দাখিল করুন। তাহলে তারা আপনার আবেদনটি যাচাই বাছাই করে দেখবে এবং আপনার আবেদনটি যদি গ্রহণযোগ্য হয়। তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তি নির্দিষ্ট সময় তার বয়স্ক ভাতা নগদ একাউন্টের মাধ্যমে পেতে থাকবেন।
বয়স্ক ভাতার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন
চলুন এ পর্যায়ে জেনে নেওয়া যাক বয়স্ক ভাতা পেতে হলে একজন ব্যক্তির কি কি যোগ্যতা লাগবে।
- সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর থাকতে হবে।
- পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৬৫ হতে হবে।
- মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৬২ হতে হবে।
- দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম হতে হবে।
- বার্ষিক গড় আয় অনূর্ধ্ব ১০ হাজার টাকা হবে।
- বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
উপরোক্ত বিষয়গুলো মেন যদি কেউ সঠিকভাবে বয়স্ক ভাতা আবেদন করেন তাহলে তার আবেদনটি গ্রহণযোগ্য হতে পারে তবে কোন ধরনের অসত্য অথবা মিথ্যার আশ্রয় নিলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
আশাকরি, বুঝাতে পেরেছেন কিভাবে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ!
আরো জানুনঃ
বাচ্চাদের জন্ম নিবন্ধন করার নিয়ম
মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করার সঠিক নিয়ম।
প্রতিবন্ধী কার্ড চেক করুন ১ মিনিটে ঘরে বসে।